বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ববিতে ক্লাসরুম সংকট, একটি কক্ষে বসছেন তিন চারজন শিক্ষক

-বিজ্ঞাপণ-spot_img

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছয়টি অনুষদের আওতায় ২৫টি বিভাগ রয়েছে। অথচ বিভাগগুলোর জন্য ক্লাসরুম রয়েছে মাত্র ৩৬টি। ফলে প্রায়ই সব বিভাগের ব্যাচগুলোকে শ্রেণিকক্ষ ভাগাভাগি করতে হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ছয়টি অনুষদের আওতায় ২৫টি বিভাগের জন্য পাঁচতলাবিশিষ্ট একটি ভবনের দুটি ব্লককে অ্যাকাডেমিক ভবন-১ ও অ্যাকাডেমিক ভবন-২ নামে বরাদ্দ দেওয়া হয়েছে। ক্লাসরুম ৩৬টি ও ল্যাব রয়েছে ৩১টি। এর মধ্যে সামাজিকবিজ্ঞান অনুষদের আওতাধীন অর্থনীতি, সমাজবিজ্ঞান, লোকপ্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জন্য একটি করে ক্লাসরুম বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন করে যাত্রা শুরু করা সমাজকর্ম বিভাগের নেই কোনো ক্লাসরুম।

কলা ও মানবিক অনুষদের অন্তর্ভুক্ত ইংরেজি ও ইতিহাস বিভাগের জন্য একটি করে ক্লাসরুম। বাংলা বিভাগের জন্য দুটি ক্লাসরুম বরাদ্দ থাকলেও তার একটি আবার ভাগাভাগি করতে হয় আইন বিভাগের সঙ্গে। এ অনুষদে দর্শন বিভাগের জন্য কোনো ক্লাসরুম নেই। বিজনেস স্টাডিজ অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের জন্য দুটি ক্লাসরুম বরাদ্দ থাকলেও মার্কেটিং বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগগুলোর জন্য বরাদ্দ একটি করে ক্লাসরুম।

প্রশাসনিক ভবনে এ অনুষদের চারটি বিভাগের জন্য একটি যৌথকক্ষ আছে। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের গণিত, পদার্থবিজ্ঞান এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের জন্য দুটি করে ক্লাসরুম ও ল্যাব আছে। রসায়ন বিভাগের জন্য দুটি ল্যাব থাকলেও ক্লাসরুম আছে একটি। পরিসংখ্যান বিভাগের জন্য আছে একটি করে ক্লাসরুম ও ল্যাব।

এ অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য শুধু ছয়টি ল্যাব আছে। আলাদা কোনো ক্লাসরুম নেই। এ ছাড়া জীববিজ্ঞান অনুষদের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ক্লাসরুম দুটি, ল্যাব তিনটি, মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের দুটি ক্লাসরুম এবং কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের একটি ক্লাসরুম ও একটি ল্যাব আছে।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী রাব্বি খান বলেন, ক্লাসরুম সংকটের কারণে শিক্ষকরা সিলেবাস শেষ করার জন্য যথেষ্ট সময় পান না। যে কারণে সময়মতো পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় না।

শুধুমাত্র শ্রেণিকক্ষই নয়, সংকট আছে অন্যান্য জরুরি প্রয়োজনীয় পৃথক কক্ষেরও। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদের ডিনদের জন্যও আলাদা কক্ষ নেই। বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষকের কেউই পাননি আলাদা কক্ষও। তাদেরও এক কক্ষে তিন থেকে চারজন ভাগাভাগি করে বসছেন।

গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, ক্লাসরুম সংকটের মধ্যেই শিক্ষার্থীদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। ক্লাসরুম সংকট তো একদিনে শেষ হবে না। বিশ্ববিদ্যালয় বড় হচ্ছে, বিভাগ বাড়ছে। সরকার থেকে বড় ধরনের বরাদ্দ না পেলে এত তাড়াতাড়ি এ সমস্যা শেষ হচ্ছে না।

শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন বলেন, শিডিউল অনুযায়ী ক্লাস নিলে ক্লাসরুম সংকটে কোনো সমস্যা হয় না। কিন্তু শিডিউল মিস করলে ব্যাকআপ ক্লাস নিতে সমস্যা হয়।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, এ বিষয়ে উদ্যোগ নেওয়া জরুরি হয়ে গেছে। বিষয়গুলো ভিসিকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

মোটিফ নির্মাণকারী শিল্পীর বাড়িতে আগুন, হামলাকারীদের দ্রুত ধরতে নির্দেশ

পহেলা বৈশাখ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৬ এপ্রিল) এ ঘটনায় নিজের প্রতিক্রিয়া লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপির প্রতিনিধিদল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে বিএনপির প্রতিনিধিদল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান...

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ফু-ওয়াং ফুডস্ কারখানা শ্রমিকদের কর্মবিরতি

গাজীপুর সদর উপজেলার ফু-ওয়াং ফুডস্ লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে টানা ২য় দিনের মতো সকাল থেকে কারখানা অভ্যন্তরে কর্মবিরতি পালন করছে। বুধবার (১৬ এপ্রিল)...

ডর্টমুন্ডের কাছে হেরেও ছয় বছর পর সেমিতে বার্সা

চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে দ্বিতীয় লেগে হেরেও সেমিফাইনালের টিকিট কেটে নিয়েছে বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৪-০ ব্যবধানে জয় এনে রাখার সুবাদে, দ্বিতীয়...

সম্পর্কিত নিউজ

মোটিফ নির্মাণকারী শিল্পীর বাড়িতে আগুন, হামলাকারীদের দ্রুত ধরতে নির্দেশ

পহেলা বৈশাখ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার...

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপির প্রতিনিধিদল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়...

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ফু-ওয়াং ফুডস্ কারখানা শ্রমিকদের কর্মবিরতি

গাজীপুর সদর উপজেলার ফু-ওয়াং ফুডস্ লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে টানা ২য় দিনের...