রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকারের (৭০) বিরুদ্ধে এক নারী নেত্রীকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগকারী নেত্রী রাজশাহী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের শীর্ষ পর্যায়ের একজন নেত্রী। তিনি পবা উপজেলার বাসিন্দা।
অভিযোগে বলা হয়েছে, বিশ্বনাথ সরকার গত চার মাস ধরে ওই নারী নেত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাব প্রত্যাখ্যান করায় বর্তমানে তিনি নিরাপত্তাহীনতা ও মানসিক ভীতির মধ্যে রয়েছেন।
বিশ্বনাথ সরকারের আচরণ নিয়ে প্রতিকার চেয়ে ওই নারী নেত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিন পৃষ্ঠার এই অভিযোগপত্রটি মঙ্গলবার ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে।
অভিযোগে উল্লেখ করা হয়, বিশ্বনাথ সরকার তাকে ভারত ভ্রমণ ও রাজশাহীর একটি তিন তারকা হোটেলে একান্তে সময় কাটানোর প্রস্তাব দেন। এক পর্যায়ে তিনি বলেন, “তোমাকে সাত বছর ধরে নজরে রেখেছি। তোমাকে বিয়ে করতে চাই। আমার ওপরটা হিন্দু, নিচটা মুসলমান।” এছাড়াও তিনি প্রায়ই রাতের বেলায় ফোন করে অশ্লীল ভাষায় কথা বলেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
ওই নারী নেত্রীর মোবাইলে সংরক্ষিত একাধিক অডিও রেকর্ডে বিশ্বনাথ সরকারের অশালীন বক্তব্যের প্রমাণ রয়েছে বলেও জানা গেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ সরকার বলেন, “দলীয় কর্মসূচি নিয়ে মাঝেমধ্যে তার সঙ্গে ফোনে কথা হয়। তবে যৌন হয়রানির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমার আর সেই বয়স আছে? কেউ হয়তো আমার কণ্ঠ এডিট করে এসব অডিও বানিয়েছে।”
এ বিষয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “দলীয় অনুষ্ঠানে আছি, এখন কথা বলা সম্ভব নয়।” পরে একাধিকবার ফোন করলেও তিনি আর ফোন রিসিভ করেননি।