বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম আনছারি অপূর্বকে রাজধানীর প্রগতি সরণিতে (২৪) গ্রেপ্তার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।
রবিবার (১৬ ফেরুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদে ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বাড্ডা থানাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে প্রগতি সরণি সড়কে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া (৪৩) গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ইসমাত জাহান ইলোরা বাদী হয়ে গত ২৮ জুলাই বাড্ডা থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার ইব্রাহিম আনছারি অপূর্ব ওই মামলার সন্দেহভাজন আসামি।
থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মো. ইব্রাহিম আনছারি অপূর্বকে গ্রেফতার করা হয়।