শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফিক্সিংয়ের দায়ে আইসিসি থেকে ৫ বছরের নিষেধাজ্ঞার মুখে বাংলাদেশি বোলার

-বিজ্ঞাপণ-spot_img

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০১৩ সালে হলেও দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। সর্বশেষ ২০২২ সালে জাতীয় দলের হয়ে খেলেছেন। এরই মাঝে সতীর্থ ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে বাংলাদেশ নারী দলের স্পিনার সোহেলি আক্তারের বিরুদ্ধে।

এরপরই আইসিসির অ্যান্টি-করাপশন নীতিমালার ৫টি ধারা লঙ্ঘনের দায়ে তাকে ৫ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় ২০২৩ সালে অনুষ্ঠিত হয় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই বাংলাদেশ দলের এক সতীর্থকে ফিক্সিং প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে সোহেলির বিরুদ্ধে।

এদিকে, যে ক্রিকেটারকে অসাধু প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি সেই ফাঁদে পা না দিয়ে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা কমিশনকে (আকসু) বিষয়টি জানান।

যার ভিত্তিতে অনুসন্ধানের পর আজ (মঙ্গলবার) সোহেলিকে সব ধরনের ক্রিকেট থেকে ৫ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে আইসিসি।

গতকাল (১০ ফেব্রুয়ারি) থেকে তার এই শাস্তি কার্যকর হয়েছে।

আইসিসির বিবৃতিতে জানানো হয়– দুর্নীতি বিরোধী ইউনিটের ২.১.১, ২.১.৩, ২.১.৪, ২.৪.৪ এবং ২.৪.৭ ধারা লঙ্ঘন করেছেন সোহেলি। যেখানে ২.১.১ ধারায় রয়েছে– ম্যাচ ফিক্সিং বা যেকোনো উপায়ে খেলার ফলাফল, অগ্রগতি, আচরণ বা অন্যান্য দিক অনৈতিকভাবে প্রভাবিত করা বা এর সঙ্গে জড়িত থাকা, যার মধ্যে ইচ্ছাকৃতভাবে খারাপ পারফরম্যান্স করাও অন্তর্ভুক্ত। ২.৪.৪ ধারামতে– অ্যান্টি-করাপশন ইউনিটকে বিলম্ব না করে দুর্নীতির জন্য করা কোনো প্রস্তাব বা আমন্ত্রণের সম্পূর্ণ তথ্য জানাতে ব্যর্থ হওয়া। ধারা ২.৪.৭-এ আছে, অ্যান্টি-করাপশন ইউনিটকে তদন্তে বাধা সৃষ্টি করা বা বিলম্ব করা, যার মধ্যে প্রাসঙ্গিক নথিপত্র বা অন্যান্য তথ্য গোপন করা, বিকৃত করা বা ধ্বংস করাও অন্তর্ভুক্ত।

সোহেলি আক্তার ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ছিলেন না। তবে স্কোয়াডে থাকা আরেক ক্রিকেটারকে তিনি মুঠোফোনে ফিক্সিংয়ের বার্তা পাঠান অস্ট্রেলিয়ার ম্যাচের আগে। যেখানে ওই ক্রিকেটারকে বড় অঙ্কের টাকার লোভ দেখানোও হয়। যা ওই ক্রিকেটার জানিয়ে দেন আকসুকে।

২০২২ সালে নিজের শেষ ম্যাচ খেলার আগপর্যন্ত তিনি ২টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সবমিলিয়ে তার উইকেট ১১টি।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

আল-আকসা ভেঙে ফেলার পরিকল্পনা করছে ইসরায়েলিরা, ফিলিস্তিন সরকারের সতর্কতা জারি

দখলদার ইসরায়েলি সেটেলার তথা অবৈধ বসতি স্থাপনকারীরা জেরুজালেমে মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান ও প্রথম কিবলা আল-আকসা মসজিদে হামলা চালিয়ে এটি ভেঙে ফেলে তার জায়গায়...

উৎকণ্ঠার অবসান, বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

বিশ্বকাপে জায়গা করে নিলো বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত অপেক্ষা আর উৎকণ্ঠার পালা শেষ হয়েছে নিগার সুলতানাদের জন্য। নেট রান রেটে এগিয়ে থাকায় শেষ হাসি হাসলো...

পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে খুনের পর সেচ্ছায় থানায় উপস্থিত স্বামী

বাজার থেকে কিনে আনা পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা করেন স্বামী। এরপর স্বামী নিজেই থানায় উপস্থিত হয়ে দেন ঘটনার...

যুক্তরাষ্ট্রের আরেকটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করল হুতি

যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বিষয়টি নিশ্চিত করেছেন। জেনারেল ইয়াহিয়া...

সম্পর্কিত নিউজ

আল-আকসা ভেঙে ফেলার পরিকল্পনা করছে ইসরায়েলিরা, ফিলিস্তিন সরকারের সতর্কতা জারি

দখলদার ইসরায়েলি সেটেলার তথা অবৈধ বসতি স্থাপনকারীরা জেরুজালেমে মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান ও প্রথম...

উৎকণ্ঠার অবসান, বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

বিশ্বকাপে জায়গা করে নিলো বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত অপেক্ষা আর উৎকণ্ঠার পালা শেষ হয়েছে...

পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে খুনের পর সেচ্ছায় থানায় উপস্থিত স্বামী

বাজার থেকে কিনে আনা পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা...