বুধবার, ৩০ জুলাই, ২০২৫

পদত্যাগ ইস্যুতে যা বললেন উপদেষ্টা নাহিদ

-বিজ্ঞাপণ-spot_img

এবার পদত্যাগ ইস্যুতে মুখ খুলেছেন, অন্তর্বর্তী সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ‍উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, প্রতিবেদনটি আমার নজরে এসেছে। পত্রিকাটি কোন উৎস থেকে এই তথ্য দিয়েছে, সেটি উল্লেখ করেনি।

উপদেষ্টা নাহিদ বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। এমন কোনো সিদ্ধান্ত হলে, আমরা নিজেরাই জানাব। এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হলেও আমরা বলব। সরকার ছাড়ার সিদ্ধান্ত হলেও, আনুষ্ঠানিকভাবে জানাব। পদত্যাগের কোনো সিদ্ধান্ত আপাতত আমার কিংবা আসিফের (ক্রীড়া উপদেষ্টা) পক্ষ থেকে নেইনি।

রাজনৈতিক দল গঠনের ব্যাপারে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আমরা এখনও ভাবিনি। আমরা আপাতত সরকারের কাজই করছি। মূলত রাজনৈতিক দল গঠন নিয়ে যখন আলোচনা চলছিল, তখন কথায় কথায় বলেছিলাম— অন্য কোনো দল গঠন কিংবা কোনো দলে যোগ দিলে, জানানো হবে। সরকারে থাকা অবস্থায় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব না।

এ সময় নাহিদ ইসলাম বলেন, উনারা যেহেতু উৎসটা স্পষ্ট করেনি, সে ক্ষেত্রে আরেকটু দায়িত্বশীল হওয়া উচিৎ ছিল। রিপোর্টটি তো গুরুত্বপূর্ণ, সে ক্ষেত্রে উৎস উল্লেখ করা উচিৎ ছিল। আমাদের জায়গা থেকে বলবো, আরেকটু দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য।

এর আগে, দৈনিক আমার দেশ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণার আগেই সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটির সদস্যসচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।

আমার দেশ পত্রিকার প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর থেকে পত্রিকাটির সোর্স উল্লেখ করে দেশের আরও বেশ কিছু সংবাদমাধ্যম প্রতিবেদনটি নিজেদের অনলাইন ভার্সনে প্রচার করে। প্রতিবেদনটি প্রচার হয়, ভারতীয় কিছু সংবাদ মাধ্যমেও।

বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার একপর্যায়ে গণমাধ্যমের কাছে বিষয়টি স্পষ্ট করেন এই উপদেষ্টারা।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

জামিন পেলেন ব্লগার ফারাবি, মুক্তিতে বাধাবিঘ্ন না করার আহ্বান হারুন ইজহারের

ইসলামী লেখক ও ব্লগার শফিউর রহমান ফারাবি দীর্ঘ ১১ বছর কারাবন্দি থাকার পর জামিন পেয়েছেন। মঙ্গলবার (৩০ জুলাই) হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন।বিষয়টি নিশ্চিত...

নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, খালেদা জিয়া এখন শারীরিকভাবে...

সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা, পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ

বন্ড ইস্যুতে প্রতারণার অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে তাকে...

দুই বছরের মধ্যে সংস্কার বাস্তবায়নের খসড়ায় বিএনপির সমর্থন

জুলাই সনদ ২০২৫-এর খসড়ায় উল্লেখিত রাজনৈতিক সংস্কার আগামী নির্বাচিত সংসদের প্রথম দুই বছরের মধ্যেই কার্যকর করার সুপারিশকে সমর্থন জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য...

সম্পর্কিত নিউজ

জামিন পেলেন ব্লগার ফারাবি, মুক্তিতে বাধাবিঘ্ন না করার আহ্বান হারুন ইজহারের

ইসলামী লেখক ও ব্লগার শফিউর রহমান ফারাবি দীর্ঘ ১১ বছর কারাবন্দি থাকার পর জামিন...

নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির ভাইস...

সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা, পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ

বন্ড ইস্যুতে প্রতারণার অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা...