মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

পটুয়াখালী-৩ আসনে নুরকে সহযোগিতা করার নির্দেশ পাঠালো বিএনপি

-বিজ্ঞাপণ-spot_img

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের স্থায়ী ঠিকানা গলাচিপার চরকাজল সংসদীয় আসন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনায়)-এর আওতাধীন। এই এলাকায় ভিপি নুরকে তার দলের সাংগঠনিক কার্যক্রম ও জনসংযোগ পরিচালনা করতে সহযোগিতা করাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে এ নির্দেশনা দেওয়া হয়; যা আজ সোমবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চিঠিতে জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু ও সদস্য সচিব স্নেহাংশ সরকার কুট্টিকে নির্দেশ দিয়ে বলা হয়, গত ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাই তার সংসদীয় এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে জনসংযোগ ও তার দলের সাংগঠনিক সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার জন্য আপনাদের নির্দেশ প্রদান করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদীয় এলাকার থানা, উপজেলা বা পৌরসভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে বিষয়টি অবহিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করতে আপনাদের অনুরোধ করা হচ্ছে। এই আদেশ অতীব জরুরি।

এদিকে, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শক্ত অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুন। তবে নুরুল হক নুরের বাড়িও এ আসনে হওয়ায় আগামী সংসদ নির্বাচনে হাসান মামুন ও নুরের মধ্যে হবে মূল প্রতিদ্বন্দ্বিতা।

রাজনীতি সংশ্লিষ্টদের ধারণা, বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের জোট হলে এ আসনে জোটের মনোনয়ন বাগিয়ে নিতে পারেন নুর। সে কারণে স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে যাতে বিরোধ সৃষ্টি না হয়, সেজন্য কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠি প্রসঙ্গে হাসান মামুন বলেন, এই চিঠির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচিতে গেলে কিছু উচ্ছৃঙ্খল লোক তাকে বাধাগ্রস্ত করে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উলানিয়ায় তার ওপর হামলা হয়েছিল। পুনরায় যাতে কেউ এ রকম ঘটনা না ঘটাতে পারে, সেই লক্ষ্যেই মূলত বিএনপির সহযোগিতা করার নির্দেশ। এটা ছাড়া আর কিছুই নয়।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে ছাত্রদল

চব্বিশের রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে পতন ঘটেছিল পনেরো বছর ধরে চলা স্বৈরশাসনের। কত তরুণের তাজা প্রাণ ঝরেছিল পুলিশ ও আওয়ামী লীগের চালানো গুলিতে। সেই...

ইরানের ইউরেনিয়াম কোথায়, আমরা জানি না: জাতিসংঘ

১২ দিন ধরে যুদ্ধ চালিয়ে গেছে ইরান-ইসরায়েল। যুদ্ধের শুরুতে বেনায়ামিন নেতানিয়াহু দাবি করেছিল- ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। এই দাবি নিয়ে চালানো হয়...

বিমানবন্দরে ভিভিআইপি-ভিআইপিদের লাগেজ তল্লাশিতে অধিক মনোযোগের নির্দেশ

সম্প্রতি বিমানবন্দরে একজন উপদেষ্টার লাগেজে তল্লাশি নিয়ে বিতর্কের পর এবার বিমানবন্দর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নতুন...

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার...

সম্পর্কিত নিউজ

জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে ছাত্রদল

চব্বিশের রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে পতন ঘটেছিল পনেরো বছর ধরে চলা স্বৈরশাসনের। কত তরুণের...

ইরানের ইউরেনিয়াম কোথায়, আমরা জানি না: জাতিসংঘ

১২ দিন ধরে যুদ্ধ চালিয়ে গেছে ইরান-ইসরায়েল। যুদ্ধের শুরুতে বেনায়ামিন নেতানিয়াহু দাবি করেছিল- ইরান...

বিমানবন্দরে ভিভিআইপি-ভিআইপিদের লাগেজ তল্লাশিতে অধিক মনোযোগের নির্দেশ

সম্প্রতি বিমানবন্দরে একজন উপদেষ্টার লাগেজে তল্লাশি নিয়ে বিতর্কের পর এবার বিমানবন্দর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে।...