ভোটারকে ঘুষি মারার দায়ে মাইক অ্যামসবারি নামে যুক্তরাজ্যে এক এমপিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তর্ক-বিতর্কের একপর্যায়ে রাস্তায় একজন ভোটারকে ঘুষি মেরে ফেলে দেওয়ার অভিযোগে তাকে ১০ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।
সংবাদমাধ্যমটি বলছে, বরখাস্তকৃত লেবার পার্টির এমপি মাইক অ্যামসবারি তার চেশায়ার নির্বাচনী এলাকায় এক ব্যক্তিকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়ার কথা স্বীকার করার পর তাকে ১০ সপ্তাহের জন্য জেলে পাঠানো হয়েছে। খবর পলিটিকো ও বিবিসির।
৫৫ বছর বয়সী অ্যামসবারি দেশটির রানকর্ন এবং হেলসবিকের স্বতন্ত্র এমপি হিসাবে সংসদে প্রতিনিধিত্ব করছেন। ৪৫ বছর বয়সী পল ফেলোসকে ঘুষি মারার ভিডিও ফুটেজ প্রকাশের পরে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং এই কারাদণ্ড দেওয়া হয়।
গত বছরের ২৬ অক্টোবর চেশায়ারের ফ্রডশামে এই ঘটনা ঘটে। তখনকার লেবার এমপি মাইক অ্যামসবারি পল ফেলোসের নামের ওই ব্যক্তির সঙ্গে উত্তপ্ত তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন এবং নির্বাচনে ভোট না দেওয়ার অভিযোগে একপর্যায়ে তাকে ঘুষি মারেন।
এ নিয়ে একটি ভিডিও ফুটেজও সেসময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে রানকর্ন এবং হেলসবিকের এই এমপিকে দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন লেবার পার্টি।
পরে ভুক্তভোগী ওই ব্যক্তি আদালতে মামলা দায়ের করেন। ৫৫ বছর বয়সী আমেসবারি আদালতে তার কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলেও বর্ণনা করেন। শুনাসি শেষে সোমবার জেলা জজ ট্যান ইকরাম আমেসবারিকে ১০ সপ্তাহের কারাদণ্ড দেন।
চেস্টার ম্যাজিস্ট্রেট আদালতে ডেপুটি চিফ ম্যাজিস্ট্রেট ট্যান ইকরাম বলেন, ক্রোধ এবং মানসিক নিয়ন্ত্রণ হারানোর ফলে অ্যামেসবারি এই কাণ্ড ঘটিয়েছেন বলে প্রাক-সাজা প্রতিবেদনে দেখা গেছে।
সাজা ঘোষণার পর আমেসবারিকে তৎক্ষণাৎ সেলে নিয়ে যাওয়া হয় এবং আপিলের অপেক্ষায় থাকা অবস্থায় জামিনের আবেদনও প্রত্যাখ্যান করা হয়।