শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

হলের শোভাযাত্রায় অংশ না নেয়ায় খাবার বন্ধ করলেন ইবি প্রভোস্ট, পদত্যাগের দাবি 

এস.এম. শাহরীয়ার স্বাধীন, ইবি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রায় অংশ না নেওয়ায় শিক্ষার্থীদের দুপুরের খাবার বন্ধ করেছেন হল প্রভোস্ট। 

গত বুধবার (১৬ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জালাল উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ করে আবাসিক শিক্ষার্থীরা।

জানা যায়, বুধবার তেশরা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে দুপুরে পান্তাভাত, ভর্তা ও রুই মাছ ভাজির আয়োজন করা হয় এবং নববর্ষ উদযাপন উপলক্ষ্যে ওই হল থেকে র‍্যালির আয়োজন করা হয়৷ এসময় আশানুরূপ শিক্ষার্থী উপস্থিত না হওয়ায় হলটির প্রভোস্ট হতাশ হয়ে সাড়ে ১১ টার দিকে দুপুরে পান্তাভাতের আয়োজনটি বন্ধের ঘোষণা দেয় এবং রাত নয়টায় সকল শিক্ষার্থীদের নিয়ে মিটিংয়ের আহ্বান জানান। তবে হলটির ডাইনিংয়ে দুপুরের স্বাভাবিক খাবারের আয়োজনও করা হয়নি। ফলশ্রুতিতে হলটির আবাসিক শিক্ষার্থীরা দুপুরের খাবার নিয়ে চরম ভোগান্তিতে পড়েন। 

এতে ব্যক্তি অধিকার হরণ করায় ক্ষোভের প্রতিক্রিয়া দেখা দেয় হলটির আবাসিক শিক্ষার্থীদের মাঝে। 

শিক্ষার্থীদের অভিযোগ, হলের ডাইনিংয়ে খাবার রান্নার মাঝখানে প্রভোস্ট স্যার বন্ধ করে দেন। এর আগে নোটিশে শোভাযাত্রায় অংশগ্রহণও বাধ্যতামূলক ঘোষণা করেননি। ফলে যার যার মতো ক্লাস পরীক্ষা থাকায় সবাই ক্যাম্পাসে চলে যায়। পরে দুপুরের পর এসে জানতে পারি হলে খাবারের আয়োজন করা হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার।

এ বিষয়ে হলটির আবাসিক আরেক শিক্ষার্থী বলেন, প্রভোস্ট আমাদের বলেছেন বৈশাখী অনুষ্ঠানের দিন দুপুরে হলে খাবারের ব্যবস্থা করা হবে। আমরা লিস্ট দিয়েছি, সেই অনুযায়ী আমাদের টোকেন দিয়েছে। আমাদের অধিকাংশ শিক্ষার্থীর ক্লাস পরীক্ষা ছিলো তাই আমরা উপস্থিত হতে পারিনি। এ-কারণে স্যার রাগ করে সিদ্ধান্ত নিয়েছে আমাদের দুপুরে খেতে দেওয়া হবে না। আপাতত ডাইনিং বন্ধ থাকবে এবং রাত নয়টার সময় সেন্ট্রাল মিটিং করা হবে। আমি হলের সিনিয়র আপুর কাছে খাবারের টোকেন নিতে গেলে তিনি আমাকে জানান যে, স্যার নিষেধ করছে আজ খাবার দেওয়া হবে না।

এছাড়াও ছাত্রীদের অভিযোগ, ”প্রভোস্ট সব কাজ করেন হলের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে কোনো কাজ করেন না। হল গেইট বন্ধ হবার একমিনিট পরও ঢুকতে দেয়া হয় না। রমজান মাসে অন্য হলের ইফাতারের থেকে আমাদের হলের ইফতারের মানও অনেক নিম্ন ছিল। আমাদের হলে দীর্ঘদিন বৈদ্যুতিক সমস্যা ছিল। প্রোভস্ট স্যার নিজেই বলেছেন আমাদের হল বসবাসের উপযোগী না। তাহলে সমাধান করে না কেন।”

এ বিষয়ে জানতে চাইলে হলের ডাইনিংয়ের ম্যানেজার বলেন, আনুমানিক এগারোটার দিকে প্রভোস্ট স্যার আমাদের অফিস কক্ষে ডাকেন এবং রান্না বন্ধ রাখতে বলেন। আমরা গতকাল রাত দুইটার পর থেকে এই প্রোগ্রাম উপলক্ষ্যে ভাত রান্না করেছি। সবকিছু প্রায় সম্পন্ন হওয়ার পথে। শুধুমাত্র মাছ ভাজাটা বাকি ছিলো। এমন সময়ে তিনি রান্না বন্ধ রাখতে বলেন। এখনও আর কোনো নির্দেশনা দেয়নি।

হলটির প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন বলেন, আমরা জাতীয় অনুষ্ঠানে সবসময় চেষ্টা করি জমকালো আয়োজন করার। আমার হলে প্রায় ৪০০ ছাত্রী থাকে। কিন্তু সকালে ৮/১০ জন শিক্ষার্থী ছাড়া আর কেউ শোভাযাত্রায় আসেনি। আমাদের ব্যান্ড পার্টি ছিলো, এই কয়েকজন নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করা সম্ভব না হওয়ায় প্ল্যান ক্যান্সেল করি এবং তৎক্ষনাৎ একটু হতাশ হয়ে আমি দুপুরের খাবারটা বন্ধ করার চিন্তা করেছি।

এ সময় শিক্ষার্থীদের একাধিক অভিযোগ এবং পদত্যাগের দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো বিচ্ছিন্ন বিষয়। আমি আসার পর যা যা পরিবর্তন হয়েছে তারা দেখেছে। এ ব্যাপারে প্রশাসন সিদ্ধান্ত নিবে।

পরবর্তীতে রাতে হলের শিক্ষার্থীদের সাথে একটি সভায় প্রক্টরিয়াল বডির মধ্যস্ততায় শিক্ষার্থীরা শান্ত হন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত

ভবিষ্যতের স্বপ্ন আর পরিবারের অভাব ঘোচাতে রাশিয়ার পথে পা বাড়িয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যুবক মোহাম্মদ আকরাম হোসেন (২৫)। কিন্তু তার সেই স্বপ্নপূরণ হয়নি, বরং...

কঙ্গোতে নৌকায় আগুন লেগে নিহত ১৪৮

আফ্রিকার দেশ কঙ্গোতে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় আগুন লাগার পর সেটি উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১৪৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। দেশটির উত্তরপশ্চিমের...

পারফরম্যান্স-ফিটনেস ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি

ফুটবল বিশ্বে এক জীবন্ত কিংবদন্তি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি৷ কী নেই তার ঝুলিতে– কোপা আমেরিকা,  ব্যালন ডি'অর থেকে বিশ্বকাপ সবই পেয়েছেন তিনি। ২০২২ বিশ্বকাপ...

ভৈরবে বংশ পরম্পরায় চলে আসা সংঘর্ষে নিহত সেচ্ছাসেবক দল নেতা, আহত ৩০

কিশোরগঞ্জের ভৈরবে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে মিজান মিয়া (৩৮)নামের এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হন...

সম্পর্কিত নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত

ভবিষ্যতের স্বপ্ন আর পরিবারের অভাব ঘোচাতে রাশিয়ার পথে পা বাড়িয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যুবক...

কঙ্গোতে নৌকায় আগুন লেগে নিহত ১৪৮

আফ্রিকার দেশ কঙ্গোতে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় আগুন লাগার পর সেটি উল্টে যাওয়ার ঘটনায়...

পারফরম্যান্স-ফিটনেস ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি

ফুটবল বিশ্বে এক জীবন্ত কিংবদন্তি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি৷ কী নেই তার ঝুলিতে– কোপা...