বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ভেড়ামারায় বিএনপির কমিটিতে স্থান পেলো আ.লীগ-জাসদ, ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা

মো.সাজ্জাদ হোসেন, কুষ্টিয়া প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও জাসদ থেকে আসা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানোর অভিযোগ উঠেছে। এতে তৃণমূল বিএনপির মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। খোদ উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান আলীও অভিযোগটির সত্যতা স্বীকার করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রের নির্দেশে তৃণমূলকে গতিশীল করতে ভেড়ামারা উপজেলার পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের কাজ চলছে। ইতোমধ্যে বাহিরচর, চাঁদগ্রাম ও বাহাদুরপুর ইউনিয়নসহ বেশিরভাগ ওয়ার্ডে কমিটি গঠন হয়েছে। কিন্তু তৃণমূল নেতাদের অভিযোগ, এক প্রভাবশালী পক্ষ নিজেদের প্রভাব বজায় রাখতে আওয়ামী লীগ ও জাসদপন্থীদের দলে ভিড়িয়ে কাউন্সিলর বানিয়েছে, যার ফলে প্রকৃত ত্যাগী নেতারা বঞ্চিত হচ্ছেন।

তৃণমূল নেতারা বলছেন, কিছু ওয়ার্ডে ভোটারের সংখ্যা হঠাৎ বেড়ে গেছে অস্বাভাবিকভাবে। উদাহরণস্বরূপ, একটি ওয়ার্ডে যেখানে শেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মাত্র ৯৬ ভোট পেয়েছিল, সেখানে এখন কাউন্সিলর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৯ জন। একইভাবে ধরমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ২০১৮ সালের নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল ১৯৯টি, অথচ এখন সেখানে কাউন্সিলর সংখ্যা ৭২২। এসব বাড়তি ভোটারদের বড় অংশই আওয়ামী লীগ ও জাসদ থেকে আসা।

ধরমপুরের সাদ আহমেদ সাদেক, যিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, নির্বাচনের আগেই প্রার্থীতা প্রত্যাহার করেন। তার অভিযোগ, সভাপতি ও সম্পাদক পদে যেসব প্রার্থী ছিলেন তারা প্রকাশ্যে আওয়ামী লীগ ও জাসদের রাজনীতি করেছেন। একইভাবে, নির্যাতিত ও দীর্ঘদিনের ত্যাগী নেতা আলী হোসেনও ২নং ওয়ার্ডের সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, ‘ভুয়া ভোটার তালিকা সংশোধনের জন্য বহুবার বলেছি, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি।’

স্থানীয়দের বক্তব্যে ক্ষোভ স্পষ্ট। একজন নাম প্রকাশ না করা নেতা বলেন, ‘যারা ১৬ বছর ধরে আমাদের ঘরছাড়া করেছে, মামলা দিয়ে হয়রানি করেছে, তাদের সঙ্গেই এখন রাজনীতি করতে হচ্ছে।’

তার মতে, আওয়ামী লীগে সক্রিয় থাকা সাবেক চাঁদগ্রাম চেয়ারম্যান জানবার হোসেন এখন বিএনপির বড় নেতা হওয়ার পথে, এমনকি উপজেলা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার গুঞ্জনও রয়েছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান আলী বলেন, অভিযোগ শতভাগ সত্য। আওয়ামী লীগ ও জাসদকে নিয়েই কমিটির নির্বাচন হচ্ছে। আমি প্রতিবাদ করলেও প্রভাবশালী একটি পক্ষের কাছে হার মানতে হয়েছে।

ভেড়ামারার তৃণমূল বিএনপির একাংশ মনে করছে, এভাবে দলীয় কমিটিতে অনুপ্রবেশের সুযোগ দিলে প্রকৃত ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হবেন এবং দলের সাংগঠনিক শক্তি দুর্বল হয়ে পড়বে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

কলিজা খুলে ফেলবো, কুমিল্লার ডিসি ও শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে বিএনপি নেতার হুমকি

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম ও জেলা প্রশাসক আমিরুল কায়সারকে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দিয়েছেন কুমিল্লা-১০...

বেরোবিতে অর্ধেক প্রার্থীকে বাদ দিয়ে নিয়োগ বোর্ড

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগে অর্ধেক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য না ডেকেই নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার অভিযোগ...

রাজশাহীর কোল্ড স্টোরেজে ডাকাতি, গ্রেপ্তার  দুই

রাজশাহীর মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে সিআইডি। বুধবার (১৩ আগস্ট) দুপুরে রাজশাহী সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার–এ...

শিক্ষার্থীদের তোপের মুখে জয়নাল হাজারী কলেজ প্রশাসন, রাজনীতি বন্ধে ঐক্যবদ্ধ শিক্ষক-শিক্ষার্থীরা

ফেনীর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জয়নাল হাজারী কলেজে। রাজনীতি-মুক্ত ক্যাম্পাস হিসেবেই জেলায় কলেজটির ঐতিহ্য রয়েছে। দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রভাবমুক্ত ক্যাম্পাসে হঠাৎ-ই ছাত্ররাজনীতি চালুর...

সম্পর্কিত নিউজ

কলিজা খুলে ফেলবো, কুমিল্লার ডিসি ও শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে বিএনপি নেতার হুমকি

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম ও জেলা...

বেরোবিতে অর্ধেক প্রার্থীকে বাদ দিয়ে নিয়োগ বোর্ড

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগে অর্ধেক প্রার্থীকে...

রাজশাহীর কোল্ড স্টোরেজে ডাকাতি, গ্রেপ্তার  দুই

রাজশাহীর মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে সিআইডি। বুধবার (১৩...