ভারতের রাজধানী দিল্লির বিধানসভার নির্বাচন শুরু হয়েছে, যেখানে ৭০ আসনের জন্য ভোট হবে এক দিনেই। এই নির্বাচনে মূল লড়াই চলছে অরবিন্দ কেজরিওয়াল এবং বিজেপির মধ্যে, যাদের মধ্যে একজন টানা তৃতীয়বার দিল্লির দায়িত্ব নিতে চান, আর অন্যজন দীর্ঘ সময় পর দিল্লির ক্ষমতায় ফিরতে চায়।
দীর্ঘ এক দশক ধরে দিল্লির শাসক দলের ভূমিকা পালন করছে কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। কেজরিওয়াল নিজে দুর্নীতিবিরোধী নেতা হিসেবে পরিচিতি লাভ করে দিল্লির মুখ্যমন্ত্রীর আসনে বসেন এবং তার জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায়। রাজধানীর দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে পানি ও বিদ্যুৎ সেবা প্রদান করে তিনি বিশেষ প্রশংসিত হয়েছেন।
অন্যদিকে, বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। গত বছর, কেজরিওয়াল ও তার দলের নেতাদের বিরুদ্ধে মদ বিক্রির লাইসেন্সের বিনিময়ে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে, এবং এই অভিযোগে কেজরিওয়াল কিছুদিন কারাবন্দীও ছিলেন। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি জামিন পান।
বিজেপি কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো ব্যাপকভাবে প্রচার করেছে, এবং মোদি নিজেও বেশ কয়েকটি নির্বাচনী সমাবেশে অংশ নেন। তবে কেজরিওয়াল এই অভিযোগগুলো অস্বীকার করে বলেন, এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক এবং মোদি সরকার তার পেছনে বসে আছে।
এ নির্বাচনে জয় পেলে কেজরিওয়াল তৃতীয় মেয়াদে দিল্লির মুখ্যমন্ত্রী হতে চান, তবে আইনি জটিলতার কারণে তিনি যেকোনো পদে থাকতে পারবেন কিনা, তা এখনো পরিষ্কার নয়। এক সময়ের দলের সদস্য অতিশি সিং বলেন, কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপারে আইনি কোনো বাধা নেই, যদি তিনি নির্বাচনে জয়ী হন।
এদিকে, নির্বাচনের ফলাফল ঘোষণা হবে শনিবার (৮ ফেব্রুয়ারি), যেখানে দেখা যাবে কেজরিওয়াল তার হ্যাটট্রিক পূর্ণ করতে পারবেন, নাকি বিজেপি দিল্লিতে ফিরে আসবে।