মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

প্রশ্নফাঁসের কোনো সুযোগ অসাধু চক্র পাবে না: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

প্রশ্নফাঁসের কোনো সুযোগ অসাধু চক্র পাবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার। তিনি বলেন, আমরা এসএসসি পরীক্ষার মতো এবারও তৎপর আছি। কেউ গুজব ছড়ালেও আমরা ব্যবস্থা নেব।

বৃহস্পতিবার (২৬ ‍জুন) রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, আমি কেন্দ্র ঘুরে দেখলাম, সব পরীক্ষার্থী মাস্ক পরে এসেছে; সবাই নিরাপদ দূরত্বে বসে পরীক্ষা দিচ্ছে। ডেঙ্গুর বিষয়েও আগে থেকেই আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছি। সব মিলিয়ে ডেঙ্গু-করোনা নিয়ে আমাদের প্রস্তুতি ভালো। ফলে এ নিয়ে ভয়ের বা শঙ্কার কিছু দেখছি না।

কেন্দ্রের ২০০ গজের মধ্যে গাড়ি প্রবেশ ও অভিভাবকদের জটলা করতে নিষেধাজ্ঞা ছিল। সেগুলো ঠিকঠাক মানা হচ্ছে না। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সচিবালয় থেকে এখানে এসেছি। খুব বেশি জটলা বা ঝামেলা দেখিনি। যদিও আমি পরীক্ষা শুরুর পর এসেছি। তবে এটা সত্য যে, সব নিয়ম মানানো যাচ্ছে না। আমরা ধীরে ধীরে এগুলো নিয়ে কাজ করবো। আশা করি সামনে আরও ভালো পরিস্থিতি হবে।

কর্মদিবসে পরীক্ষা নেওয়ায় যানজটে ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। ভবিষ্যতে কর্মদিবস এড়িয়ে বা সকালের পরিবর্তে বিকেলে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নে সি আর আবরার বলেন, সেটা তো অবশ্যই থাকে। তবে আমাদের আরও অনেক দিক বিবেচনা করতে হয়। যেমন- দুপুরের নামাজ, খাবার গ্রহণের বিরতি থাকে। তার পরে পরীক্ষা শুরু করলে সেটা শেষ বিকেলে চলে যায়। আবহাওয়াসহ অন্যান্য বিষয়েও নজর রাখতে হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে এ পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সময়সূচি অনুযায়ী—প্রথম দিনে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৬০৫টি কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডের অধীন ৪৫৯টি কেন্দ্রে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীন ৭৩৩ কেন্দ্রে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষা নেওয়া হচ্ছে। সব বোর্ডের প্রথম দিনের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়েছে, যা শেষ হবে দুপুর ১টায়।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

অনুর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ: বাংলাদেশের সাথে যে ১১টি দল খেলবে 

বাংলাদেশের নারী ফুটবলে বইছে সাফল্যের জোয়ার। টানা দ্বিতীয় বারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবারের মতো খেলবে নারী এশিয়া কাপ। যা অনুষ্ঠীত হবে আগামী...

টেক্সাসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি টার্গেট স্টোরের পার্কিং লটে গুলি চালিয়ে ৩ জনকে হত্যা করেছে এক বন্দুকধারী।মঙ্গলবার (১২ আগস্ট) আল জাজিরা প্রতিবেদনে এ খবর...

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।মালয়েশিয়ায় সরকারি সফরে...

রাজশাহীর নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা, প্লাবিত হতে পারে কয়েকটি উপজেলা

সজল মাহমুদ, রাজশাহী প্রতিনিধিরাজশাহীর নিচু এলাকায় বন্যা কবলিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণ অনুযায়ী, পদ্মা ও তার শাখা নদীগুলোর পানি...

সম্পর্কিত নিউজ

অনুর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ: বাংলাদেশের সাথে যে ১১টি দল খেলবে 

বাংলাদেশের নারী ফুটবলে বইছে সাফল্যের জোয়ার। টানা দ্বিতীয় বারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর...

টেক্সাসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি টার্গেট স্টোরের পার্কিং লটে গুলি চালিয়ে ৩ জনকে হত্যা করেছে...

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন...