মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

কক্সবাজারে বিমানবাহিনী সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

কক্সবাজার শহরে বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের জন্য স্থানীয়দের উচ্ছেদ চেষ্টাকে কেন্দ্র করে বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক যুবক নিহত এবং ১০-১৫ জন আহত হয়েছেন।

সোমবার বেলা ১২টার দিকে কক্সবাজার পৌরসভার সমিতি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম।

নিহত শিহাব কবির নাহিদ (৩০) একই এলাকার নাছির উদ্দিনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এঘটনায় একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার সুত্রপাত কিভাবে তা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়, কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

স্থানীয়দের ভাষ্য

সমিতি পাড়ার বাসিন্দারা জানান, আজ সোমবার দুপুরে বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের জন্য এলাকাবাসীকে অন্যত্রে সরিয়ে নিতে জেলা প্রশাসন কার্যালয়ে বিমানবাহিনী সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং এলাকাবাসীর প্রতিনিধিদের বৈঠক নির্ধারিত ছিল। এ লক্ষ্যে বেলা ১২টার দিকে সমিতি পাড়ার বাসিন্দা জনৈক মো. জাহিদসহ আরও কয়েকজন ইজিবাইক যোগে জেলা প্রশাসন কার্যালয়ে আসছিলেন।

তাঁদের বহনকারী গাড়িটি ডায়াবেটিক পয়েন্ট এলাকার বিমানবাহিনীর চেকপোস্টে পৌঁছালে থামানো হয়। এ সময় বিমানবাহিনীর সদস্যরা জাহেদকে গাড়ি থেকে নামতে বলেন। একপর্যায়ে তাঁরা তর্কে জড়ান। পরে তাঁকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়। এলাকাবাসী জাহেদকে নিয়ে যেতে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের একপর্যায়ে বিমানবাহিনীর সদস্যরা এলাকাবাসীকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি করেন। এতে অন্তত ১০-১৫ জন আহত হন। পরে স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

শিক্ষার্থীরা আস্থা রাখলে ডাকসু ভিপি পদে প্রার্থী হবো: ছাত্রদল নেতা মুমিনুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম জিসান। তিনি...

ভাবির সঙ্গে স্বামীর পরকীয়া ফাঁসের পর ৫ সন্তান নিয়ে অসহায় ভাই-বোন, স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

আপন ভাই-বোন নারগিস ও জাইদুল। স্বামীর করা মামলায় পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী নারগিস। তার ভাই জাইদুল ও বাবা তরিকুল ১৫ দিন জেল খেটেছেন। স্বামী মমিন...

মুরাদনগরে ট্রিপল মার্ডার; উপদেষ্টার পরিবারকে মিথ্যা অপবাদে জাড়ানোর প্রতিবাদে নারীসমাজের মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরের উপজেলার বাঙ্গরা বাজার থানায় মাদক সংশ্লিষ্টাতার অভিযোগে গণপিটুনি দিয়ে একই পরিবারের মা, ছেলে ও মেয়েকে হত্যার ঘটনায় মামলা ও গ্রেপ্তার আতংর্কে প্রায়...

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো হত্যাযজ্ঞের মধ্যেই এবার রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। আগামী সেপ্টেম্বর মাসেই এই স্বীকৃতি দেবে দেশটি।অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি...

সম্পর্কিত নিউজ

শিক্ষার্থীরা আস্থা রাখলে ডাকসু ভিপি পদে প্রার্থী হবো: ছাত্রদল নেতা মুমিনুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ...

ভাবির সঙ্গে স্বামীর পরকীয়া ফাঁসের পর ৫ সন্তান নিয়ে অসহায় ভাই-বোন, স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

আপন ভাই-বোন নারগিস ও জাইদুল। স্বামীর করা মামলায় পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী নারগিস। তার ভাই...

মুরাদনগরে ট্রিপল মার্ডার; উপদেষ্টার পরিবারকে মিথ্যা অপবাদে জাড়ানোর প্রতিবাদে নারীসমাজের মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরের উপজেলার বাঙ্গরা বাজার থানায় মাদক সংশ্লিষ্টাতার অভিযোগে গণপিটুনি দিয়ে একই পরিবারের মা,...