সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ভুটানের বিপক্ষে বাংলাদেশের দারুণ জয়

স্পোর্টস ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

বাংলাদেশ ফুটবলের দীর্ঘদিন পর নিজের ঘর জাতীয় স্টেডিয়ামে ফিরে আসা। ফেরার উপলক্ষটা রাঙাতে দরকার ছিল দারুণ এক জয়। জাতীয় স্টেডিয়ামে দুই মিডফিল্ডারের কল্যাণে সেটাই পেয়েছে বাংলাদেশ।

হামজা চৌধুরী আর সোহেল রানার দুই গোল দিয়েছে দাপুটে এক জয়।

ঘরের মাঠে হামজা চৌধুরীর অভিষেক। ফাহামিদুল প্রথমবার জাতীয় দলের জার্সিতে। মাঝমাঠে জামাল ভূঁইয়া আর হামজা চৌধুরীর রসায়ন। বাংলাদেশের ফুটবল ভক্তরা যেমনটা দেখতে চেয়েছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বুঝি সেটাই পূরণ করেছেন।

বাংলাদেশের শুরুটাও ছিল দারুণ। রাইট উইং থেকে ভয় ধরানো আক্রমণ হলেও সেটার শেষ ভাল হয়নি। গোল পেতে অবশ্য খুব বেশি সময়ও লাগেনি বাংলাদেশের৷ ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরের মাঠে হামজা চৌধুরীর অভিষেক। আগের ম্যাচটা খেলেছিলেন ভারতের মাঠে। সেই হিসেবে এ এক নতুন অভিষেক হামজার। আর সেটা রাঙাতে সময় নিলেন মোটে ৫ মিনিট।

যে জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ সেই জামাল-হামজা জুটিই এনে দিল গোল। কর্নার থেকে জামাল ভূইয়ার মাপা শটে হেড করেন হামজা। লিড পায় বাংলাদেশ।

আজকের ম্যাচে অভিষেক হয়েছে ফাহমিদুল ইসলামের। তার গতির ঝড় দেখেছে ঢাকা স্টেডিয়ামের দর্শকরা। হামজা চৌধুরী আর ফাহামেদুল ইসলামের গতির কাছে ম্যাচের শুরু থেকেই কুপোকাত হয়ে পড়ে ভুটান। প্রায়ই ভুটানের রক্ষণভাগ ভেঙ্গে চুরমার হয়েছে। বাম প্রান্তে বারবার গতি দিয়ে পরাস্ত করছিলেন ভুটানের রক্ষণকে। অন্তত দুবার ভাল কাটব্যাক ছিল, যদিও সেটা গোলে পরিণত করা হয়নি। আবার ডানপ্রান্তে কাজেম শাহ কিংবা তাজউদ্দিনরাও ছিলেন উজ্জ্বল। তবে সবকিছু ছাপিয়ে গোল আর পাওয়া হয়নি বাংলাদেশের। ১-০ ব্যবধান নিয়েই টানেলে ফেরে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের তিন মিনিটে সোহেল রানা দুর্দান্ত গোল করেন। দূরপাল্লার শটে ভুটানের জালে বল পাঠান সিনিয়র এই ফুটবলার। বাংলাদেশ ২-০ লীড পায়। রাকিব হোসেন খানিকক্ষণ পর আরেকটি গোল মিস করেন। খালি বারপোস্টেও বল নিয়ন্ত্রণে রাখতে না পেরে গোল মিসের হতাশায় ডোবেন রাকিব। কাজেম এবং হামজাকে আগেই আগেই উঠিয়ে নিয়েছিলেন কোচ। ফাহামিদুলকেও একপর্যায়ে উঠিয়ে নেন ক্যাবরেরা। তবে মাঠ ছাড়ার আগেও দারুণ এক মাপা ক্রস ফেলেছিলেন বক্সে। তবে ভুটানি গোলরক্ষকের দৃঢ়তায় সেখান থেকে গোল আসেনি।

ফাহামিদুল ইসলাম ওঠার পর খেলার গতি অবশ্য খানিক কমেছে। দুই গোল পাওয়ার পর বাংলাদেশ অনেকটাই নির্ভার হয়েই খেলেছে। তারমাঝেও ফয়সাল আহমেদ ফাহিম বা শেখ মোরসালিনরা চেষ্টা করেছিলেন ব্যবধান বাড়াতে।

ম্যাচের ইনজুরি সময়ে জিগমে নামগয়ালের শট একেবারে কাছ থেকে দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন বাংলাদেশি গোলরক্ষক মিতুল মারমা। পুরো ম্যাচে খুব একটা পরীক্ষা দিতে না হলেও শেষের এই সেইভে দলের ত্রাতা হয়েছেন মিতুল।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

চার হাজার  কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: ইবি শিক্ষকদের সংবাদ সম্মেলন 

দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাংক সহায়িত চার হাজার কোটি টাকার হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ করেছেন...

কোরিয়ার বিপক্ষে লিড নিয়েও বড় ব্যবধানে হারল বাংলাদেশ

লাওসের দিনটা আজ অন্যরকম এক রেকর্ড দিয়ে শুরু করতে পারতো বাঘিনীরা। বল মাঠে গড়ানোর ঠিক দেড় মিনিটের মাথায় গোলপোস্ট লক্ষ্য করে এগিয়ে যায় সাগরিকা,...

প্রস্তুতি থাকলেও অনুমতি মেলেনি রাষ্ট্রপতির, অনিশ্চয়তায় কুবির দ্বিতীয় সমাবর্তন 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন চলতি বছরের নভেম্বরে হওয়ার কথা থাকলেও আচার্যের কাছ থেকে এখনো অনুমতি না পাওয়ায়, সমাবর্তনের আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।রবিবার (১০...

২৪ ঘণ্টার মধ্যে জাতিসংঘের কার্যালয় বাতিলের আল্টিমেটাম ঢাবি শিক্ষার্থীদের

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের অনুমতি বাতিলের জন্য অন্তবর্তীকালীন সরকারকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।রোববার (১০ আগষ্ট) বিকেল ৪ টায় ঢাবির কেন্দ্রীয়...

সম্পর্কিত নিউজ

চার হাজার  কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: ইবি শিক্ষকদের সংবাদ সম্মেলন 

দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাংক সহায়িত চার হাজার কোটি টাকার হায়ার এডুকেশন...

কোরিয়ার বিপক্ষে লিড নিয়েও বড় ব্যবধানে হারল বাংলাদেশ

লাওসের দিনটা আজ অন্যরকম এক রেকর্ড দিয়ে শুরু করতে পারতো বাঘিনীরা। বল মাঠে গড়ানোর...

প্রস্তুতি থাকলেও অনুমতি মেলেনি রাষ্ট্রপতির, অনিশ্চয়তায় কুবির দ্বিতীয় সমাবর্তন 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন চলতি বছরের নভেম্বরে হওয়ার কথা থাকলেও আচার্যের কাছ থেকে এখনো...