বুধবার, ২৩ জুলাই, ২০২৫

ফ্যাসিবাদী স্বৈরাচার দেশকে ধ্বংস করে গেছে: তারেক

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

গত ১৫ বছর ফ্যাসিবাদী স্বৈরাচার বাংলাদেশকে ধ্বংস করে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় মানুষের কল্যাণে নিয়োজিত থেকেছে। এখন রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্বও আমাদের। আগামী প্রজন্ম যেন শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে সেজন্য আমাদের কাজ করতে হবে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

আওয়ামী লীগের সমালোচনা করে তারেক রহমান বলেন, তামাশার নির্বাচন করে সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিবাদী স্বৈরাচারেরা। আপনাদের প্রতিরোধে পালিয়েছে সেই ফ্যাসিবাদী স্বৈরাচার, এখন সময় নতুন করে দেশ গড়ার। বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল তারা। সেখান থেকে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা নিয়ে জনগণের দোরগোড়ায় যেতে হবে। মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার, রাজনীতির অধিকার ফিরিয়ে আনতে হবে। যখনই দেশের ক্রান্তিকাল সৃষ্টি হয়েছে তখনই বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে।

সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। তিনি বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেন। সংস্কার নির্বাচিত সরকার ও করতে পারবে। বেশি দেরি করলে আবারও জনগণ রাস্তায় নামবে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অন্দিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়া উপজেলা এবং পৌর বিএনপির সভাপতি, সম্পাদকরা।

সম্মেলন শেষে দ্বিতীয় ধাপে দুপুর ২টা থেকে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা কমিটি নেতৃত্ব নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়েছে। জেলার মোট চারটি থানা ও তিনটি পৌরসভার মোট সাতটি ইউনিটের ৭০৭ জন ভোটার রয়েছেন।

এই কাউন্সিলে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক এই তিন পদে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম (চেয়ার) ও মো. জুলফিকার আলী (মোটরসাইকেল), সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম (দেয়াল ঘড়ি), শাহরিয়ার রিজভী জর্জ (আনারস), অ্যাডভোকেট কামরুল হাসান (ছাতা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার এজাজুল হাসান বাবু (মাছ), মো. টিপু সুলতান (গোলাপ ফুল), অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাগল (তালা) প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন।

জেলা কমিটির নির্বাচন পরিচালনা করছেন অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট মো. আলমগীর মিয়া ও অ্যাডভোকেট তারিকুজামান লিটু।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গাজীপুরে ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালায় চাঁদাবাজির প্রতিবাদ করায় অটোরিকশা শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দল...

ইতিহাস গড়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩ রান। হাতে ছিল এক উইকেট। মুস্তাফিজের করা ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ সহজ করেন দানিয়েল। তবে পরের...

৯ ঘণ্টা পর মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা, শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বের হয়েছেন দুই উপদেষ্টা আসিফ নজরুল ও সি আর...

সচিবালয়ের সামনে লাঠিচার্জ, ঢামেকে ভর্তি ৪০ ছাত্র

সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জের ঘটনায় আহত ৪০ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৩-৪...

সম্পর্কিত নিউজ

স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গাজীপুরে ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালায় চাঁদাবাজির প্রতিবাদ করায় অটোরিকশা শ্রমিকদের ওপর হামলার অভিযোগ...

ইতিহাস গড়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩ রান। হাতে ছিল এক উইকেট। মুস্তাফিজের করা ওভারের...

৯ ঘণ্টা পর মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা, শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার...