বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সাকিব এবার নতুন দলে!

ক্রীড়া প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

অনেক প্রতিকূলতা এবং অনিশ্চয়তার মধ্যেও অবশেষে নতুন দলে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবার তিনি খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিবকে দলে নেওয়ার আশা প্রকাশ করেছে ক্লাবটি, তারা বিশ্বাস করছে যে, আগামী মাসে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগে সাকিবকে পাওয়া যাবে।

সাকিবের ক্রিকেট ক্যারিয়ার এখন নানা বাধার সম্মুখীন, যেমন বোলিং নিষেধাজ্ঞা, রাজনৈতিক পটপরিবর্তন, এবং হত্যাচেষ্টা মামলার কারণে দেশে ফিরতে না পারা। এর বাইরে, গত বছর আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর সাকিব দেশে ফিরতে পারেননি। তার বিরুদ্ধে মামলা থাকার কারণে, গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ঢাকা ফিরে যাওয়ার চেষ্টা ব্যর্থ হয় এবং তাকে দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়। এর মধ্যে, ক্রিকেট মাঠেও বোলিং অ্যাকশন পরীক্ষায় নিষিদ্ধ হওয়ার ফলে তার পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়ে।

এসব বাধা কাটিয়ে সাকিব এবার ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নিতে যাচ্ছেন। গত বছর তিনি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছিলেন। তবে পরিবর্তিত পরিস্থিতিতে, ক্লাবটির প্রধান পৃষ্ঠপোষক সরে যাওয়ায় এবার নতুন দল নিলেন তিনি।

লিজেন্ডস অব রূপগঞ্জের মালিক লুৎফুর রহমান বাদল জানান, তারা ক্রিকেটার সাকিবকে দলে নিয়েছেন, রাজনীতিবিদ সাকিবকে নয়। সাকিব বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড, তাই তাকে দলে নেওয়া হয়েছে। খেলতে পারলে তারা তাকে প্রিমিয়ার লিগে নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এবারের প্রিমিয়ার লিগ শুরু হবে মার্চের প্রথম সপ্তাহে। এর আগেই দলবদল প্রক্রিয়া সম্পন্ন হবে, এবং ক্রিকেটাররা অনলাইন বা অফলাইন মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

এক ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দেওয়া হবে না: বিজিবি মহাপরিচালক

দেশ মাতৃকার অখণ্ডতা রক্ষায় এক ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ...

পিটিআইয়ের আন্দোলনে যোগ দিচ্ছেন ইমরান খানের দুই ছেলে

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে তার দলের আন্দোলনে যোগ দেবেন। ইমরান খানের বোন আলিমা...

এসএসসির ফলাফলে ধস, ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস হারে ধস নেমেছে। গত ১৫ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন পাশের হার। এবার পাস করেছে ৬৮ দশমিক ৪৫...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত...

সম্পর্কিত নিউজ

এক ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দেওয়া হবে না: বিজিবি মহাপরিচালক

দেশ মাতৃকার অখণ্ডতা রক্ষায় এক ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দেওয়া হবে না বলে মন্তব্য...

পিটিআইয়ের আন্দোলনে যোগ দিচ্ছেন ইমরান খানের দুই ছেলে

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম যুক্তরাষ্ট্র থেকে ফিরে...

এসএসসির ফলাফলে ধস, ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস হারে ধস নেমেছে। গত ১৫ বছরের মধ্যে...