শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

ফিক্সিংয়ের দায়ে আইসিসি থেকে ৫ বছরের নিষেধাজ্ঞার মুখে বাংলাদেশি বোলার

-বিজ্ঞাপণ-spot_img

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০১৩ সালে হলেও দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। সর্বশেষ ২০২২ সালে জাতীয় দলের হয়ে খেলেছেন। এরই মাঝে সতীর্থ ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে বাংলাদেশ নারী দলের স্পিনার সোহেলি আক্তারের বিরুদ্ধে।

এরপরই আইসিসির অ্যান্টি-করাপশন নীতিমালার ৫টি ধারা লঙ্ঘনের দায়ে তাকে ৫ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় ২০২৩ সালে অনুষ্ঠিত হয় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই বাংলাদেশ দলের এক সতীর্থকে ফিক্সিং প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে সোহেলির বিরুদ্ধে।

এদিকে, যে ক্রিকেটারকে অসাধু প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি সেই ফাঁদে পা না দিয়ে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা কমিশনকে (আকসু) বিষয়টি জানান।

যার ভিত্তিতে অনুসন্ধানের পর আজ (মঙ্গলবার) সোহেলিকে সব ধরনের ক্রিকেট থেকে ৫ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে আইসিসি।

গতকাল (১০ ফেব্রুয়ারি) থেকে তার এই শাস্তি কার্যকর হয়েছে।

আইসিসির বিবৃতিতে জানানো হয়– দুর্নীতি বিরোধী ইউনিটের ২.১.১, ২.১.৩, ২.১.৪, ২.৪.৪ এবং ২.৪.৭ ধারা লঙ্ঘন করেছেন সোহেলি। যেখানে ২.১.১ ধারায় রয়েছে– ম্যাচ ফিক্সিং বা যেকোনো উপায়ে খেলার ফলাফল, অগ্রগতি, আচরণ বা অন্যান্য দিক অনৈতিকভাবে প্রভাবিত করা বা এর সঙ্গে জড়িত থাকা, যার মধ্যে ইচ্ছাকৃতভাবে খারাপ পারফরম্যান্স করাও অন্তর্ভুক্ত। ২.৪.৪ ধারামতে– অ্যান্টি-করাপশন ইউনিটকে বিলম্ব না করে দুর্নীতির জন্য করা কোনো প্রস্তাব বা আমন্ত্রণের সম্পূর্ণ তথ্য জানাতে ব্যর্থ হওয়া। ধারা ২.৪.৭-এ আছে, অ্যান্টি-করাপশন ইউনিটকে তদন্তে বাধা সৃষ্টি করা বা বিলম্ব করা, যার মধ্যে প্রাসঙ্গিক নথিপত্র বা অন্যান্য তথ্য গোপন করা, বিকৃত করা বা ধ্বংস করাও অন্তর্ভুক্ত।

সোহেলি আক্তার ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ছিলেন না। তবে স্কোয়াডে থাকা আরেক ক্রিকেটারকে তিনি মুঠোফোনে ফিক্সিংয়ের বার্তা পাঠান অস্ট্রেলিয়ার ম্যাচের আগে। যেখানে ওই ক্রিকেটারকে বড় অঙ্কের টাকার লোভ দেখানোও হয়। যা ওই ক্রিকেটার জানিয়ে দেন আকসুকে।

২০২২ সালে নিজের শেষ ম্যাচ খেলার আগপর্যন্ত তিনি ২টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সবমিলিয়ে তার উইকেট ১১টি।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

দুর্ঘটনার সংবাদ সংগ্রহে দেখলেন আহত বাবা, সন্তানের কোলেই মৃত্যু

নাটোরে সড়ক দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিজের বাবাকেই আহত অবস্থায় খুঁজে পান স্থানীয় সাংবাদিক রাহিদুল ইসলাম। বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ...

নজরুল বিশ্ববিদ্যালয়ে খুঁটিতে লোহার পাইপের বদলে বাঁশ, ছাদ ধসে আহত ১১

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০ তলা ছাত্র হল ভবনের ছাদ ধসে আহত হয়েছে ১১ শ্রমিক।বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে হলের...

শার্শায় ভ্যান থামিয়ে হতদরিদ্রের চাল ছিনতাইয়ের অভিযোগ

বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শায় সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় (ভিডব্লিউভি) তালিকাভুক্ত হতদরিদ্র নারীদের মাঝে বিতরণকৃত চাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় রাজনৈতিক দলের অনুসারীদের বিরুদ্ধে।বৃহস্পতিবার (৩১...

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ১৩ ব্যাংক হিসাব ফ্রিজ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং তার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন ও তার স্বার্থ সংশ্লিষ্ট...

সম্পর্কিত নিউজ

দুর্ঘটনার সংবাদ সংগ্রহে দেখলেন আহত বাবা, সন্তানের কোলেই মৃত্যু

নাটোরে সড়ক দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিজের বাবাকেই আহত অবস্থায় খুঁজে পান স্থানীয়...

নজরুল বিশ্ববিদ্যালয়ে খুঁটিতে লোহার পাইপের বদলে বাঁশ, ছাদ ধসে আহত ১১

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০ তলা ছাত্র হল ভবনের ছাদ...

শার্শায় ভ্যান থামিয়ে হতদরিদ্রের চাল ছিনতাইয়ের অভিযোগ

বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শায় সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় (ভিডব্লিউভি) তালিকাভুক্ত হতদরিদ্র নারীদের মাঝে বিতরণকৃত...