রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

নাগরিকত্ব পেতে আমেরিকায় চালু হচ্ছে ‘গোল্ড কার্ড’!

আন্তর্জাতিক ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

অভিবাসন নীতিতে বড় ধরণের পরিবর্তন আনতে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি নতুন এ নীতির কথা ঘোষণা করেন।

এবার আমেরিকার নাগরিকত্ব পেতে হলে গুনতে হবে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ কোটি টাকা)! ওই পরিমাণ টাকা দিলেই মিলবে ‘গোল্ড কার্ড’, যা আমেরিকায় নাগরিকত্বের প্রমাণ।

এতদিন ‘গ্রিন কার্ড’-এর মাধ্যমে আমেরিকায় অভিবাসীরা নাগরিকত্ব পেতেন। এবার চালু হতে চলেছে ‘গোল্ড কার্ড’। এই কার্ড ‘গ্রিন কার্ড’-এরই ‘প্রিমিয়াম’ সংস্করণ।

ট্রাম্পের কথায়, আমরা আমেরিকায় গোল্ড কার্ড বিক্রি করার পরিকল্পনা করেছি। এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে, যা আমেরিকায় নাগরিকত্বের নতুন পথ খুলে দেবে।

ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন। এখানে এসে তারা প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন, সেই সঙ্গে কর্মসংস্থানও তৈরি করবেন। এ দেশে এসে তারা সফল হবেন।

কবে থেকে ‘গোল্ড কার্ড’ চালু হবে? তা-ও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আগামী দু’সপ্তাহের মধ্যেই নতুন প্রক্রিয়া চালু হয়ে যাবে। এর জন্য আমেরিকান কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন রয়েছে বলে মনে করেন না ট্রাম্প। তবে কী ভাবে ‘গোল্ড কার্ড’ পাওয়া যাবে বা প্রক্রিয়া বাস্তবায়িত হবে, সে সম্পর্কে স্পষ্ট কোনও ধারণা দেননি মার্কিন প্রেসিডেন্ট।

অনেকের মতে, নতুন ‘গোল্ড কার্ড’ চালু হলে বর্তমান ‘ইবি-৫ প্রোগ্রাম’-এর উপর প্রভাব পড়তে পারে। উল্লেখ্য, ‘ইবি-৫ প্রোগ্রাম’-এর মাধ্যমে অভিবাসী বিনিয়োগকারীরা আমেরিকায় গ্রিন কার্ড পেয়ে থাকেন। নতুন ‘গোল্ড কার্ড’ চালু হলে ‘ইবি-৫ প্রোগ্রাম’ আর থাকবে না বলেই মনে করছেন অনেকে।

‘গোল্ড কার্ড’ থেকে প্রাপ্ত অর্থ সরাসরি সরকারি তহবিলে পৌঁছবে বলেও জানিয়েছেন তিনি। আমেরিকার আর্থিক ঘাটতি মেটাতে এটি কাজে লাগবে বলেই জানাচ্ছে সে দেশের প্রশাসনের একাংশ।

দ্বিতীয়বার আমেরিকায় ক্ষমতায় এসেই একের পর এক বিচিত্র সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প। আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে কঠোর শুল্ক নীতিরও কথা ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন প্রেসিডেন্টের কথায়, যে দেশ মার্কিন পণ্যের উপর যত বেশি শুল্ক বসাবে, সেই দেশের পণ্যের উপর আমেরিকাও ততই শুল্ক নেবে।

শুধু তা-ই নয়, বিভিন্ন দেশে অনুদান দেওয়ার ব্যাপারেও কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। সেই আবহেই এবার ‘গোল্ড কার্ড’ চালু হতে চলেছে আমেরিকায়।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

আল-আকসা ভেঙে ফেলার পরিকল্পনা করছে ইসরায়েলিরা, ফিলিস্তিন সরকারের সতর্কতা জারি

দখলদার ইসরায়েলি সেটেলার তথা অবৈধ বসতি স্থাপনকারীরা জেরুজালেমে মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান ও প্রথম কিবলা আল-আকসা মসজিদে হামলা চালিয়ে এটি ভেঙে ফেলে তার জায়গায়...

উৎকণ্ঠার অবসান, বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

বিশ্বকাপে জায়গা করে নিলো বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত অপেক্ষা আর উৎকণ্ঠার পালা শেষ হয়েছে নিগার সুলতানাদের জন্য। নেট রান রেটে এগিয়ে থাকায় শেষ হাসি হাসলো...

পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে খুনের পর সেচ্ছায় থানায় উপস্থিত স্বামী

বাজার থেকে কিনে আনা পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা করেন স্বামী। এরপর স্বামী নিজেই থানায় উপস্থিত হয়ে দেন ঘটনার...

যুক্তরাষ্ট্রের আরেকটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করল হুতি

যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বিষয়টি নিশ্চিত করেছেন। জেনারেল ইয়াহিয়া...

সম্পর্কিত নিউজ

আল-আকসা ভেঙে ফেলার পরিকল্পনা করছে ইসরায়েলিরা, ফিলিস্তিন সরকারের সতর্কতা জারি

দখলদার ইসরায়েলি সেটেলার তথা অবৈধ বসতি স্থাপনকারীরা জেরুজালেমে মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান ও প্রথম...

উৎকণ্ঠার অবসান, বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

বিশ্বকাপে জায়গা করে নিলো বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত অপেক্ষা আর উৎকণ্ঠার পালা শেষ হয়েছে...

পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে খুনের পর সেচ্ছায় থানায় উপস্থিত স্বামী

বাজার থেকে কিনে আনা পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা...