রবিবার, ৬ জুলাই, ২০২৫

পদত্যাগ ইস্যুতে যা বললেন উপদেষ্টা নাহিদ

-বিজ্ঞাপণ-spot_img

এবার পদত্যাগ ইস্যুতে মুখ খুলেছেন, অন্তর্বর্তী সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ‍উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, প্রতিবেদনটি আমার নজরে এসেছে। পত্রিকাটি কোন উৎস থেকে এই তথ্য দিয়েছে, সেটি উল্লেখ করেনি।

উপদেষ্টা নাহিদ বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। এমন কোনো সিদ্ধান্ত হলে, আমরা নিজেরাই জানাব। এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হলেও আমরা বলব। সরকার ছাড়ার সিদ্ধান্ত হলেও, আনুষ্ঠানিকভাবে জানাব। পদত্যাগের কোনো সিদ্ধান্ত আপাতত আমার কিংবা আসিফের (ক্রীড়া উপদেষ্টা) পক্ষ থেকে নেইনি।

রাজনৈতিক দল গঠনের ব্যাপারে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আমরা এখনও ভাবিনি। আমরা আপাতত সরকারের কাজই করছি। মূলত রাজনৈতিক দল গঠন নিয়ে যখন আলোচনা চলছিল, তখন কথায় কথায় বলেছিলাম— অন্য কোনো দল গঠন কিংবা কোনো দলে যোগ দিলে, জানানো হবে। সরকারে থাকা অবস্থায় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব না।

এ সময় নাহিদ ইসলাম বলেন, উনারা যেহেতু উৎসটা স্পষ্ট করেনি, সে ক্ষেত্রে আরেকটু দায়িত্বশীল হওয়া উচিৎ ছিল। রিপোর্টটি তো গুরুত্বপূর্ণ, সে ক্ষেত্রে উৎস উল্লেখ করা উচিৎ ছিল। আমাদের জায়গা থেকে বলবো, আরেকটু দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য।

এর আগে, দৈনিক আমার দেশ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণার আগেই সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটির সদস্যসচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।

আমার দেশ পত্রিকার প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর থেকে পত্রিকাটির সোর্স উল্লেখ করে দেশের আরও বেশ কিছু সংবাদমাধ্যম প্রতিবেদনটি নিজেদের অনলাইন ভার্সনে প্রচার করে। প্রতিবেদনটি প্রচার হয়, ভারতীয় কিছু সংবাদ মাধ্যমেও।

বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার একপর্যায়ে গণমাধ্যমের কাছে বিষয়টি স্পষ্ট করেন এই উপদেষ্টারা।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ইরান-ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে খামেনি

ইরান-ইসরায়েলের মধ্যে চলা ১২ দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) তেহরানের ইমাম...

হত্যার ৩ মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক ওয়াসিম আকরামের (২৮) মরদেহ ৩ মাস পর দেশে ফিরেছে। মরদেহ দেশে ফেরায় সন্তোষ জানিয়েছেন নিহতের স্বজনরা। নিহত...

প্রথমার্ধেই তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের ৭ গোল

বাহরাইন ও মিয়ানমারকে হারিয়ে এশিয়া কাপের মূল পর্বের টিকিট আগেই নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার (৫জুলাই) তুর্কমেনিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি...

সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানোর বিষয়টি খুবই সংবেদনশীল: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানোর বিষয়টি খুবই সংবেদনশীল এবং এর সঙ্গে দেশের ব্যাংকিং...

সম্পর্কিত নিউজ

ইরান-ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে খামেনি

ইরান-ইসরায়েলের মধ্যে চলা ১২ দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয়...

হত্যার ৩ মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক ওয়াসিম আকরামের (২৮) মরদেহ ৩ মাস...

প্রথমার্ধেই তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের ৭ গোল

বাহরাইন ও মিয়ানমারকে হারিয়ে এশিয়া কাপের মূল পর্বের টিকিট আগেই নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ...