শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

-বিজ্ঞাপণ-spot_img

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেয়ার মামলাকে পৃথিবীর বিভিন্ন দেশসহ পশ্চিমা দেশগুলো গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচনা করে। ঠিক সেভাবেই ড. ইউনূসের মামলা পরিচালিত হচ্ছে। দেশের যে কোনো নাগরিক আইন ভঙ্গ করলে তার যেমন বিচার হয় ড. ইউনূসেরও সেভাবেই বিচার হচ্ছে।

তবে তিনি যেসব কথা বলে বেড়াচ্ছেন তা অসত্য এবং এসব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক।

বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপিয়ান দুই প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা করেছে উল্লেখ করে তিনি বলেন, সে মামলার ব্যাপারে আমি বলেছি- মামলাটি আদালতে চলমান রয়েছে। আদালতে যে মামলা চলমান থাকে সে মামলা সম্পর্কে আইনমন্ত্রী কোনো কথা বলেন না সে ব্যাপারটাও তাদেরকে (ইউরোপিয়ান প্রতিনিধি দল) বলেছি।

আরেকটি বিষয় আমি বলেছি-তার বিরুদ্ধে ট্যাক্স না দেয়ার মামলা রয়েছে। তার একটি মামলায় তিনি আপিল বিভাগ পর্যন্ত গিয়ে হারার পরে ট্যাক্স দিয়েছেন। অন্যান্য মামলা যেগুলো রয়েছে সেগুলোও ট্যাক্স না দেয়ার মামলা।

আনিসুল হক বলেন, ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে শ্রম আইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আইন, ডেটা প্রটেকশন ও সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা হয়েছে। রোহিঙ্গা ইস্যু এবং সর্বশেষ এন্টি ডিসস্ক্রিমিনেশন বেল সম্পর্কেও তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা ড. ইউনূসের মামলা সম্পর্কে জিজ্ঞেস করেছিল। এসব ব্যাপারেও তাদের সঙ্গে কথা হয়েছে।

আমরা কবে নাগাদ শ্রম আইন পাস করতে যাচ্ছি এসব তারা জানতে চেয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি তাদের বলেছি- আন্তর্জাতিক শ্রম আদালতে আমাদের বিরুদ্ধে যে নালিশ করা হয়েছিল সেই নালিশটার আমরা শেষ চাই। আমি তাদের বলেছি শ্রম আইন নিয়ে আমরা যথেষ্ট কাজ করেছি। শ্রম আইন সংশোধন নিয়েও কাজ করছি। আমার মনে হয় বিষয়টা শেষ করে দেয়া উচিত। আগামী নভেম্বরে তাদের যে গভর্নিং বডির মিটিং হবে সেখানে আমাদের সমর্থন করার জন্য তাদের সঙ্গে কথা হয়েছে।

ড. ইউনূসের বিষয়ে কি কথা হয়েছে জানতে চাইলে জবাবে তিনি বলেন, ড. ইউনূসের বিচার প্রক্রিয়া নিয়ে তাদের দেশ থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে সেসব বিষয়গুলো তারা পরিষ্কার হতে চেয়েছিলেন। ড. ইউনূসের ব্যাপারে যেসব মামলা রয়েছে আমি তাদের সেসব বলেছি।

‘তাদেরকে বলেছি-তিনি শ্রমিকদের অধিকার লঙ্ঘন করেছিলেন সেখানে মামলা হয়েছে। তাকে সাজা দেয়া হয়েছে। ১০৮ জন শ্রমিক ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে মামলা করেছেন’, যোগ করেন আইনমন্ত্রী।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

আল-আকসা ভেঙে ফেলার পরিকল্পনা করছে ইসরায়েলিরা, ফিলিস্তিন সরকারের সতর্কতা জারি

দখলদার ইসরায়েলি সেটেলার তথা অবৈধ বসতি স্থাপনকারীরা জেরুজালেমে মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান ও প্রথম কিবলা আল-আকসা মসজিদে হামলা চালিয়ে এটি ভেঙে ফেলে তার জায়গায়...

উৎকণ্ঠার অবসান, বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

বিশ্বকাপে জায়গা করে নিলো বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত অপেক্ষা আর উৎকণ্ঠার পালা শেষ হয়েছে নিগার সুলতানাদের জন্য। নেট রান রেটে এগিয়ে থাকায় শেষ হাসি হাসলো...

পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে খুনের পর সেচ্ছায় থানায় উপস্থিত স্বামী

বাজার থেকে কিনে আনা পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা করেন স্বামী। এরপর স্বামী নিজেই থানায় উপস্থিত হয়ে দেন ঘটনার...

যুক্তরাষ্ট্রের আরেকটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করল হুতি

যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বিষয়টি নিশ্চিত করেছেন। জেনারেল ইয়াহিয়া...

সম্পর্কিত নিউজ

আল-আকসা ভেঙে ফেলার পরিকল্পনা করছে ইসরায়েলিরা, ফিলিস্তিন সরকারের সতর্কতা জারি

দখলদার ইসরায়েলি সেটেলার তথা অবৈধ বসতি স্থাপনকারীরা জেরুজালেমে মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান ও প্রথম...

উৎকণ্ঠার অবসান, বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

বিশ্বকাপে জায়গা করে নিলো বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত অপেক্ষা আর উৎকণ্ঠার পালা শেষ হয়েছে...

পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে খুনের পর সেচ্ছায় থানায় উপস্থিত স্বামী

বাজার থেকে কিনে আনা পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা...