মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

পদত্যাগ ইস্যুতে যা বললেন উপদেষ্টা নাহিদ

-বিজ্ঞাপণ-spot_img

এবার পদত্যাগ ইস্যুতে মুখ খুলেছেন, অন্তর্বর্তী সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ‍উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, প্রতিবেদনটি আমার নজরে এসেছে। পত্রিকাটি কোন উৎস থেকে এই তথ্য দিয়েছে, সেটি উল্লেখ করেনি।

উপদেষ্টা নাহিদ বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। এমন কোনো সিদ্ধান্ত হলে, আমরা নিজেরাই জানাব। এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হলেও আমরা বলব। সরকার ছাড়ার সিদ্ধান্ত হলেও, আনুষ্ঠানিকভাবে জানাব। পদত্যাগের কোনো সিদ্ধান্ত আপাতত আমার কিংবা আসিফের (ক্রীড়া উপদেষ্টা) পক্ষ থেকে নেইনি।

রাজনৈতিক দল গঠনের ব্যাপারে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আমরা এখনও ভাবিনি। আমরা আপাতত সরকারের কাজই করছি। মূলত রাজনৈতিক দল গঠন নিয়ে যখন আলোচনা চলছিল, তখন কথায় কথায় বলেছিলাম— অন্য কোনো দল গঠন কিংবা কোনো দলে যোগ দিলে, জানানো হবে। সরকারে থাকা অবস্থায় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব না।

এ সময় নাহিদ ইসলাম বলেন, উনারা যেহেতু উৎসটা স্পষ্ট করেনি, সে ক্ষেত্রে আরেকটু দায়িত্বশীল হওয়া উচিৎ ছিল। রিপোর্টটি তো গুরুত্বপূর্ণ, সে ক্ষেত্রে উৎস উল্লেখ করা উচিৎ ছিল। আমাদের জায়গা থেকে বলবো, আরেকটু দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য।

এর আগে, দৈনিক আমার দেশ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণার আগেই সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটির সদস্যসচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।

আমার দেশ পত্রিকার প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর থেকে পত্রিকাটির সোর্স উল্লেখ করে দেশের আরও বেশ কিছু সংবাদমাধ্যম প্রতিবেদনটি নিজেদের অনলাইন ভার্সনে প্রচার করে। প্রতিবেদনটি প্রচার হয়, ভারতীয় কিছু সংবাদ মাধ্যমেও।

বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার একপর্যায়ে গণমাধ্যমের কাছে বিষয়টি স্পষ্ট করেন এই উপদেষ্টারা।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৭ সদস্য আটক

আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালেনারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে ৭ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক...

জাহিদুল হত্যাকাণ্ডের ঘটনায় দুই তরুণী ও আট আসামির সন্ধানে নেমেছে পুলিশ

রাজধানীর বনানীতে তুচ্ছ ইস্যুকে কেন্দ্র করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম খুনের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এজাহারে নাম...

চার দিনের সফরে কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

‘আর্থনা শীর্ষ সম্মেলন–২০২৫’–এ যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি...

গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব কাতার ও মিসরের

দখলদার ইসরায়েলি বাহিনী বর্বর হামলায় মৃত্যু উপত্যাকা এখন গাজা। চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে এবার হামাসকে নতুন একটি প্রস্তাব দিয়েছে কাতার ও মিসরের মধ্যস্থতাকারীরা। স্থানীয় সময়...

সম্পর্কিত নিউজ

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৭ সদস্য আটক

আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালেনারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে ৭ জনকে আটক করেছে পুলিশ।...

জাহিদুল হত্যাকাণ্ডের ঘটনায় দুই তরুণী ও আট আসামির সন্ধানে নেমেছে পুলিশ

রাজধানীর বনানীতে তুচ্ছ ইস্যুকে কেন্দ্র করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম খুনের ঘটনায়...

চার দিনের সফরে কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

‘আর্থনা শীর্ষ সম্মেলন–২০২৫’–এ যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায়...