শনিবার, ২৯ মার্চ, ২০২৫

দর্শনার্থীদের পদচারণায় মুখরিত কটিয়াদীর ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা

ফজলুল হক বাবু, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

বাংলাদেশের অন্যতম প্রায় ৪শ বছরের প্রাচীন গ্রামীণ মেলা কিশোরগঞ্জের কটিয়াদীর কুড়িখাই মেলা শুরু হয়েছে।

গত সোমবার (১০ই ফেব্রুয়ারি) বিশাল তামার পাতিলে তবারক রান্না আর বাউল-ফকিরের গানের আসরের মধ্য দিয়ে এই মেলা শুরু হয়। সপ্তাহব্যাপী চালু থাকা এই মেলা আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে।

কটিয়াদী উপজেলার কুড়িখাই গ্রাম এলাকার এই মেলাটি কিশোরগঞ্জ জেলার সবচেয়ে বড় গ্রামীণ মেলা হিসেবে পরিচিত। প্রাচীন যুগ থেকেই এই মেলাকে ঘিরে উৎসবে মেতে ওঠেছে আশেপাশের সব
এলাকার শিশু-কিশোর, তরুণ-তরুণী,নারী-পুরুষ সব বয়সী মানুষ।

জনতার ভাষ্যে জানা যায়, কুড়িখাই এলাকায় হযরত শাহজালাল (রহ.) এর বংশধর হযরত শাহ সামছুদ্দীন (রহ.) এর মাজার ঘিরে প্রতি বছরের মাঘ মাসের শেষ সোমবার মেলা শুরু হয়। সপ্তাহব্যাপী মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সার্কাস, মৃত্যুকূপ, নাগরদোলা, পুতুল খেলাসহ রকমারি পসরা নিয়ে আসেন ব্যবসায়ীরা। বসে বিন্নি ধানের খই, কদমা, বাতাসা, গুড়, জিলাপির দোকান।

এই মেলায় পাওয়া যায় বিশাল বিশাল মাছ, কাঠের আসবাবপত্র। কুড়িখাই গ্রামের পার্শ্ববর্তী কৃষি জমিতে বিশাল খেত জুড়ে বসে এই মেলা। তবে সোমবার (১০ই ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই মেলা শুরু হলেও এক সপ্তাহ আগ থেকেই এই মেলার আয়োজন চলছে। ফলে মেলা শুরুর দিনেই মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।

হযরত শাহ সামছুদ্দীনের পুরো নাম হযরত শাহ সামছুদ্দীন আউলিয়া সুলতানুল বোখারী (রহ.)। কথিত আছে, ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশে বার আউলিয়ার অন্যতম শাহ সামছুদ্দীন (রহ.) প্রায় ৯০০ বছর আগে তার তিন সহচর শাহ কলন্দর, শাহ নাছির ও শাহ কবীরকে নিয়ে কটিয়াদী উপজেলার কুড়িখাই এলাকায় আস্তানা স্থাপন করেন। তিনি ইহলোক ত্যাগ করলে এখানেই তার মাজার গড়ে ওঠে। তার মাজারকে কেন্দ্র করে ১২২৫ খ্রিষ্টাব্দ থেকে ওরস ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানা যায়। আশপাশের সমস্ত এলাকায় বছরের প্রধান উৎসব হয়ে ওঠে প্রায় ৪ বছরের প্রাচীন কুড়িখাই মেলা।

এই মেলাকে কেন্দ্র করে এলাকার পরিবারের সদস্যরা আগে থেকেই টাকা জমিয়ে রাখতে থাকে মেলায় খরচ করবে বলে। দূরবর্তী আত্মীয়স্বজনকে মেলা উপলক্ষে বিশেষ দাওয়াত দেওয়া হয়। চারদিক থেকে এলাকার ছেলে-বুড়ো থেকে শুরু করে নানা বয়সের মানুষের সপ্তাহব্যাপী দীর্ঘ লাইন থাকে মেলার দিকে।

এই মেলায় সবচেয়ে বড় আকর্ষণ মাছের হাট। মেলায় বিশাল এলাকাজুড়ে বসে মাছের হাট। এই হাটে বোয়াল, চিতল, আইড়, রুই, কাতল, সিলভার কার্পস, পাঙ্গাস, মাগুর, বাঘাইরসহ নানা ধরণের অন্তত ৪ শতাধিক মাছের দোকান বসে। মাছ বিক্রেতারা কিশোরগঞ্জ, নেত্রকোনা সুনামগঞ্জের হাওর ও নদী থেকে এক সপ্তাহ পূর্ব থেকে এসব মাছ সংগ্রহ করে মেলায় বিক্রির জন্য নিয়ে আসেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধনাঢ্য ব্যক্তিসহ সর্বস্তরের লোকজন এই মেলা থেকে মাছ কিনে নিয়ে যান। এছাড়া মেলায় প্রতিদিন হাজারো দর্শক আসেন মাছ দেখতে।

এলাকায় প্রবাদ রয়েছে, কুড়িখাই মেলার মাছ খেলে সকল বালা মুসিবত দূর হয়। মেলার পাঁচ কিলোমিটারের মধ্যে প্রতিবাড়িতে মেলা উপলক্ষে নতুন জামাই ও আত্মীয় স্বজনদের দাওয়াতেরও রীতি রয়েছে।

কটিয়াদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মেলার পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ রাখার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।।

কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও কুড়িখাই মেলার আয়োজ কমিটির সভাপতি মোঃ মাঈদুল ইসলামের মুঠো ফোনে কথা হলে, তিনি ফেস দ্যা পিপল নিউজকে জানান, মেলায় আগত দর্শনার্থীর জন্য সার্বিক নিরাপত্তা বিষয়ে উপজেলা প্রশাসন সর্বদা তদারকি করছে, কটিয়াদী থানা পুলিশের পাশাপাশি কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত ৪০ জন পুলিশের ব্যবস্থা করা হয়েছে, সেই সাথে আনসার এবং গ্রাম পুলিশ থাকছে, আয়োজন কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিমের ও ব্যবস্থা করা হয়েছে। আশা করছি সকলের সহযোগিতায় আগামী ১৬ই ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার কুড়িখাই মেলা চলবে।।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

নাটোরে পুকুরে মাছ মারতে গিয়ে ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

নাটোরে পুকুরে মাছ মারতে গিয়ে একে একে পানি থেকে চারটি শর্টগানসহ ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে নাটোর আধুনিক সদর হাসপাতালের সামনে...

কদরের রাতে নামাজে এসে মসজিদেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুসল্লি

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকায় লাইলাতুল কদরের রাতে নামাজ আদায় করতে এসে সাহেব আলী (১০১) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ)...

ঈদে বাড়ি ফেরার পথে কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

কুষ্টিয়া বাইপাস সড়কে সবজিবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন বাবা। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা...

ঈদযাত্রায় পরিবহন খাতে বেড়েছে চাঁদাবাজি

আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে মহাসড়কে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। বাড়ছে পরিবহন মালিক-শ্রমিকদের ব্যস্ততাও। তার সঙ্গে পাল্লা দিয়ে পরিবহন খাতে বেড়েছে চাঁদাবাজ সিন্ডিকেটের দৌরাত্ম। আওয়ামী লীগ...

সম্পর্কিত নিউজ

নাটোরে পুকুরে মাছ মারতে গিয়ে ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

নাটোরে পুকুরে মাছ মারতে গিয়ে একে একে পানি থেকে চারটি শর্টগানসহ ৬ টি আগ্নেয়াস্ত্র...

কদরের রাতে নামাজে এসে মসজিদেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুসল্লি

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকায় লাইলাতুল কদরের রাতে নামাজ আদায় করতে এসে...

ঈদে বাড়ি ফেরার পথে কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

কুষ্টিয়া বাইপাস সড়কে সবজিবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। একই...