‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪’ পেয়েছেন দেশের ৭ জন বিশিষ্ট লেখক। বিজয়ীদের প্রত্যেককে ৩ লাখ টাকা, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এ বছরের পুরস্কারপ্রাপ্তরা–
কবিতা: মাসুদ খান
নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা
প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান
অনুবাদ: জি এইচ হাবীব
গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া
বিজ্ঞান: রেজাউর রহমান
ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।