রবিবার, ২০ জুলাই, ২০২৫

নরসিংদীতে মাদক বিক্রির অভিযোগে দুই ওসিকে বদলি

মাজহারুল ইসলাম, নরসিংদী প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

নরসিংদী গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান ও কোর্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জাকির হোসেনের বিরুদ্ধে উদ্ধার হওয়া ৯৬ কেজি মাদক প্রায় ১৫ লাখ টাকায় বিক্রি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বিষয়টি জানাজানির পর প্রশাসনিক কারণ দেখিয়ে তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে ঢাকার রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে।শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নরসিংদীর দুই পুলিশ পরিদর্শককে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্তির বিজ্ঞপ্তি জারি করা হয়।

এর আগে দুপুরে নরসিংদী পুলিশ সুপার মো. আব্দুল হান্নান স্বাক্ষরিত একটি পত্রে নরসিংদী পুলিশ লাইনসে তাদের বদলি করা হয়।

জানা যায়, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি শিবপুর উপজেলার সৃষ্টিঘর আটাশিয়া এলাকায় মনির হোসেনের লটকন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ কেজি গাজা উদ্ধার করেন তৎকালীন ডিবি পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার। ঘটনাস্থল থেকে ৯৬ কেজি গাঁজা জব্দ করে নরসিংদী ডিবি অফিসে নিয়ে আসেন এবং ওসি কামরুজ্জামানকে অবহিত করেন। জব্দ তালিকায় ৯৬ কেজি গাঁজার বাজার মূল্য দেখিয়েছেন ১৯ লাখ ২০ হাজার টাকা। আইন অনুসারে জব্দকৃত মালামাল জিডি মূলে আদালতে উপস্থাপন করা হয়। ওই সময় আদালতের বিচারক জব্দকৃত ৯৬ কেজি গাঁজা (মাদক) ধ্বংস করে বা পুড়িয়ে ফেলার নির্দেশ প্রদান করেন।

এদিকে, নরসিংদী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান নরসিংদী কোর্ট পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার জাকির হোসেনকে ম্যানেজ করে এই ৯৬ কেজি গাঁজা মাধবদী আলগী এলাকার মাদক ব্যবসায়ী মায়া প্রধানের কাছে বিক্রি করে দেন। প্রতিকেজি গাঁজার বাজার মূল্য ২৫ হাজার টাকা হলেও চিহ্নিত মাদক ব্যবসায়ীর কাছে ১৫ হাজার টাকা কেজি ধরে ১৪ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করে বলে অভিযোগ ওঠে ওসি কামরুজ্জামানের বিরুদ্ধে। পরে সেই টাকা ডিবি’র ওসি ও কোর্টের ওসি ভাগ করে নেন।

বিষয়টি জানাজানি হলে নরসিংদী পুলিশ সুপারের নিকট মৌখিক অভিযোগ করেন দায়িত্বরত পুলিশ সদস্য। তবে আদালতের নথিতে দেখা যায় জব্দকৃত ৯৬ কেজি মাদক ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে নরসিংদী গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, আমাদের অফিসার গাফফার আলামত জব্দ করেছে। এরপর তা জব্দ তালিকা করে কোর্টে পাঠিয়েছে। কোর্ট সেগুলো রিসিভ করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই ধ্বংস করেছে। সেই আদেশও আমাদের কাছে পাঠিয়েছে। এখন কোর্ট ধ্বংস করেছে কি করেনি সেটা তো কোর্টের ব্যাপার। কোর্ট সেটা ধ্বংস করে ভিডিও ফুটেজও দেখলাম আমাকে পাঠিয়েছিল।

তিনি আরও বলেন, কোর্টে পাঠিয়ে দেওয়ার পর আমাদের দায়িত্ব শেষ। এখন এটা নিয়ে অন্য কোনো কিছু হয়, কেউ যদি কোথাও বিক্রি করে, কেউ যদি কারও নাম বিক্রি করে তাহলে তো সেখানে দেখতে হবে সেটার ডকুমেন্টস কি আছে? আমি অন্যায় কোনো কিছুই করিনি। এখানে আমি ষড়যন্ত্রের শিকার।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ব্রহ্মপুত্রের ওপর বৃহত্তম বাঁধ বসাচ্ছে চীন

তিব্বত ও ভারত দিয়ে প্রবাহিত ইয়ারলুং জাংবো নদীর ওপর বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। এই নদীটি ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত। শনিবার দক্ষিণ-পশ্চিম...

‘শেখ হাসিনার মতো মনস্টারকে হটিয়েছে এদেশের সোনালি প্রজন্ম’

শেখ হাসিনার মতো মনস্টারকে এদেশের সোনালি প্রজন্ম হটিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) টেডএক্সের একটি...

যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছে ইসরায়েল

হামাসের পক্ষ থেকে সব জিম্মি মুক্তির শর্তে যে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল, তা ইসরায়েল নাকচ করে দিয়েছে। খবর নিশ্চিত করেছেন হামাসের সামরিক শাখা কাসেম...

অসুস্থ অবস্থায় মঞ্চে বসে যা বললেন জামায়াত আমীর

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। দুই দফায় অসুস্থ হয়ে...

সম্পর্কিত নিউজ

ব্রহ্মপুত্রের ওপর বৃহত্তম বাঁধ বসাচ্ছে চীন

তিব্বত ও ভারত দিয়ে প্রবাহিত ইয়ারলুং জাংবো নদীর ওপর বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু...

‘শেখ হাসিনার মতো মনস্টারকে হটিয়েছে এদেশের সোনালি প্রজন্ম’

শেখ হাসিনার মতো মনস্টারকে এদেশের সোনালি প্রজন্ম হটিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস...

যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছে ইসরায়েল

হামাসের পক্ষ থেকে সব জিম্মি মুক্তির শর্তে যে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল, তা ইসরায়েল...