ইউরোপীয় ইউনিয়নের প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দল অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার দুপুরে প্রায় এক ঘণ্টা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করেন তাঁরা।
সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সম্মেলনকক্ষে বৈঠক হয়। সেখানে নির্বাচনী আইনসংক্রান্ত বিষয়ে কথা হয়েছে বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
ওই বৈঠক শুরুর আগে থেকেই বিএনপিপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্টে জড়ো হন। ওই বৈঠক চলাকালে ও বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ করেন। এ সময় ‘নো মোর হাসিনা’, ‘উই ওয়ান্ট ডেমোক্রেসি’, ‘উই ওয়ান্ট কেয়ারটেকার’, ‘উই ওয়ান্ট ভোটিং রাইটস’সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
বৈঠক শেষে বিকেল পৌনে তিনটার দিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে বেরোনোর সময় প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী।
ইইউ প্রতিনিধিদলের সদস্যরা গাড়িতে ওঠার পরও আইনজীবীরা স্লোগান দিতে থাকেন। স্লোগান দেওয়ার পাশাপাশি অনেক আইনজীবী একটি চিঠি গাড়িতে থাকা প্রতিনিধিদলের সদস্যদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করেন। এ সময় তাদের সেখান থেকে সরিয়ে দিতে বেগ পেতে হয় পুলিশ সদস্যদের।
জানা যায়, ওই বিক্ষোভে নেতৃত্ব দেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল প্রমুখ।