নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, সব দলকে ভোটে আনাই আমাদের বড় চ্যালেঞ্জ। সফল হব কিনা জানি না, শেষ দিন পর্যন্ত আমাদের এই চেষ্টা থাকবে।
রবিবার(১৩ নভেম্বর) রাজধানীর
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার(ইসি)বলেন, পরিবেশ-পরিস্থিতি সৃষ্টির যে কাজ সেটা করব। বিএনপি নির্বাচনে আসবে না, এমনটা মনে করছি না। আমাদের আশা নির্বাচনে সব দলের অংশগ্রহণ থাকবে। সব পক্ষ নিয়েই আমরা ভোটের মাঠে থাকব।
একটা সময় ছিল, ৮০’র দশকে ভোটের দায়িত্ব কেউ নিতে চাইতো না এমনটা উল্লেখ করে তিনি বলেন, এখন কিন্তু এমন পরিস্থিতি নেই। এখন নিয়মের মধ্যে এসেছে। দু-একজন তো এদিক-সেদিক থাকবেই। তবে আশা করি সবাই নিষ্ঠার সঙ্গেই দায়িত্ব পালন করবেন।
এ সময় জানতে চাওয়া হলে–সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা– জবাবে তিনি বলেন, আমরা সবাই আশাবাদী সব দল নির্বাচনে আসবে। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়। সময় অনেক কিছু বলে দেবে।
তিনি বলেন, আমাদের একটাই চ্যালেঞ্জ- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। আমরা সফল হবো কিনা জানি না, তবে আমাদের শেষ দিন পর্যন্ত চেষ্টা থাকবে।