সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

নারী দলের ফুটবল খেলাকে কেন্দ্র করে রংপুরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

রংপুরে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এদিন বেলা ৩ টায় জয়পুরহাট নারী ফুটবল দলের সঙ্গে রাজশাহী নারী ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এজন্য আগে থেকে প্রস্তুত করা ছিল মাঠ। খেলোয়াড়রাও চলে আসেন। কিন্তু নারী দলের খেলা বন্ধের ডাক দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় এক নেতা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে খেলা বন্ধ করে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের জয়পুরহাট নারী দল ও রাজশাহী নারী দলের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু এ খেলা বন্ধের ঘোষণা দিয়ে মাইকিং করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আলী। খেলা বন্ধে বিক্ষোভ মিছিলের ডাক দেন তিনি।

এ নিয়ে খেলার আয়োজক ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা। কিন্তু কেউ কাউকে ছাড় না দেওয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে খেলা বন্ধ করে মাঠে ১৪৪ ধারা জারি করা হয়।

খেলার আয়োজকরা জানান, প্রতি বছর বুড়ির হাট উচ্চবিদ্যালয় মাঠে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ বছরও খেলার আয়োজন করা হয়েছে। এ খেলায় কারও কোনো আপত্তি নেই। খেলার আয়োজনের সমস্ত প্রস্তুতি শেষ। আজ বিকেল ৩টায় জয়পুরহাট নারী ফুটবল দল ও রাজশাহী নারী ফুটবল দলের খেলা ছিল। খেলোয়াড়রা চলে এসেছে। হঠাৎ ইসলামী আন্দোলনের নেতা আশরাফ আলী খেলা বন্ধ রাখার ঘোষণা দিয়ে মাইকিং করেন। এরপর বিকেলে আলোচনায় বসলে তিনি বিক্ষোভের হুমকি দেন। এতে করে প্রশাসন খেলা বন্ধ করে ১৪৪ ধারা জারি করে।

ইউএনও রুবেল রানা বলেন, খেলার আয়োজক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জের নেতা এবং ইত্তেহাদুল উলামা সংগঠনের নেতাদের নিয়ে বসা হয়েছিল। সেখানে জামায়াতে ইসলামী, বিএনপি নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও ছিলেন। কিন্তু কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। তাই এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক স্যারের সঙ্গে কথা বলেছি। আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে বিকেল সাড়ে ৩টার দিকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিকেলে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠ গিয়ে দেখা যায়, সাজানো গোছানো মাঠ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। নারী খেলোয়াড়েরা খেলতে না পেরে চলে গেছেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

সেমিস্টারের আগের রাতে নিজ বাসায় কুবি শিক্ষার্থী ও তার মা খুন

কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের লাশ নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা...

১৪ মাস ধরে নিখোঁজ জাকিরকে ফেরত দিল বিএসএফ

মো.জসিম উদ্দিন জোসি, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জের সীমান্তে জাকির হোসেন নামে এক বাংলাদেশি নাগরিককে ১৪ মাস পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।রোববার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায়...

রায়পুরে মাদকসেবিদের আগুনে পুড়েছে ৪ দোকান 

আবু যর গিফারী, রায়পুর প্রতিনিধিলক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন ভূঁইয়া রাস্তায় (জনতা বাজার) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত চারটি দোকান দগ্ধ হয়েছে।শনিবার (৭সেপ্টেম্বর) রাত...

নির্বাচনী প্রচারণায় কাউকে কষ্ট দিলে ক্ষমা চাচ্ছি : সাদিক কায়েম

ঢাবি প্রতিনিধিশেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। ২৬ আগস্ট থেকে শুরু হয়ে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত চলে...

সম্পর্কিত নিউজ

সেমিস্টারের আগের রাতে নিজ বাসায় কুবি শিক্ষার্থী ও তার মা খুন

কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের...

১৪ মাস ধরে নিখোঁজ জাকিরকে ফেরত দিল বিএসএফ

মো.জসিম উদ্দিন জোসি, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জের সীমান্তে জাকির হোসেন নামে এক বাংলাদেশি নাগরিককে ১৪ মাস পর...

রায়পুরে মাদকসেবিদের আগুনে পুড়েছে ৪ দোকান 

আবু যর গিফারী, রায়পুর প্রতিনিধিলক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন ভূঁইয়া রাস্তায় (জনতা বাজার) অগ্নিকাণ্ডের ঘটনা...