সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে, উপজেলা প্রশাসন ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে মধ্যনগর বাজার এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়। ওই দিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় ১৪৪ ধারার বিজ্ঞপ্তি জারি করেন।
পুলিশ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাঈয়ুম মজনু ও যুবদল নেতা এম শহিদ মিয়ার লোকজনের মধ্যে পুলিশ কর্তৃক এক আসামি গ্রেপ্তারের পর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অস্থায়ী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান জানান, ‘ডেভিল হান্ট অভিযান চলাকালে এক আসামি গ্রেপ্তার করা হয়, এরপর বিএনপি ও যুবদলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।’
এ পরিস্থিতিতে, ইউএনও উজ্জ্বল রায় বলেন, ‘দুই পক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কা থাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে মধ্যনগর বাজার এলাকায় অনির্দিষ্ট সময়ের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।’