ববি প্রতিনিধি: ছয় দফা দাবিতে আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ৩নং গেইট এর সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আইন বিভাগের শিক্ষার্থী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সিরাজুল ইসলাম বলেন, একটি বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয় নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল৷ সেই বিপ্লবকে ধারণ করে যৌক্তিক দাবিসমূহকে সমর্থন করা আমাদের দায়িত্ব। শিক্ষকদের যে ছয় দফা দাবি রয়েছে সেগুলো দ্রুতসম্ভব মেনে নিয়ে তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে।
প্রসঙ্গত, জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে রোববার রাজধানীর শাহবাগ মোড়ে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে পুলিশ।