বুধবার, ২ জুলাই, ২০২৫

পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু

-বিজ্ঞাপণ-spot_img

গাজীপুরে একটি বিশ্ববিদ্যালয়ের পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামের স্থানীয় চায়না কারখানার সামনে এ ঘটনা ঘটে।

মৃত তিন জন হলেন– মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।। তারা সবাই ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম বলেন, ‘তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।’

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা আফসার উদ্দিন (৭০) জানান, গাজীপুরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ৪৬০ জন শিক্ষার্থী ওই এলাকার ‘মাটির মায়া’ রিসোর্টে ছয়টি বিআরটিসি দোতলা বাস এবং তিনটি মাইক্রোবাস নিয়ে পিকনিকে আসেন। তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে পৌঁছানোমাত্র সড়কের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভেল্টেজের লাইনে একটি বাস (নং ঢাকা মেট্রো ব-১৫৭০৩৮) বিদ্যুতায়িত হয়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে দুই ছাত্রের মৃত্যু হয়। আহতদের শরীরের বিভিন্ন অংশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারও হাত, কারও পা, কারও মুখ ঝলসে যায়।

অন্য প্রত্যক্ষদর্শী শামীম আহমেদ, রুবলে মিয়া ও জাকির হোসন বলেন, পাঁচটি বাস রিসোর্টে চলে যায়। সব শেষের বাসটি সড়কের পাশের ১১ হাজার ভেল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়। এ সময় বাস থেকে দোঁয়া বের হতে থাকলে ছাত্ররা চিৎকার শুরু করেন। আমরা তাদের চিৎকার শুনে বাসের কাছে যাই। এ সময় তিন জন ছাত্র বাস থেকে নেমে বের হওয়ার চেষ্টা করলে তাদের একজনের মৃত্যু হয়। অপর দুই জনকে শুকনো বাঁশ দিয়ে উদ্ধারের চেষ্টা করি। পরে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বিদ্যুৎ লাইনের সংযোগ বন্ধ করতে বললে তারা বিদ্যুৎ বন্ধ করে দেয়।’

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) খন্দকার মাহমুদুল হাসান জানান, ওই লাইনটি ১১ হাজার ভেল্টেজের ছিল। সড়কের ওপর দিয়ে বিদ্যুতের লাইন ক্রস করা অবস্থায় রয়েছে। একটি বাসকে সাইড দিতে গিয়ে দোতলা বাসটি একটু হেলে পড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে তিন ছাত্রের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

আমাদের দেশে রাজনীতি করে ভালো থাকা মানেই দুর্নীতির পথে যাওয়া: প্রেস সচিব

আমাদের দেশে রাজনীতি করে ভালো থাকা মানেই দুর্নীতির পথে যাওয়া। আমি সে পথে হাঁটতে চাই না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব  শফিকুল...

মিরাজের অধিনায়কত্বে প্রথম ওয়ানডেতে নামছে বাংলাদেশ, একাদশে থাকছেন যারা

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বাংলাদেশ ওয়ানডে দলের জন্য কিছুটা হয়তো ভিন্ন। নতুন নেতৃত্বে মাঠে নামবে টাইগাররা। অনিয়মিত অধিনায়ক হিসেবে মিরাজকে এর আগে দেখা গেলেও...

মানিকগঞ্জে ইটভাটা অভিযানের আড়ালে এক নিষ্প্রভ সিন্ডিকেট

আলমগীর: লাল ইট তৈরি হয় আগুনে, কিন্তু মানিকগঞ্জে কিছু ইটভাটা যেন জ্বলে উঠে অভ্যন্তরীণ ষড়যন্ত্রে। রাস্তাঘাটে গড়িয়ে পড়া ধুলার মতোই, এখানকার ইটভাটা বাস্তবতাও ঘোলাটে। কাগজে-কলমে...

কিশোরগঞ্জের ভৈরবে অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচারে নবজাতকের মৃত্যুর অভিযোগ!

কিশোরগঞ্জের ভৈরবে ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের ভুলে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে হাসপাতালে...

সম্পর্কিত নিউজ

আমাদের দেশে রাজনীতি করে ভালো থাকা মানেই দুর্নীতির পথে যাওয়া: প্রেস সচিব

আমাদের দেশে রাজনীতি করে ভালো থাকা মানেই দুর্নীতির পথে যাওয়া। আমি সে পথে হাঁটতে...

মিরাজের অধিনায়কত্বে প্রথম ওয়ানডেতে নামছে বাংলাদেশ, একাদশে থাকছেন যারা

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বাংলাদেশ ওয়ানডে দলের জন্য কিছুটা হয়তো ভিন্ন। নতুন নেতৃত্বে মাঠে...

মানিকগঞ্জে ইটভাটা অভিযানের আড়ালে এক নিষ্প্রভ সিন্ডিকেট

আলমগীর: লাল ইট তৈরি হয় আগুনে, কিন্তু মানিকগঞ্জে কিছু ইটভাটা যেন জ্বলে উঠে অভ্যন্তরীণ...