শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মাইনাস তাপমাত্রাও হার মানল মেসি ম্যাজিকে, জয়ে শুরু মায়ামির মৌসুম

ক্রীড়া ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

মাইনাস তাপমাত্রার মাঝেও মেসির অসাধারণ পারফরম্যান্সে জয়ে মৌসুম শুরু করেছে ইন্টার মায়ামি। এমএলএস মৌসুম শুরুর আগে ইন্টার মায়ামি তাদের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই জয় পেয়েছে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম রাউন্ডে। স্পোর্টিং কানসাস সিটিকে (কেসি) ১-০ গোলে পরাজিত করেছে লিওনেল মেসির দল। ম্যাচের একমাত্র গোলটি করেছেন অধিনায়ক মেসি, যা দলের জয় নিশ্চিত করে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চিল্ড্রেনস মার্সি পার্কে অনুষ্ঠিত ম্যাচে মেসি ৫৬ মিনিটে গোলটি করেন।

যদিও যুক্তরাষ্ট্রে তীব্র শীতের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়, কিন্তু তাও দলের জন্য অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন মেসি। স্পোর্টিং কেসির ম্যানেজার পিটার ভারমেস বলেছেন, মেসিই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন। তিনি বলেন, ‘একমাত্র একজন খেলোয়াড় ছিলেন, যিনি ম্যাচটি শেষ করে দিতে পারতেন এবং সেটিই তিনি করেছেন।’

মায়ামির কোচ মেসির খেলোয়াড়ী দক্ষতা এক শব্দে ব্যাখ্যা করেন– ‘অবিশ্বাস্য!’

চিল্ড্রেনস মার্সি পার্কে ১৫ হাজার ১৭৮ জন দর্শক ম্যাচটি উপভোগ করতে উপস্থিত ছিলেন। তীব্র শীতে এবং পিচ্ছিল মাঠে প্রথম দিকে দুই দলই ছন্দ হারিয়েছিল। ম্যাচের তাপমাত্রা ছিল মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসের গতি ছিল প্রতি ঘন্টায় ৯ মাইল। এর ফলে অনুভূত তাপমাত্রা মাইনাস ২৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

এই শীতের মধ্যেও মেসির পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন কোচ মাশচেরানো। তিনি বলেন, “এটা অসম্ভব ছিল, আমি অত্যন্ত গর্বিত। সে মানুষ নয়, আপনি জানেন।”

৫৬ মিনিটে মেসির গোলটি আসে সার্জিও বুসকেটসের কাছ থেকে পাওয়া পাসে। এক ডিফেন্ডারকে কাটিয়ে মেসি জোরাল শট নেন, যা কেসির গোলরক্ষক জন পুসকাম্প ঠেকাতে পারেননি। এই গোলটি মেসির টানা ২১ মৌসুমে গোল করার রেকর্ডও নিশ্চিত করে।

আগামী ২৩ ফেব্রুয়ারি, রোববার, ইন্টার মায়ামি তাদের এমএলএস মৌসুমের প্রথম ম্যাচে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে খেলবে। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ টায় শুরু হবে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

আল-আকসা ভেঙে ফেলার পরিকল্পনা করছে ইসরায়েলিরা, ফিলিস্তিন সরকারের সতর্কতা জারি

দখলদার ইসরায়েলি সেটেলার তথা অবৈধ বসতি স্থাপনকারীরা জেরুজালেমে মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান ও প্রথম কিবলা আল-আকসা মসজিদে হামলা চালিয়ে এটি ভেঙে ফেলে তার জায়গায়...

উৎকণ্ঠার অবসান, বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

বিশ্বকাপে জায়গা করে নিলো বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত অপেক্ষা আর উৎকণ্ঠার পালা শেষ হয়েছে নিগার সুলতানাদের জন্য। নেট রান রেটে এগিয়ে থাকায় শেষ হাসি হাসলো...

পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে খুনের পর সেচ্ছায় থানায় উপস্থিত স্বামী

বাজার থেকে কিনে আনা পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা করেন স্বামী। এরপর স্বামী নিজেই থানায় উপস্থিত হয়ে দেন ঘটনার...

যুক্তরাষ্ট্রের আরেকটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করল হুতি

যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বিষয়টি নিশ্চিত করেছেন। জেনারেল ইয়াহিয়া...

সম্পর্কিত নিউজ

আল-আকসা ভেঙে ফেলার পরিকল্পনা করছে ইসরায়েলিরা, ফিলিস্তিন সরকারের সতর্কতা জারি

দখলদার ইসরায়েলি সেটেলার তথা অবৈধ বসতি স্থাপনকারীরা জেরুজালেমে মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান ও প্রথম...

উৎকণ্ঠার অবসান, বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

বিশ্বকাপে জায়গা করে নিলো বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত অপেক্ষা আর উৎকণ্ঠার পালা শেষ হয়েছে...

পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে খুনের পর সেচ্ছায় থানায় উপস্থিত স্বামী

বাজার থেকে কিনে আনা পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা...