মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

উপজেলা নির্বাচন: এক আ.লীগ নেতার বংশ উচ্ছেদের হুমকি দিলেন আরেক নেতা

-বিজ্ঞাপণ-spot_img

উপজেলা নির্বাচনে সমর্থন না দেওয়াকে কেন্দ্র করে এবার বংশ উচ্ছেদের হুমকিতে পড়েছেন সোনারগাঁও আওয়ামী লীগের এক নেতা। উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর চৌধুরী ওরফে বিরুর বংশ সোনারগাঁ থেকে উচ্ছেদ করার হুমকি দিয়েছেন৷

ভোটে বিজয়ী হলে দুই মাসের মধ্যে ‘চৌধুরী বংশ’ উচ্ছেদ করতে না পারলে চেয়ারম্যান পদ ছেড়ে দেবেন বলেও জানান তিনি।

গত মঙ্গলবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নে একটি নির্বাচনী উঠান বৈঠকে এমন বক্তব্য দেন বাবুল ওমর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই প্রার্থীর বক্তব্যের একটি ভিডিও গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপরই এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

ভিডিও অনুযায়ী চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমরকে বলতে শোনা যায়, ‘আমি যদি পাস করি, আর আবদুল্লাহ আল কায়সারের (সংসদ সদস্য) সঙ্গে কাজ করার সুযোগ পাই। তাহলে দুই মাস পরে যদি এই চৌধুরী বংশ উচ্ছেদ না করতে পারি, আমি রিজাইন দেব।’

বাবুল ওমর সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান। এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি আনারস প্রতীকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তাঁর বিপরীতে ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সদস্য মাহফুজুর রহমান কালাম।

এ ছাড়াও সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলী হায়দার কাগজে–কলমে নির্বাচনে প্রার্থী হলেও তাঁরা প্রচারের মাঠে নেই।

সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী না থাকলেও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সমর্থন পাচ্ছেন বাবুল ওমর। অপর দিকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর চৌধুরী, সাবেক সংসদ সদস্য মোবারক হোসেনের ছেলে এরফান হোসেন দ্বীপসহ আওয়ামী লীগের একাংশের সমর্থন পাচ্ছেন মাহফুজুর রহমান কালাম।

আবু জাফরের উদ্দেশে বাবুল ওমর তাঁর বক্তব্যে আরও বলেন, ‘খেলা হবে বিরুর সাথে আমার সাথে। আমি খেলব একা। আমার নাম বাবু।’

ভোটারদের উদ্দেশে ভোট চেয়ে বাবুল বলেন, ‘আমি জিতলে আমার পাঁচ বছর লাগব না। আমি হেরে ঠিক কইরা ফেলমু এক মাসে। এমনিতেই তো ঠিক কইরা ফেলছিলাম, আল্লাহ জানে বাঁচাইসে। লুঙ্গি রাইখা দিছিলাম। আমি তো তার বাড়ির সামনেই হুমকি দিলাম। তার যদি বুকের পাটা থাকে আমার বাড়ির সামনে মিছিল করতে বইলেন।’

ওই উঠান বৈঠকে উপস্থিত থাকা স্থানীয় যুবলীগের এক নেতা বলেন, মঙ্গলবার রাত আটটার দিকে জামপুর ইউনিয়নের পেচাইন এলাকায় উঠান বৈঠকটি হয়। বৈঠকের স্থানটি ছিল আবু জাফর চৌধুরীর বাড়ির ৫০০ গজের মধ্যে। জামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য সানাউল্লাহ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম, সোনারগাঁ থানা-যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শরীফ বৈঠকে উপস্থিত ছিলেন।

নির্বাচনে সমর্থন দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে আবু জাফরকে নিয়ে এমন বক্তব্য দিয়েছেন বাবুল ওমর।

বক্তব্যে প্রসঙ্গে আবু জাফর চৌধুরী বলেন, ‘এ ধরনের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। এমন বক্তব্য সোনারগাঁয়ের রাজনৈতিক মাঠকে অস্থির করে তুলবে। দল কাউকে কোনো প্রতীক দেয়নি। ফলে আমরা যে কেউ যে কারও জন্য নির্বাচন করতে পারি। জ্যেষ্ঠ নেতা হিসেবে আমি কালাম ভাইকে সাপোর্ট দিয়েছি। কালাম ভাইকে কেন সাপোর্ট দিলাম, সে কারণে ওই প্রার্থী (বাবুল ওমর) এমন আপত্তিকর বক্তব্য দিয়েছেন। আমি দল এবং প্রশাসনের কাছে এর বিচার চাইব।’

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

হাসিনার নেতৃত্বে পিলখানায় দুইদিন ধরে চলে হত্যাযজ্ঞ: ফখরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে দুইদিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় শহীদ সেনা...

পিলখানা হত্যাযজ্ঞের বিভীষিকা আজও তাড়িয়ে ফিরছে তাদের

দীর্ঘ ১৬ বছর ধরে পিলখানা হত্যাযজ্ঞের বিভীষিকা তাড়িয়ে ফিরছে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারকে। এ বছর দিনটিকে শহীদ সেনা দিবস ঘোষণা করায় কিছুটা স্বস্তিতে স্বজনরা।...

আজহারের রিভিউ আবেদনের আংশিক শুনানি, কাল পর্যন্ত মুলতবি

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি আজকের মতো মুলতবি করা হয়েছে। শুনানি আগামীকাল, বুধবার,...

অভিযানে কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না

চুরি, ডাকাতি, ছিনতাই রোধে গতরাত থেকে শুরু হওয়া অভিযান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিযান পরিচালনায় আমরা কোনো...

সম্পর্কিত নিউজ

হাসিনার নেতৃত্বে পিলখানায় দুইদিন ধরে চলে হত্যাযজ্ঞ: ফখরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে দুইদিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়...

পিলখানা হত্যাযজ্ঞের বিভীষিকা আজও তাড়িয়ে ফিরছে তাদের

দীর্ঘ ১৬ বছর ধরে পিলখানা হত্যাযজ্ঞের বিভীষিকা তাড়িয়ে ফিরছে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারকে। এ...

আজহারের রিভিউ আবেদনের আংশিক শুনানি, কাল পর্যন্ত মুলতবি

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ...
Enable Notifications OK No thanks