ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত রুম দ্রুত ফিরে পেতে মানববন্ধন করেছে শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
শনিবার (১ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা। প্রায় ২ ঘণ্টা অবস্থান কর্মসূচির পর ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সরে যান শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীদের ‘এক দফা এক দাবি, আমরা চাই বরাদ্দকৃত রুমের চাবি; তালবাহানর সময় নাই, ক্লাসের চাবি বুঝে চাই; প্রশাসন তুমি ঘুমাই গেলে, সংসার চলবে কিভাবে; তিনমাস পেরিয়ে গেছে রুম কেন পাইনা? প্রশাসন জবাব দাও অন্যায় আর মানিনা; সবার নাই ক্লাসরুম, ইবি প্রশাসন দিচ্ছে ঘুম; পড়তে চাই, জায়গা কই?’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে দেখা যায়।
শিক্ষার্থীদের দাবি, জুলাই বিপ্লবের পরেও আমরা বঞ্চিত। তিন মাস আগে ক্লাস রুম বরাদ্দ দিলেও আমরা আমাদের রুমগুলো ফিরে পাইনি। এই মাসে ২৩-২৪ শিক্ষাবর্ষের পরীক্ষা রয়েছে, যেহেতু স্থায়ী রুম নাই সুতরাং আমরা এ নিয়ে আশঙ্কা করছি। আজকের মধ্যেই আমাদের হাতে রুমগুলোর চাবি ফিরিয়ে পেতে চাই।
বিভাগের সভাপতি ড. মো. এএসএম শরফরাজ নওয়াজ জানান, ‘যেহেতু আগের প্রশাসনের অধীনে রুম বরাদ্দের কমিটি ছিল, সুতরাং একটু যৌক্তিক সময় নেওয়া হচ্ছে। বর্তমানে নতুন কমিটি গঠন করা হয়েছে। প্রশাসন আশ্বস্ত করেছেন খুব দ্রুত রুমগুলো বুঝিয়ে দেয়া হবে। যদি শিক্ষার্থীরা না মানে তাহলে পদত্যাগ করতে বাধ্য হবো।’
মানববন্ধনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘আমরা নতুন কমিটি সদস্যদের নিয়ে দ্রুত বসে রুমগুলো ফিরিয়ে দিব। তোমরা (শিক্ষার্থীরা) যৌক্তিক সময় দাও। ইতোমধ্যে ভিসি স্যারের সাথে কথা হয়েছে। খুব শিগগিরই তোমরা পেয়ে যাবে।’
প্রসঙ্গত, গত ৮ অক্টোবর কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো.এমতাজ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে অনুষদ ভবনে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগকে ১০টি (৩০১, ৩০২, ৩৩৭, ৩৩৭(ক), ৩৩৮, ৩৩৯, ৩৪০, ৩৪২, ৩৪৩, ৩৪৪) রুম বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত রুমগুলোর বাস্তবায়নে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।