বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির নেতাদের চাঁদাবাজির কারণে কুষ্টিয়ার মোকামে চালের দাম বাড়ছে!

-বিজ্ঞাপণ-spot_img

বিএনপির নেতাদের চাঁদাবাজির কারণে কুষ্টিয়ার খাজানগর মোকামে চালের দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন দলের একাংশের নেতারা। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ অভিযোগ করেন। তবে জেলা বিএনপি চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছে।

গত ৪ নভেম্বর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে পদবঞ্চিত নেতা-কর্মীরা ওই কমিটি বাতিলের দাবিতে আন্দোলন–সংগ্রাম চালিয়ে আসছেন।

দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির আয়োজনে কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ কর্মসূচি চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে অবমূল্যায়নের শিকার ও পদবঞ্চিত নেতাকর্মীরা শিল্পকলা একাডেমি সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ১০টা থেকে শিল্পকলা একাডেমির ভেতরে কর্মশালা চলতে থাকে। অন্যদিকে দুপুর ১২টার দিকে শহরের ইসলামিয়া কলেজ মাঠে জড়ো হয়ে শতাধিক নেতা–কর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের এনএস রোড প্রদক্ষিণ করে সাড়ে ১২টার দিকে শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনে যায়। নেতা–কর্মীরা ভেতরে ঢোকার চেষ্টা করলে ফটক বন্ধ করে দেওয়া হয়। এ সময় নেতাকর্মীরা ফটকের সামনে স্লোগান দিতে থাকেন। এতে হট্টগোল সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেহাবুর রহমান পুলিশ নিয়ে শিল্পকলা একাডেমির ফটকের সামনে দাঁড়িয়ে যান। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের কেউ কেউ জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করেন। পরে শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনেই সমাবেশ করেন তারা। বেলা সোয়া একটার দিকে বিক্ষোভ সমাবেশ শেষ করে তারা চলে যান।

জেলা শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনে সমাবেশে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীমুল হাসান বলেন, দলের নিবেদিতপ্রাণ ও আওয়ামী দুঃশাসনের হামলা–মামলা নির্যাতনের শিকার নেতা–কর্মীদের বাদ দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতাদের চাঁদাবাজির কারণে আজ কুষ্টিয়ার মোকামে চালের দাম বেড়ে গেছে।

চাঁদাবাজির কারণে চালের দাম বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন বলেন, ‘আমি কর্মশালায় আছি। তারা যে বক্তব্য দিয়েছে, তা অমূলক ও কল্পনাপ্রসূত। এসব কথার কোনো সারমর্ম নেই।’

জেলা কৃষক দলের সাবেক সভাপতি গোলাম কবির তার বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপির কমিটিতে ঢুকিয়ে পুনর্বাসন করা হচ্ছে। এই কমিটি মানি না।’

কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ বলেন, এই কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মানে না। তারা নিজেদের মতো চলে। মামা-ভাগনের কমিটি বাতিল না হওয়ায় আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।

জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মেজবাউর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনকারী এই আহ্বায়ক কমিটি বাতিল না হলে রাজপথে থেকে দাবি আদায়ে আন্দোলন আরও কঠোর করা হবে।

জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজল মাজমাদার বলেন, এই কমিটি বাতিল না হলে আগামী দিনে বিক্ষোভ করা হবে। বিক্ষোভ, হরতালসহ কুষ্টিয়াবাসীকে সঙ্গে নিয়ে কুষ্টিয়া অচল করে দেওয়া হবে।

দলীয় সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা বিএনপির নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাতিল করা হয়। ২০১৯ সালের ৮ মে সৈয়দ মেহেদী আহমেদকে সভাপতি ও সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখে জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এর আগে ২০১২ সালে গঠিত কমিটিতে এই দুজন একই পদে ছিলেন।

২৫ সেপ্টেম্বর কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারকে সদস্যসচিব করে কুষ্টিয়া জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি করা হয়। এরপর ৪ নভেম্বর ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নেতাকর্মীদের অভিযোগ, কমিটিতে যাদের রাখা হয়েছে, তাদের অনেকে বিগত আওয়ামী লীগ সরকারের নির্যাতন ও অত্যাচারের সময় মাঠে ছিলেন না।

১৭ নভেম্বর কমিটি বাতিলের দাবিতে শহরের এনএস রোডে প্রায় আধা কিলোমিটারজুড়ে একাংশের নেতাকর্মীরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। একই দাবিতে ৬ নভেম্বর বিক্ষোভ সমাবেশ করে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন নেতাকর্মীরা। ৮ জানুয়ারি থেকে দাবি আদায়ে তিন দিনের বিক্ষোভ সমাবেশ ও অনশন কর্মসূচি পালন করেন তারা।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

এস এম কিবরিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলে যাওয়ার সময় ধাক্কা লাগা নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে।গতকাল বুধবার (৩সেপ্টেম্বর) বিকেল থেকে...

নারী নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স: এস এম ফরহাদ

ঢাবি প্রতিনিধিনারীদের স্লটশেমিংয়ের বিরুদ্ধে ছাত্রশিবির জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন ডাকসুতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ। তিনি...

চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

জুবায়ের আল মুজাহিদ, ফেনী প্রতিনিধিমঞ্চের সামনে চেয়ারে বসাকে কেন্দ্র করে ফেনীর পরশুরামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দু'গ্রুপের সংঘর্ষ হয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পরশুরাম...

আটকে রেখে মুসলিম কিশোরীকে ধর্ষণ, আন্দোলনের মুখে জয় কুরিকে গ্রেফতার

আবু যর গিফারী, রায়পুর প্রতিনিধিলক্ষ্মীপুরের রায়পুরে ১৪ বছরের এক মুসলিম কিশোরীকে অপহরণ করে টানা সাতদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে জয় কুরি (২৫) নামের...

সম্পর্কিত নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

এস এম কিবরিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলে যাওয়ার সময় ধাক্কা লাগা...

নারী নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স: এস এম ফরহাদ

ঢাবি প্রতিনিধিনারীদের স্লটশেমিংয়ের বিরুদ্ধে ছাত্রশিবির জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন ডাকসুতে...

চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

জুবায়ের আল মুজাহিদ, ফেনী প্রতিনিধিমঞ্চের সামনে চেয়ারে বসাকে কেন্দ্র করে ফেনীর পরশুরামে বিএনপির...