শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দিলেন প্রাথমিকের শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জানিয়েছেন, দাবি-দাওয়া নিয়ে সচিবালয়ে ফলপ্রসূ আলোচনা হয়নি। ফলে কর্মসূচি চালু রাখার ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে শিক্ষকরা এ ঘোষণা দেওয়া হয়।

সচিবালয়ে যাওয়া ৬ সদস্যের প্রতিনিধি দলের একজন জান্নাতুল নাইম বলেন, সচিবালয়ে গিয়ে আমরা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ আলমের সঙ্গে সাক্ষাৎ করি। আগে আমাদের যেমন আশ্বস্ত করা হয়েছিল, এবারও সেই একইভাবে আশ্বস্ত করে বলা হয় যে এটা আদালতের রায়, এর এখতিয়ার হচ্ছে বিচারকের। তারা বললেন— সরকারের ওপর বিশ্বাস ও আস্থা রাখতে। সচিবের পর আমরা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করি। তিনি বললেন— আপনাদের ৬ হাজার ৫৩১ জনের মধ্যে কাউকেই বাদ দেওয়া হবে না। এরপর তো আমাদের আর কিছু বলার থাকে না। আমরা উপদেষ্টা মহোদয়কে একটা কথাই বললাম, যেন অতি দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে আমাদের নিয়োগ প্রদান করা হয়।

নাইম আরও বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের সবসময় শুধু আশ্বস্ত করা হচ্ছে। আগেরবার আমরা ঘরে ফিরে গিয়েছিলাম, কিন্তু এবার আর ঘরে ফিরব না। যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হবে আমরা রাজপথে থাকব এবং আমাদের কর্মসূচি চলমান থাকবে।

আন্দোলনকারীরা হাইকোর্টের সিদ্ধান্ত বাতিলে আগামীকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত আল্টিমেটাম ঘোষণা করেছেন। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

এর আগে গতকালও প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করেছিলেন। পরে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের সরিয়ে দেয়। তখন বেশ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

সংশ্লিষ্ট সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বলছেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম এবং অপেক্ষমাণ তালিকা থেকেও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। কিন্তু তৃতীয় ধাপ নিয়ে প্রহসন থামছে না।

তারা আরও বলছেন, সুপারিশপ্রাপ্তরা নিজ জেলা সিভিল সার্জনে এরই মধ্যে মেডিকেল টেস্ট করে এবং জেলা শিক্ষা অফিসে প্রয়োজনীয় সব কাগজপত্র ও পুলিশ ভেরিফিকেশনের জন্য ফরম জমা দিয়েছে। দেশের সব জেলার প্রায় সব উপজেলাগুলোর চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা যোগদানপত্রও হাতে পেয়েছেন। এরপরও যোগদান করতে না পেরে ৬ হাজার ৫৩১টি পরিবার সীমাহীন লাঞ্চনার মধ্যে পড়েছে। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে।

গত ৬ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দেন আদালত।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ নেতানিয়াহুর

ফিলিস্তনের গাজা উপত্যাকায় এ মুহূর্তে চলছে যুদ্ধবিরতি। তবে ,ইহুদীবাদী ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামাস চলমান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে, যা 'নিষ্ঠুর ও...

বিএনপি ও যুবদলের পাল্টাপাল্টি ধাওয়া, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে, উপজেলা প্রশাসন ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেছে। শুক্রবার...

গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যবিধি, ২০১০-এ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন আনার খসড়া প্রস্তাব করা হয়েছে। এতে, ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের এবং তদন্ত কর্মকর্তাদের গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার কথা বলা...

ফ্যাসিবাদী হাসিনার সবচেয়ে বড় সঙ্গী: মোস্তফা কামাল ও মেঘনা গ্রুপের রহস্য

দেশের রাজনীতি এবং ব্যবসা জগতের একটি পরিচিত, কিন্তু অন্ধকার দিক— মোস্তফা কামালের উত্থান। যিনি একসময় নিছক লবণ বিক্রেতা হিসেবে ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু তার...

সম্পর্কিত নিউজ

হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ নেতানিয়াহুর

ফিলিস্তনের গাজা উপত্যাকায় এ মুহূর্তে চলছে যুদ্ধবিরতি। তবে ,ইহুদীবাদী ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি...

বিএনপি ও যুবদলের পাল্টাপাল্টি ধাওয়া, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা...

গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যবিধি, ২০১০-এ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন আনার খসড়া প্রস্তাব করা হয়েছে। এতে,...
Enable Notifications OK No thanks