বাংলা কথাসাহিত্যের ধারায় তুমুল জনপ্রিয় লেখক এবং নির্মাতা হুমায়ূন আহমেদ। শিক্ষকতা ছেড়ে চলে গেলেন চলচ্চিত্র নির্মাণে, জীবদ্দশায় তিনি গল্পের পাশাপাশি নির্মাণ করে গেছেন অসংখ্য নাটক-চলচ্চিত্র। যার মধ্যে কালজয়ী হয়ে আছে অনেক চরিত্রই। তবে তার মধ্যে অন্যতম জনপ্রিয় তিন চরিত্র ‘তারা তিনজন’। ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরুর তিন চরিত্রে অভিনয় এখনো দাগ কাটে দর্শকের হৃদয়ে। ১১ বছর পর তারা আবারও আসছেন একই চরিত্রে। তবে এবার আর তারা হুমায়ূন আহমেদের নির্মাণে নয় অভিনয় করেননি, অভিনয় করেছেন হুমায়ূনপুত্র ও নির্মাতা নুহাশ হুমায়ূনের পরিচালনায়।
নতুন এই প্রোজেক্টের নাম ‘ওরা তিনজন’, যা পরিচালনা করেছেন নুহাশ হুমায়ূন। বাবার জনপ্রিয় এই ত্রয়ীকে আবারও পর্দায় আনছেন তিনি। তবে নাটক আকারে নয়, তাদের দেখা যাবে পাঁচ পর্বের ছোট গল্পে।
নির্মাতার সূত্র থেকে জানা গেছে, এই তিনজনকে নিয়ে এরই মধ্যে গাজীপুরের বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে। এই কাজটির জন্য লন্ডন থেকে সম্প্রতি দেশে এসেছেন স্বাধীন খসরু। যিনি এজাজ ও ফারুকের ভাগনে চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। কনটেন্টটি কোনো ইউটিউব চ্যানেলে নয়; স্ট্রিমিং হবে দেশের জনপ্রিয় একটি ওটিটিতে।
এর আগে ‘তারা তিনজন’ একসঙ্গে করেছেন অসংখ্য টিভি নাটকে। তাদের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘তারা তিনজন’, ‘তারা তিনজন টি-মাস্টার’, ‘তারা তিনজন ঝামেলায় আছে’, ‘তারা তিনজন হে পৃথিবী বিদায়’, ‘তারা তিনজন ফুচকা বিলাস’, ‘ভাইরাস’, ‘আমরা জেগে আছি’, ‘আবারো তিনজন’, ‘আমরা তিনজন’, ‘উড়ে যায় বকপক্ষী’।
হুমায়ূন আহমেদ নিজের শিল্প-সৌন্দর্যের ধারাটি শুধু সাহিত্যে নয়, বরং তার প্রতিটি কর্মেই রেখে গেছেন।