শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

সিলেটে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ধরে নিয়ে ন্যাড়া করে দিলেন কর্মীরা!

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

সিলেটে নিজ দলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ধরে নিয়ে মারধর ও মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে সম্পৃক্ত। পুরো ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আহত ওই নেতার নাম এমদাদুল ইসলাম। তিনি সিলেট মহানগর বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনাটি ঘটেছে গত বুধবার (৩ জুলাই) বিকেলে। নগরের আম্বরখানা এলাকা থেকে কয়েকজন যুবক তাকে জোরপূর্বক ধরে নিয়ে যান। পরে পার্শ্ববর্তী দর্শনদেউরি এলাকায় নিয়ে গিয়ে একজন প্রবাসী নারীর ব্যাগ ছিনতাইয়ের অভিযোগে তাকে মারধর করেন এবং একপর্যায়ে মাথা ন্যাড়া করে দেন।

এমদাদুল ইসলাম অভিযোগ করেন, প্রায় দুই বছর আগে ছাত্রদলের একজনের সঙ্গে তার একটি ব্যক্তিগত বিরোধ ছিল। সেই পুরনো শত্রুতার জের ধরেই এই হামলা হয়েছে বলে তার দাবি।

তিনি বলেন, “বিকেলবেলা ১০ থেকে ১২ জন যুবক আমাকে ধরে দর্শনদেউরি এলাকায় নিয়ে যায়। তারা সবাই বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পরিচিত কর্মী। সেখানে তারা আমার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে মাথা ন্যাড়া করে দেয় এবং ভিডিও তোলে। এরপর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।”

এমদাদুল জানান, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনার বিচার চেয়ে তিনি ইতোমধ্যে দলের জেলা, মহানগর এবং কেন্দ্রীয় নেতাদের অবহিত করেছেন।

এ বিষয়ে জানতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফসর খানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মোবাইল ফোনে সাড়া পাওয়া যায়নি।

ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে এখনো দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার, হত্যা করা হয়েছে দাবিতে ভাঙচুর

সিরাজগঞ্জে নিখোঁজের ৩ দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে কামারখন্দ থানার ভদ্রঘাট কুটিরচর এলাকা থেকে...

“ভারততে ধমক দেওয়ার জন্য বিএনপিকে আগামীতে রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ভারতের আধিপত্য রুখে দিতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। অন্তবর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকারের প্রতিবেশী...

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গার জীবননগরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উথলী রেল স্টেশন...

নিষেধাজ্ঞা অমান্য করে কুবির নতুন ক্যাম্পাসে সিএসই বিভাগের ভ্রমণ 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধিকতর সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন নতুন ক্যাম্পাসে প্রবেশ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের বাসযোগে সেখানে ভ্রমণের ঘটনা ঘটেছে। প্রশাসন বলছে, এ বিষয়ে...

সম্পর্কিত নিউজ

নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার, হত্যা করা হয়েছে দাবিতে ভাঙচুর

সিরাজগঞ্জে নিখোঁজের ৩ দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই)...

“ভারততে ধমক দেওয়ার জন্য বিএনপিকে আগামীতে রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ভারতের আধিপত্য রুখে দিতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে...

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গার জীবননগরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ...