শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

‘আমি মুরগি চুরি করতে গেলেও ৮টা পিস্তল নিয়ে যাই’

-বিজ্ঞাপণ-spot_img

সম্প্রতি এক নারীর সঙ্গে ছাত্রলীগ নেতার উত্তপ্ত বাক-বিনিময়ের এবং ‘গালাগালি’র এক অডিও ভাইরাল হয়েছে৷ ঘটনায় অভিযুক্ত ওই নেতা মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহজাহান খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মোবাইল ফোনের কল রেকর্ডটি ভাইরাল হয়েছে।

ছাত্রলীগ নেতা ওই নারীকে সেখানে বলছেন, আমি মুরগি চুরি করতে গেলেও সঙ্গে ৮টা পিস্তল নিয়ে যাই। এর উত্তরে ওই নারী বলেন, আপনি কষ্ট করে ছাত্রলীগ নেতা হয়েছেন। ছাত্রলীগের নেতা হয়ে অনেক মেয়েদের সঙ্গে খারাপ কাজ করেছেন।

এ কথার পরই উভয়ের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছাত্রলীগ নেতা ওই নারীকে গালাগালি দিতে শোনা যায়। তাদের দুইজনের মাঝে এই আলাপচারিতা সম্প্রতি ভাইরাল হওয়ায় এ নিয়ে উপজেলায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। শাহজাহান খান উপজেলার বন্দরখোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হালেম খানের ছেলে।

ঘটনার বিষয়ে স্থানীয়দের ভাষ্য, ছাত্রলীগ নেতা শাহাজাহান ওই নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন। পরবর্তীতে ওই নারীর সঙ্গে সম্পর্কের অবনতি হলে তাকে ফোন কলে এসব কথা বলে হুমকি দেন তিনি।

এই বিষয়ে আবির নামে স্থানীয় এক যুবক বলেন, ফেসবুকে ভাইরাল ফোন কল রেকর্ডটি শুনেছি। শাহজাহান মূলত রিমোর্ট এরিয়াতে বসবাস করে। ওখানে এই ধরনের অস্ত্র ব্যবহার করাটা অস্বাভাবিক না। পরকীয়ার বিষয়টিও মিথ্যা না। তবে সত্যটা যাচাই করলে আরও চাঞ্চল্যকর তথ্য বের হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে ফোন কলের অপর প্রান্তে থাকা ওই নারী সংবাদমাধ্যমকে বলেন, কল রেকর্ডটি ভাইরাল হয়ে গেছে। তবে কিভাবে হয়েছে সেটা জানি না। শাহজাহান মূলত একজন প্রতারক। সে আমার সঙ্গে প্রতারণা করেছে। সে তার পদ ও ক্ষমতা দেখিয়ে অনেক নারীর সঙ্গে প্রতারণা করেছে।

তিনি আরও বলেন, ভালোবাসার কথা বলে আমার থেকে লাখ লাখ টাকাসহ অনেক উপহার সামগ্রী নিয়ে এখন অস্বীকার করছে। বর্তমানে আমাকে বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। আমার বড় দুটি সন্তান আছে। তাই সমাজের ভয়ে চুপ করে আছি।

এই ব্যপারে অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি শাহজাহানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক বলেন, কোনো ছাত্রলীগ নেতা  এ ধরনের অপকর্ম করতে পারে না। যদি এরকম কোনো ঘটনার সঙ্গে শাজাহান জড়িত থাকে অবশ্যই আমরা উপজেলা ছাত্রলীগ নেতাদেরকে বিষয়টি অবগত করব। উপজেলা পর্যায়ে না দেখলে আমরা জেলা থেকে বিষয়টি অবশ্য তদন্ত করব।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

পটুয়াখালীতে নৌকা মনোনীত প্রার্থীকে মাদ্রাসা কমিটিতে রাখায় সুপারের পদত্যাগ দাবি

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার ফরিদ উদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে...

গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের স্মারকলিপি: নিয়োগবিধি সংশোধনের দাবি

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) বিদ্যমান নিয়োগবিধিতে বৈষম্যের অভিযোগ তুলে তা সংশোধনের দাবি জানিয়েছে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীরা।গত বৃহস্পতিবার...

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস আজ ১২ই রবিউল আউয়াল। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।...

ছাত্রদলের বিরুদ্ধে বহিস্কৃতদের নিয়ে প্রচারনার অভিযোগ

ঢাবি প্রতিনিধিছাত্রলীগ সংশ্লিষ্টতা থাকায় ছাত্রদল থেকে বহিষ্কৃতদের নিয়ে ডাকসুর প্রচারণার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে।শুক্রবার (৫ সেপ্টেম্বর) শহিদুল্লাহ হলের বহিষ্কৃত আহ্বায়ক মোসাদ্দেক আল হক...

সম্পর্কিত নিউজ

পটুয়াখালীতে নৌকা মনোনীত প্রার্থীকে মাদ্রাসা কমিটিতে রাখায় সুপারের পদত্যাগ দাবি

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার ফরিদ উদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়ম ও...

গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের স্মারকলিপি: নিয়োগবিধি সংশোধনের দাবি

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) বিদ্যমান নিয়োগবিধিতে বৈষম্যের অভিযোগ তুলে তা সংশোধনের দাবি জানিয়েছে...

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস আজ ১২ই রবিউল আউয়াল। সারা বিশ্বের...