বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে মহিলা দলের নেত্রীকে যৌন হয়রানির অভিযোগ

জেলা প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকারের (৭০) বিরুদ্ধে এক নারী নেত্রীকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগকারী নেত্রী রাজশাহী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের শীর্ষ পর্যায়ের একজন নেত্রী। তিনি পবা উপজেলার বাসিন্দা।

অভিযোগে বলা হয়েছে, বিশ্বনাথ সরকার গত চার মাস ধরে ওই নারী নেত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাব প্রত্যাখ্যান করায় বর্তমানে তিনি নিরাপত্তাহীনতা ও মানসিক ভীতির মধ্যে রয়েছেন।

বিশ্বনাথ সরকারের আচরণ নিয়ে প্রতিকার চেয়ে ওই নারী নেত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিন পৃষ্ঠার এই অভিযোগপত্রটি মঙ্গলবার ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে।

অভিযোগে উল্লেখ করা হয়, বিশ্বনাথ সরকার তাকে ভারত ভ্রমণ ও রাজশাহীর একটি তিন তারকা হোটেলে একান্তে সময় কাটানোর প্রস্তাব দেন। এক পর্যায়ে তিনি বলেন, “তোমাকে সাত বছর ধরে নজরে রেখেছি। তোমাকে বিয়ে করতে চাই। আমার ওপরটা হিন্দু, নিচটা মুসলমান।” এছাড়াও তিনি প্রায়ই রাতের বেলায় ফোন করে অশ্লীল ভাষায় কথা বলেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

ওই নারী নেত্রীর মোবাইলে সংরক্ষিত একাধিক অডিও রেকর্ডে বিশ্বনাথ সরকারের অশালীন বক্তব্যের প্রমাণ রয়েছে বলেও জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ সরকার বলেন, “দলীয় কর্মসূচি নিয়ে মাঝেমধ্যে তার সঙ্গে ফোনে কথা হয়। তবে যৌন হয়রানির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমার আর সেই বয়স আছে? কেউ হয়তো আমার কণ্ঠ এডিট করে এসব অডিও বানিয়েছে।”

এ বিষয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “দলীয় অনুষ্ঠানে আছি, এখন কথা বলা সম্ভব নয়।” পরে একাধিকবার ফোন করলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

পিটিআইয়ের আন্দোলনে যোগ দিচ্ছেন ইমরান খানের দুই ছেলে

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে তার দলের আন্দোলনে যোগ দেবেন। ইমরান খানের বোন আলিমা...

এসএসসির ফলাফলে ধস, ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস হারে ধস নেমেছে। গত ১৫ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন পাশের হার। এবার পাস করেছে ৬৮ দশমিক ৪৫...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত...

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে তিনি বলেন, ‘আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী...

সম্পর্কিত নিউজ

পিটিআইয়ের আন্দোলনে যোগ দিচ্ছেন ইমরান খানের দুই ছেলে

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম যুক্তরাষ্ট্র থেকে ফিরে...

এসএসসির ফলাফলে ধস, ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস হারে ধস নেমেছে। গত ১৫ বছরের মধ্যে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশের ১১টি...