মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

প্রশ্নফাঁসের কোনো সুযোগ অসাধু চক্র পাবে না: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

প্রশ্নফাঁসের কোনো সুযোগ অসাধু চক্র পাবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার। তিনি বলেন, আমরা এসএসসি পরীক্ষার মতো এবারও তৎপর আছি। কেউ গুজব ছড়ালেও আমরা ব্যবস্থা নেব।

বৃহস্পতিবার (২৬ ‍জুন) রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, আমি কেন্দ্র ঘুরে দেখলাম, সব পরীক্ষার্থী মাস্ক পরে এসেছে; সবাই নিরাপদ দূরত্বে বসে পরীক্ষা দিচ্ছে। ডেঙ্গুর বিষয়েও আগে থেকেই আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছি। সব মিলিয়ে ডেঙ্গু-করোনা নিয়ে আমাদের প্রস্তুতি ভালো। ফলে এ নিয়ে ভয়ের বা শঙ্কার কিছু দেখছি না।

কেন্দ্রের ২০০ গজের মধ্যে গাড়ি প্রবেশ ও অভিভাবকদের জটলা করতে নিষেধাজ্ঞা ছিল। সেগুলো ঠিকঠাক মানা হচ্ছে না। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সচিবালয় থেকে এখানে এসেছি। খুব বেশি জটলা বা ঝামেলা দেখিনি। যদিও আমি পরীক্ষা শুরুর পর এসেছি। তবে এটা সত্য যে, সব নিয়ম মানানো যাচ্ছে না। আমরা ধীরে ধীরে এগুলো নিয়ে কাজ করবো। আশা করি সামনে আরও ভালো পরিস্থিতি হবে।

কর্মদিবসে পরীক্ষা নেওয়ায় যানজটে ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। ভবিষ্যতে কর্মদিবস এড়িয়ে বা সকালের পরিবর্তে বিকেলে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নে সি আর আবরার বলেন, সেটা তো অবশ্যই থাকে। তবে আমাদের আরও অনেক দিক বিবেচনা করতে হয়। যেমন- দুপুরের নামাজ, খাবার গ্রহণের বিরতি থাকে। তার পরে পরীক্ষা শুরু করলে সেটা শেষ বিকেলে চলে যায়। আবহাওয়াসহ অন্যান্য বিষয়েও নজর রাখতে হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে এ পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সময়সূচি অনুযায়ী—প্রথম দিনে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৬০৫টি কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডের অধীন ৪৫৯টি কেন্দ্রে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীন ৭৩৩ কেন্দ্রে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষা নেওয়া হচ্ছে। সব বোর্ডের প্রথম দিনের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়েছে, যা শেষ হবে দুপুর ১টায়।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

সারজিসের বিরুদ্ধে মানহানির মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে। সামাজিকমাধ্যমে তার...

মাইলস্টোন ট্রাজেডি: হতাহতদের পরিবারকে দেওয়া হচ্ছে হুমকি-ধমকি, নেই ক্ষতিপূরণের আশ্বাস!

রাজধানীর মাইলস্টোন স্কুলে বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর একটি ঘটেছিল। প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারায় শিক্ষকসহ ৩৬ জন মানুষ। যাদের অধিকাংশই ছিল শিশু...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ বিক্রি করছে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী ও ফ্যাসিস্ট আওয়ামী নেতা সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের একটি অংশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে  তার বিরুদ্ধে ব্রিটেনে অর্থপাচারের...

ইছামতি নদী দিয়ে ঢুকছে ভারতীয় পানি: প্লাবিত শার্শার সীমান্ত এলাকা

নিম্নচাপ ও প্রায় দেড় মাস ধরে ভারতীয় ইছামতি নদীর জোয়ারের পানি অব্যাহতভাবে প্রবেশ করায় যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর, বাইকোলা, ভবানীপুর, দাউদখালী, গোগা বিলপাড়া, আমলাই...

সম্পর্কিত নিউজ

সারজিসের বিরুদ্ধে মানহানির মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক...

মাইলস্টোন ট্রাজেডি: হতাহতদের পরিবারকে দেওয়া হচ্ছে হুমকি-ধমকি, নেই ক্ষতিপূরণের আশ্বাস!

রাজধানীর মাইলস্টোন স্কুলে বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর একটি ঘটেছিল। প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ বিক্রি করছে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী ও ফ্যাসিস্ট আওয়ামী নেতা সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের একটি অংশ...