জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত—এ কথা জানিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করার কথাও জানান।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সিইসিসহ নির্বাচন কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সংক্ষপ্তি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে ইসির সাথে আলাপ আলোচনা হয়েছে। খুবই আন্তরিকতা এবং সৌহাদ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।
নির্বাচনী প্রক্রিয়ার সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোর সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়; সেজন্য যতটুকু সময় প্রয়োজন সেই সময় দিতে জামায়াত প্রস্তুত বলেও জানান।
নির্বাচন কমিশনকে আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। এছাড়া ও আমরা ২৩টি লিখিত দাবি পেশ করেছি। তারমধ্যে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো নির্বাচনী প্রক্রিয়ার সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোর সংস্কার করা।
এছাড়াও আরও বলেছি রাজনৈতিক দলের নিবন্ধন আইন বিধি কঠোর, তা বাতিল করা উচিত। সবার রাজনীতি করার অধিকার আছে-এ কথা জানিয়ে তিনি বলেন, আমাদের দলের নিবন্ধনের বিষয়টি আদালতে বিচারাধীন আছে, আশা করছি ন্যায় বিচার পাব।
তিনি বলেন, জনগণ চায় স্থানীয় সরকার সচল হোক, আমরাও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি। এছাড়া আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে বলেছি। বাংলাদেশের জন্য এটি প্রয়োজন।