বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

হলের শোভাযাত্রায় অংশ না নেয়ায় খাবার বন্ধ করলেন ইবি প্রভোস্ট, পদত্যাগের দাবি 

এস.এম. শাহরীয়ার স্বাধীন, ইবি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রায় অংশ না নেওয়ায় শিক্ষার্থীদের দুপুরের খাবার বন্ধ করেছেন হল প্রভোস্ট। 

গত বুধবার (১৬ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জালাল উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ করে আবাসিক শিক্ষার্থীরা।

জানা যায়, বুধবার তেশরা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে দুপুরে পান্তাভাত, ভর্তা ও রুই মাছ ভাজির আয়োজন করা হয় এবং নববর্ষ উদযাপন উপলক্ষ্যে ওই হল থেকে র‍্যালির আয়োজন করা হয়৷ এসময় আশানুরূপ শিক্ষার্থী উপস্থিত না হওয়ায় হলটির প্রভোস্ট হতাশ হয়ে সাড়ে ১১ টার দিকে দুপুরে পান্তাভাতের আয়োজনটি বন্ধের ঘোষণা দেয় এবং রাত নয়টায় সকল শিক্ষার্থীদের নিয়ে মিটিংয়ের আহ্বান জানান। তবে হলটির ডাইনিংয়ে দুপুরের স্বাভাবিক খাবারের আয়োজনও করা হয়নি। ফলশ্রুতিতে হলটির আবাসিক শিক্ষার্থীরা দুপুরের খাবার নিয়ে চরম ভোগান্তিতে পড়েন। 

এতে ব্যক্তি অধিকার হরণ করায় ক্ষোভের প্রতিক্রিয়া দেখা দেয় হলটির আবাসিক শিক্ষার্থীদের মাঝে। 

শিক্ষার্থীদের অভিযোগ, হলের ডাইনিংয়ে খাবার রান্নার মাঝখানে প্রভোস্ট স্যার বন্ধ করে দেন। এর আগে নোটিশে শোভাযাত্রায় অংশগ্রহণও বাধ্যতামূলক ঘোষণা করেননি। ফলে যার যার মতো ক্লাস পরীক্ষা থাকায় সবাই ক্যাম্পাসে চলে যায়। পরে দুপুরের পর এসে জানতে পারি হলে খাবারের আয়োজন করা হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার।

এ বিষয়ে হলটির আবাসিক আরেক শিক্ষার্থী বলেন, প্রভোস্ট আমাদের বলেছেন বৈশাখী অনুষ্ঠানের দিন দুপুরে হলে খাবারের ব্যবস্থা করা হবে। আমরা লিস্ট দিয়েছি, সেই অনুযায়ী আমাদের টোকেন দিয়েছে। আমাদের অধিকাংশ শিক্ষার্থীর ক্লাস পরীক্ষা ছিলো তাই আমরা উপস্থিত হতে পারিনি। এ-কারণে স্যার রাগ করে সিদ্ধান্ত নিয়েছে আমাদের দুপুরে খেতে দেওয়া হবে না। আপাতত ডাইনিং বন্ধ থাকবে এবং রাত নয়টার সময় সেন্ট্রাল মিটিং করা হবে। আমি হলের সিনিয়র আপুর কাছে খাবারের টোকেন নিতে গেলে তিনি আমাকে জানান যে, স্যার নিষেধ করছে আজ খাবার দেওয়া হবে না।

এছাড়াও ছাত্রীদের অভিযোগ, ”প্রভোস্ট সব কাজ করেন হলের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে কোনো কাজ করেন না। হল গেইট বন্ধ হবার একমিনিট পরও ঢুকতে দেয়া হয় না। রমজান মাসে অন্য হলের ইফাতারের থেকে আমাদের হলের ইফতারের মানও অনেক নিম্ন ছিল। আমাদের হলে দীর্ঘদিন বৈদ্যুতিক সমস্যা ছিল। প্রোভস্ট স্যার নিজেই বলেছেন আমাদের হল বসবাসের উপযোগী না। তাহলে সমাধান করে না কেন।”

এ বিষয়ে জানতে চাইলে হলের ডাইনিংয়ের ম্যানেজার বলেন, আনুমানিক এগারোটার দিকে প্রভোস্ট স্যার আমাদের অফিস কক্ষে ডাকেন এবং রান্না বন্ধ রাখতে বলেন। আমরা গতকাল রাত দুইটার পর থেকে এই প্রোগ্রাম উপলক্ষ্যে ভাত রান্না করেছি। সবকিছু প্রায় সম্পন্ন হওয়ার পথে। শুধুমাত্র মাছ ভাজাটা বাকি ছিলো। এমন সময়ে তিনি রান্না বন্ধ রাখতে বলেন। এখনও আর কোনো নির্দেশনা দেয়নি।

হলটির প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন বলেন, আমরা জাতীয় অনুষ্ঠানে সবসময় চেষ্টা করি জমকালো আয়োজন করার। আমার হলে প্রায় ৪০০ ছাত্রী থাকে। কিন্তু সকালে ৮/১০ জন শিক্ষার্থী ছাড়া আর কেউ শোভাযাত্রায় আসেনি। আমাদের ব্যান্ড পার্টি ছিলো, এই কয়েকজন নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করা সম্ভব না হওয়ায় প্ল্যান ক্যান্সেল করি এবং তৎক্ষনাৎ একটু হতাশ হয়ে আমি দুপুরের খাবারটা বন্ধ করার চিন্তা করেছি।

এ সময় শিক্ষার্থীদের একাধিক অভিযোগ এবং পদত্যাগের দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো বিচ্ছিন্ন বিষয়। আমি আসার পর যা যা পরিবর্তন হয়েছে তারা দেখেছে। এ ব্যাপারে প্রশাসন সিদ্ধান্ত নিবে।

পরবর্তীতে রাতে হলের শিক্ষার্থীদের সাথে একটি সভায় প্রক্টরিয়াল বডির মধ্যস্ততায় শিক্ষার্থীরা শান্ত হন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

পটুয়াখালীতে ঘুষের ভিডিও ধারণকালে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিলেন ভূমি কর্মকর্তা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ নেয়া ও নিজস্ব দালাল চক্রের সদস্যের ভিডিও ধারণের সময় সাংবাদিকদের উপরে হামলা করে মোবাইল ফোন ছিনিয়ে...

বেরোবিতে অনুমোদনবিহীন ভর্তি: অনিশ্চয়তায় ২০৫ গবেষক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এমফিল, পিএইচডি ও পোস্ট ডক্টরালের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন না থাকলেও ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ২০৫...

খালেদা জিয়া: বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক 

বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের দ্বন্দ্ব সবসময়ই একটি কেন্দ্রীয় বিষয়। এই দ্বন্দ্বের ভেতর দিয়ে একদিকে যেমন জনগণের মুক্তিকামী চেতনা উন্মোচিত হয়েছে, অন্যদিকে আবার বারবার...

গিয়াসউদ্দিন তাহেরীর নামে হেফাজত ইসলামের মামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরীসহ ১৬জন এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০জন কে আসামি করে  হেফাজত ইসলামের বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ...

সম্পর্কিত নিউজ

পটুয়াখালীতে ঘুষের ভিডিও ধারণকালে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিলেন ভূমি কর্মকর্তা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ নেয়া ও নিজস্ব দালাল চক্রের সদস্যের...

বেরোবিতে অনুমোদনবিহীন ভর্তি: অনিশ্চয়তায় ২০৫ গবেষক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এমফিল, পিএইচডি ও পোস্ট ডক্টরালের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)...

খালেদা জিয়া: বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক 

বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের দ্বন্দ্ব সবসময়ই একটি কেন্দ্রীয় বিষয়। এই দ্বন্দ্বের ভেতর দিয়ে...