শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ভিনিসিয়ুসকে খুঁচিয়ে সিটিরই ‘রক্ত’ ঝরল

ক্রীড়া ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটি সমর্থকদের এক বিশাল ব্যানারে ভিনিসিয়ুস জুনিয়রকে খোঁচা দেওয়ার পর, সিটিরই ‘রক্ত’ ঝরল। ব্যানারে রদ্রির ছবি ও সান্ত্বনামূলক শব্দের সঙ্গে লেখা ছিল, “স্টপ ক্রাইং ইউর হার্ট আউট” (অর্থাৎ কেঁদে বুক ভাসিও না)। এটি ছিল গত অক্টোবরের ব্যালন ডি’অর বিতর্কের পর সিটির সমর্থকদের এক ধরনের প্রতিক্রিয়া, যেখানে রদ্রি চ্যাম্পিয়ন হয়েছিলেন, আর ভিনিসিয়ুস ছিলেন তুমুল ফেবারিট।

ব্যানারের এই খোঁচা সিটির সমর্থকদের হতাশার প্রতিফলন, কারণ ভিনিসিয়ুস এবং রিয়াল মাদ্রিদ ব্যালন ডি’অর অনুষ্ঠানটি বর্জন করেছিল। ব্যানারটি থেকে স্পষ্ট ছিল, সিটি সমর্থকরা ভিনিসিয়ুসকে একটু বেশি খোঁচানোর সুযোগ পেয়ে গেছেন।

খেলা শুরুর আগে ৫ মিনিট ধরে ব্যানারটি প্রদর্শন করা হয় এবং সিটি সমর্থকরা প্রতি মুহূর্তে ভিনিসিয়ুসকে খোঁচা দিতে থাকেন। যদিও এভাবে খোঁচা পেলেও ভিনিসিয়ুস উত্তেজনা নিয়েই মাঠে নামেন এবং নিজের পারফরম্যান্স দিয়ে সিটির সমর্থকদের মুখ বন্ধ করেন। একদিকে যেখান থেকে সমালোচনা করা হচ্ছিল, অন্যদিকে ভিনির পারফরম্যান্স ছিল উজ্জ্বল। ৪৪ বার বল স্পর্শ করে ৫টি সুযোগ তৈরি করেন এবং শেষমেষ ৯২ মিনিটে জুড বেলিংহামকে দিয়ে গোল করান।

খেলার পর, ভিনিসিয়ুস সাংবাদিকদের জানান, “ব্যানারটি দেখেছি। প্রতিপক্ষ সমর্থকরা যদি এমন কিছু করে, তা আমাকে আরও ভালো খেলতে শক্তি জোগায়।” রিয়াল কোচ আনচেলত্তি বিশ্বাস করেন, যদি ভিনি ব্যানার দেখে থাকেন, তাহলে সেটি তাকে প্রেরণা দিয়েছে। যদিও সিটি কোচ পেপ গার্দিওলা দাবি করেছেন, তিনি ব্যানারটি দেখেননি, তবে ভিনিসিয়ুসের খেলায় মুগ্ধ হয়েছেন।

রিয়ালের জয় এবং ভিনিসিয়ুসের দুর্দান্ত পারফরম্যান্স সিটির সমর্থকদের জন্য আরও বড় আঘাত হয়ে দাঁড়িয়েছে। সিটির সমর্থকদের সম্ভবত মনে হচ্ছে, যে খোঁচাটি তারা দিয়েছে, সেটি এখন নিজেদের জন্য বিপর্যয় হয়ে ফিরছে।

আগামী বুধবার রিয়ালের মাঠে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচেও, সান্তিয়াগো বার্নাব্যুতে হয়তো আবার সেই ব্যানারের শোভা দেখতে পাওয়া যাবে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

আল-আকসা ভেঙে ফেলার পরিকল্পনা করছে ইসরায়েলিরা, ফিলিস্তিন সরকারের সতর্কতা জারি

দখলদার ইসরায়েলি সেটেলার তথা অবৈধ বসতি স্থাপনকারীরা জেরুজালেমে মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান ও প্রথম কিবলা আল-আকসা মসজিদে হামলা চালিয়ে এটি ভেঙে ফেলে তার জায়গায়...

উৎকণ্ঠার অবসান, বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

বিশ্বকাপে জায়গা করে নিলো বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত অপেক্ষা আর উৎকণ্ঠার পালা শেষ হয়েছে নিগার সুলতানাদের জন্য। নেট রান রেটে এগিয়ে থাকায় শেষ হাসি হাসলো...

পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে খুনের পর সেচ্ছায় থানায় উপস্থিত স্বামী

বাজার থেকে কিনে আনা পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা করেন স্বামী। এরপর স্বামী নিজেই থানায় উপস্থিত হয়ে দেন ঘটনার...

যুক্তরাষ্ট্রের আরেকটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করল হুতি

যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বিষয়টি নিশ্চিত করেছেন। জেনারেল ইয়াহিয়া...

সম্পর্কিত নিউজ

আল-আকসা ভেঙে ফেলার পরিকল্পনা করছে ইসরায়েলিরা, ফিলিস্তিন সরকারের সতর্কতা জারি

দখলদার ইসরায়েলি সেটেলার তথা অবৈধ বসতি স্থাপনকারীরা জেরুজালেমে মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান ও প্রথম...

উৎকণ্ঠার অবসান, বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

বিশ্বকাপে জায়গা করে নিলো বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত অপেক্ষা আর উৎকণ্ঠার পালা শেষ হয়েছে...

পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে খুনের পর সেচ্ছায় থানায় উপস্থিত স্বামী

বাজার থেকে কিনে আনা পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা...