বুধবার, ১৪ মে, ২০২৫

সাঈদীর জন্য দোয়া করে বরখাস্ত; হাসিনার জন্য ভোট চেয়েও বহাল দামুড়হুদা মডেল মসজিদের ইমাম

এস এম সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
-বিজ্ঞাপণ-spot_img

মুফাসসিরে কুরআন ও জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া করায় বরখাস্ত হয়েছেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার মডেল মসজিদের এক ইমাম। অথচ পার্শ্ববর্তী জেলার আরেক মডেল মসজিদের ইমাম পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ভোট চাইলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এমন দ্বৈতনীতিতে প্রশ্ন উঠেছে সরকারি নিয়োগপ্রাপ্ত ইমামদের রাজনৈতিক নিরপেক্ষতা ও প্রশাসনের আচরণ নিয়ে।

২০২৩ সালের (১৫ আগস্ট) গাংনী মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ঈমাম হাফেজ মাওলানা ইলিয়াছ হোসেনকে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া করায় ‘বিতর্কিত দোয়া’ আখ্যা দিয়ে বরখাস্ত করা হয়। অপরদিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মামুনুর রশীদ (১৫ আগস্ট) এক দোয়া অনুষ্ঠানে প্রকাশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, তিনি সরকারি দায়িত্বে থেকেও শেখ হাসিনা সরকারকে ইসলামের সরকার উল্লেখ করে ক্ষমতায় রাখার পক্ষে মুসল্লিদের প্রতি আহ্বান জানান। এসবের পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তিনি এখনো স্বপদেই বহাল আছেন।

উভয় ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় আলেম সমাজ ও সাধারণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

তাঁদের অভিযোগ, ফ্যাসিস্ট শাসনের সময় এ ধরনের বৈষম্যপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণ নিয়মিতই দেখা গেছে। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসেও এসব অন্যায়ের কোনো সংশোধন করেনি কিংবা জবাবদিহিতা নিশ্চিত করতে দেখা যায়নি।

এ বিষয়ে বরখাস্ত ইমাম মাওলানা ইলিয়াস হোসেন ফেস দ্যা পিপলকে বলেন, ২০২৩ সালের (১৫ আগস্ট) ফজরের নামাজ শেষ করে সকল মৃত মানুষের জন্য দোয়া করার সময় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর নামও উল্লেখ করেছিলাম। এর কয়েকদিন পর গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু আমাকে অফিসে ডেকে বিষয়টি জিজ্ঞেস করলে সব খুলে বলি। তখন তিনি আমার ওপর রাগান্বিত হন এবং আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান। এছাড়া আমাকে কোনো প্রকার নোটিশ বা আইনী প্রক্রিয়া ছাড়াই ২০২৩ সালের (২৪ সেপ্টেম্বর) মৌখিকভাবে ইমামতি করতে নিষেধ করে। পরে (২৭ সেপ্টেম্বর) দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু স্বাক্ষরিত একটি অব্যহতিপত্র হাতে পেয়েছি।

তিনি বলেন, বিগত সরকারের আমলে এ বিষয়ে মুখ খোলার সাহস পাইনি। ধৈর্য ধরেছি। সরকার পতনের পর খুব আশাবাদী ছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমার চাকরি ফিরে পাবো। কিন্তু এখনো ফিরে পাইনি। আমি প্রথমে ইউএনওকে একটি দরখাস্ত দিয়েছিলাম, তিনি কোনধরনের সহোযোগিতা না করায় আমি হাইকোর্টে রিট করেছি। এখনো কোন সিদ্ধান্ত আসেনি। অপেক্ষায় আছি।

এই বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা বলেন, বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়াধীন রয়েছে, ইমাম সাহেবদের কেউ একজন সম্ভবত হাইকোর্টে রিট করেছেন। বিচার প্রক্রিয়াধীন বিষয় নিয়ে আমি এই মুহুর্তে কোন ধরনের মন্তব্য করতে চাচ্ছিনা। আর যেসময় ইমামকে বরখাস্ত করা হয়েছিল সেসময় আমি এখানের দায়িত্বে ছিলাম না, বিষয়টি নিয়ে আমি পুরোপুরি অবগত নই।

অন্যদিকে দামুড়হুদা মডেল মসজিদের ইমাম মামুনুর রশীদের নামে বিভিন্ন অনৈতিক প্রভাব বিস্তারের পাশাপাশি অর্থ মামলা বাণিজ্যের অভিযোগও পাওয়া গেছে।

জানা গেছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত, মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় ও আওয়ামী শাসনামলে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে গত (১৮ আগস্ট) দামুড়হুদা থানায় মামলার আবেদন করেন একদল ভুক্তভোগী উলামা। এতে বাদী হন মাওলানা আব্দুল আউয়াল। তবে মামলার আবেদন হলেও এ বিষয়ে মামলা নেয়নি দামুড়হুদা মডেল থানা।

সেসময় বাদী আব্দুল আউয়াল গণমাধ্যমকে জানান, দামুড়হুদা মসজিদের ইমাম মামুনুর রশীদ গত বছরের (১৫ আগস্ট) আওয়ামীলীগের এক দোয়া অনুষ্ঠানের বক্তব্যে আওয়ামিলীগের হয়ে প্রকাশ্যে ভোট চায়। ওই বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইসলামের সরকার বলেও দাবী করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বক্তব্যের প্রতিবাদ করেন সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম। আমি সেই প্রতিবাদী পোস্টে সম্মতি জানিয়ে কমেন্ট করায় মামুনুর রশীদ আমাকে এবং আমার পরিবারকে ব্যাপকভাবে হয়রানি করে। এছাড়াও আমাকে এবং আমার পরিবারকে মামলার হুমকি দিয়ে দামুড়হুদা থানার এক পুলিশের মাধ্যমে আমার কাছ থেকে জোরপূর্বক ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে মামলার হুমকি দেওয়ায় আমার বাবার চিকিৎসার টাকা থেকে ৫০ হাজার টাকা দিতে বাধ্য হই। টাকা দেওয়ার পর মডেল মসজিদের ইমাম মামুনুর রশীদের কাছে ক্ষমা চাইতেও বাধ্য করে পুলিশ।

এ ইস্যুতে সেসময় সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ চুয়াডাঙ্গার মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গতবছরের ১৫ আগস্টে মডেল মসজিদের ইমাম মামুনুর রশীদ এক দোয়া অনুষ্ঠানে আওয়ামীলীগ সরকারের জন্য প্রকাশ্যে ভোট চান। সেই বিষয়ে আমি ফেসবুকে প্রতিবাদ জানালে আমাকে এবং আমার পরিবারকে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ দিয়ে নানানভাবে হয়রানি করে। বাড়িতে পুলিশ এসে আমাকে না পেয়ে আমার মাকে তুলে নেওয়ারও হুমকি দেয়া হয়।

তিনি বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে অসংখ্য আলেম উলামা ফেসবুকে এবং বিবৃতির মাধ্যমেও নিন্দা জানিয়েছেন।

তিনি আরো বলেন, মামুনুর রশীদ শুধু আমাদেরকে হয়রানি করেছেন তা-ই নয় বরং শেখ হাসিনা সরকারকে ইসলামের সরকার বলে চরমভাবে ধর্মীয় অনুভূতিতেও আঘাত হেনেছেন।

এই বিষয়ে ফেস দ্যা পিপল এর সাথে কথা বলেন দামুড়হুদা উপজেলা নির্ব

হী অফিসার (ইউএনও) তিথি মিত্র। তিনি বলেন, আমি এই উপজেলায় এসেছি অল্প ক’দিন হলো। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে আমি আইনানুগ ব্যবস্থা নিব।

একই বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ফেস দ্যা পিপলকে বলেন, এ বিষয়ে অবগত নই। এই জেলায় আমি এসেছি বেশিদিন হয়নি। তবে অভিযোগ পেলে বিবেচনা করবো।সাঈদীর জন্য দোয়া করে বরখাস্ত; হাসিনার জন্য ভোট চেয়েও বহাল ইমাম বিষয়ে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির এডভোকেট রুহুল আমিন ফেস দ্য পিপলকে বলেন, জুলাই বিপ্লবের পর যারা সত্য ও ন্যায়ের পক্ষে ছিলেন, তাঁদের স্বপদে থাকার ন্যায্য অধিকার রয়েছে। সেই অধিকার প্রতিষ্ঠায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ফ্যাসিস্ট শাসনের সময় যারা নিপীড়নের শিকার হয়েছেন, এখন তাঁদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়াই ন্যায়ের দাবি। আমরা ন্যায় প্রতিষ্ঠা ও সত্যের জয় নিশ্চিতে কাজ করছি।তিনি বলেন, যারা স্বৈরাচারী শাসনের সময় সরকারের অন্যায় সমর্থন করেছে, নিজের পদ-পদবি রক্ষার জন্য সত্য গোপন করেছে, তারা সমাজের জন্য একেকজন দ্বৈত চরিত্রের মানুষ। এমন দ্বৈত চরিত্রের মানুষ কখনোই ইমাম হওয়ার অধিকার রাখেন না।এডভোকেট রুহুল আমিন আরও বলেন, আমি বরখাস্ত ইমামকে তাঁর স্বপদে দেখতে চাই। এবং ফ্যাসিস্ট এর পক্ষে বক্তব্য দেওয়া ও ভোট চাওয়া ইমামকে বরখাস্ত করার দাবী জানাই।একই বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, সরকারি কর্মকর্তার দায়িত্বে থেকে তিনি কোন দলীয় বক্তব্য দিতে পারেন না এটা দলীয়করণ এবং অন্যায় এর জন্য অবশ্যই শাস্তি হওয়া উচিত। দামুড়হুদা মডেল মসজিদের ইমামকে যদি বরখাস্ত করা হয়, এলাকাবাসী ও জনগণ স্বস্তি পাবে।একই বিষয়ে চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের ১নং যুগ্ম আহ্বায়ক হাফেজ মোঃ মাহবুবুল আলম ফেস দ্যা পিপলকে বলেন, দামুড়হুদা মডেল মসজিদের ইমামের সেই বক্তব্যের স্পষ্ট ভিডিও ফুটেজ থাকা সত্বেও কেন প্রশাসন পদক্ষেপ নিচ্ছেনা আমার জানা নাই। স্বৈরাচার পালিয়ে গেছে, তার দোসররা স্বপদে বহাল থাকবে এ মেনে নেয়ার মতো নয়। অতিশীঘ্রই তার ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ চাই।সরকারি দায়িত্বে থাকা কোনো ব্যক্তি রাজনৈতিক দলের পক্ষে প্রকাশ্যে ভোট চাইতে পারেন কি না এ নিয়ে সংবিধান ও সরকারি চাকরি আইনে পাওয়া যায়, বাংলাদেশ সরকার কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ৫ নম্বর বিধিতে বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দল বা রাজনীতির সাথে সংশ্লিষ্ট হবেন না অথবা রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন না। এছাড়া নির্বাচনী সময়ে নির্বাচন কমিশনের জারিকৃত নির্দেশনায়ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রাজনৈতিক নিরপেক্ষতা বাধ্যতামূলক। এমন আইন ও বিধান থাকা সত্ত্বেও একজন সরকারি নিয়োগপ্রাপ্ত ইমাম সরকারের পক্ষ নিয়ে প্রকাশ্যে বক্তব্য দিলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া এবং অন্যদিকে, একজন ইমাম শুধু দোয়া করায় বরখাস্ত হওয়াকে স্থানীয়দের অনেকে ‘দ্বৈত নীতি’ ও প্রশাসনিক পক্ষপাত হিসেবে দেখছেন সচেতন মহল।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে কুবি শখা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা...

৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ালেন দিল্লি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে শুরুতে দল না পেলেও এবার মাঝ পথে দল পেলেন মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন...

অপারেশন সিন্দুরের নেতৃত্বদানকারী কর্নেল সোফিয়াকে ‘সন্ত্রাসি’দের বোন আখ্যা বিজেপি নেতার

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে ঘিরে বিতর্কে জড়িয়েছেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা ও উপজাতি কল্যাণ মন্ত্রী বিজয় শাহ। ইন্দোরের কাছে এক জনসভায় দেওয়া বক্তৃতায় তিনি...

আ.লীগের সব অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি

আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অনলাইন কার্যক্রম বন্ধে জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। চিঠিতে বলা হয়, আওয়ামী...

সম্পর্কিত নিউজ

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে কুবি শখা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার...

৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ালেন দিল্লি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে শুরুতে দল না পেলেও এবার মাঝ পথে দল...

অপারেশন সিন্দুরের নেতৃত্বদানকারী কর্নেল সোফিয়াকে ‘সন্ত্রাসি’দের বোন আখ্যা বিজেপি নেতার

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে ঘিরে বিতর্কে জড়িয়েছেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা ও উপজাতি কল্যাণ...