যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বার ও নির্বাচনী পর্যবেক্ষক মার্টিন ডে জানিয়েছেন, নির্বাচনে ভোটের পরিবেশ ভালো, তবে ভোটার উপস্থিতি এখনো যথেষ্ট নয়।
রোববার (৭ জানুয়ারি) সকালে ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
মার্টিন ডে বলেন, এখনো ভোটার উপস্থিতি যথেষ্ট নয়। আশা করছি এ সংখ্যা বাড়বে। এখনই কোনো মন্তব্য করছি না। পর্যবেক্ষণ করছি।
রোববার সকাল সোয়া ৮টায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান চীনা, মরিশাস, উজবেকিস্তানের পর্যবেক্ষক দল। এছাড়া সকাল সাড়ে ৮টার দিকে কমনওয়েলথ পর্যবেক্ষকরা তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শনে যান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২০০ জন পর্যবেক্ষক ও সাংবাদিককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের মধ্যে ১২৭ জন পর্যবেক্ষক আর ৭৩ জন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মী।