শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

সিলেটে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ধরে নিয়ে ন্যাড়া করে দিলেন কর্মীরা!

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

সিলেটে নিজ দলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ধরে নিয়ে মারধর ও মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে সম্পৃক্ত। পুরো ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আহত ওই নেতার নাম এমদাদুল ইসলাম। তিনি সিলেট মহানগর বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনাটি ঘটেছে গত বুধবার (৩ জুলাই) বিকেলে। নগরের আম্বরখানা এলাকা থেকে কয়েকজন যুবক তাকে জোরপূর্বক ধরে নিয়ে যান। পরে পার্শ্ববর্তী দর্শনদেউরি এলাকায় নিয়ে গিয়ে একজন প্রবাসী নারীর ব্যাগ ছিনতাইয়ের অভিযোগে তাকে মারধর করেন এবং একপর্যায়ে মাথা ন্যাড়া করে দেন।

এমদাদুল ইসলাম অভিযোগ করেন, প্রায় দুই বছর আগে ছাত্রদলের একজনের সঙ্গে তার একটি ব্যক্তিগত বিরোধ ছিল। সেই পুরনো শত্রুতার জের ধরেই এই হামলা হয়েছে বলে তার দাবি।

তিনি বলেন, “বিকেলবেলা ১০ থেকে ১২ জন যুবক আমাকে ধরে দর্শনদেউরি এলাকায় নিয়ে যায়। তারা সবাই বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পরিচিত কর্মী। সেখানে তারা আমার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে মাথা ন্যাড়া করে দেয় এবং ভিডিও তোলে। এরপর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।”

এমদাদুল জানান, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনার বিচার চেয়ে তিনি ইতোমধ্যে দলের জেলা, মহানগর এবং কেন্দ্রীয় নেতাদের অবহিত করেছেন।

এ বিষয়ে জানতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফসর খানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মোবাইল ফোনে সাড়া পাওয়া যায়নি।

ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে এখনো দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড’

চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিতে নেমেছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে শাহবাগ মোড়ে ‘ব্লকেড’ করেছেন। এতে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার...

‘ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না’

জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয়, সেই দল অটোমেটিক বিলুপ্ত হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন,...

‘সংবিধান একেবারে ছুঁড়ে ফেলা সমাধান নয়’

সংবিধান একেবারে ছুঁড়ে ফেলা কোনো সমাধান নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সংবিধানে সংযোজন, বিয়োজন হবে তবে...

রংপুরে এসে জামায়াত আমিরের মুখে সংস্কারের কথা

ভালো নির্বাচনের জন্য মৌলিক বিষয়ে কার্যকর সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনের আগে পরিবেশ দরকার। শুক্রবার বেলা...

সম্পর্কিত নিউজ

পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড’

চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিতে নেমেছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে শাহবাগ মোড়ে...

‘ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না’

জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয়, সেই দল অটোমেটিক বিলুপ্ত হয়ে যায়...

‘সংবিধান একেবারে ছুঁড়ে ফেলা সমাধান নয়’

সংবিধান একেবারে ছুঁড়ে ফেলা কোনো সমাধান নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...