সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ক্রিকেটের নতুন পরাশক্তি আফগানিস্তান!

স্পোর্টস ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

ক্রিকেট বিশ্বে প্রতিনিয়তই যেন নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে আফগানিস্তান। বড় দলগুলোকে অনেকটা পাত্তায়ই দিচ্ছে না ক্রিকেটে বাংলাদেশের পরে অভিষেক হওয়া দলটি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এ এক রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানে পরাজিত করে সেমিফাইনালে যাওয়ার পথে আরও একধাপ এগোলো আফগানিস্তান। আর ইংল্যান্ডের জন্য এটিই যেন টুর্নামেন্টের সমাপ্তি।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শুরুতে জোফরা আর্চার ও মার্ক উডের গতিময় বোলিংয়ে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। তবে ওপেনার ইব্রাহিম জাদরান ও অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির চতুর্থ উইকেট জুটিতে ১০৩ রান সংগ্রহ করে দলকে বিপদমুক্ত করেন। শাহিদি ৪০ রান করে আউট হলেও জাদরান একপ্রান্তে দৃঢ়তা বজায় রেখে খেলতে থাকেন।

জাদরানের ১৭৭ রানের অনবদ্য ইনিংস চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। তার ১৪৬ বলের ইনিংসটি সাজানো ছিল ১২টি চার এবং ৬টি ছক্কায়। তার সঙ্গে আজমতউল্লাহ ওমরজাই ৩১ বলে ৪১ রান ও মোহাম্মদ নবি ২৪ বলে ৪০ রানের মধ্য দিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান।

আফগানিস্তানের দেওয়া ৩২৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি। শুরুতেই ফিল সল্ট ১৩ বলে ১২ রান ও জেমি স্মিথ ১৩ বলে ৯ রান করে দ্রুত আউট হয়ে যান। তবে তৃতীয় উইকেটে বেন ডাকেট ও জো রুট মিলে ৩৮ রানের জুটি গড়ে দলকে সামনের দিকে নিয়ে যান।বেন ডাকেট ৩৮ রান করে আউট হলে হ্যারি ব্রুক ও অধিনায়ক জস বাটলার ও তাদের ইনিংস দীর্ঘায়িত করতে পারেন নাই। ২১ বলে ২৫ রান করেন হ্যারি ব্রুক ও অধিনায়ক জস বাটলার ৪২ বলে ৩৮ রান করে আউট হয়ে যান।তবে একপ্রান্তে জো রুট একাই লড়াই চালিয়ে যান এবং ১১১ বলে ১২০ রান সংগ্রহ করেন। কিন্তু তার আউটের পর ইংল্যান্ডের জয়ের আশা ক্ষীণ হয়ে যায়।

শেষদিকে জেমি ওভারটন ও জোফরা আর্চার দলকে জেতানোর শেষ চেষ্টা করলেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। শেষ ওভারে জয়ের জন্য ১৩ রান প্রয়োজন ছিল, কিন্তু ইংল্যান্ড ৪৯.৫ ওভারে ৩১৭ রানে অলআউট হয়ে যায়।বল হাতে আজমতউল্লাহ ওমরজাই ৫ উইকেট তুলে নেন। তার বোলিং নৈপুণ্যে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা চাপে পড়ে।

ইংল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে আফগানরা, যা কার্যত কোয়ার্টার ফাইনাল হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে, আফগানদের কাছে হেরে টুর্নামেন্টে কোনঠাসা হয়ে পড়েছে ইংল্যান্ড। পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামলেও, সেই ম্যাচের ফলাফল টুর্নামেন্টে তাদের অবস্থানে কোনো প্রভাব ফেলবে না।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

নির্বাচনী প্রচারণায় কাউকে কষ্ট দিলে ক্ষমা চাচ্ছি : সাদিক কায়েম

ঢাবি প্রতিনিধিশেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। ২৬ আগস্ট থেকে শুরু হয়ে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত চলে...

ডাকসু জরিপের ফল প্রকাশ, এগিয়ে স্বতন্ত্র প্রার্থীরা

ঢাবি প্রতিনিধিআসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে নিয়ে পরিচালিত জরিপের ফল প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। জরিপে সর্বোচ্চ ৩৮.৮৫ শতাংশ...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাড়াকৃত ত্রুটিপূর্ণ ডাবল ডেকার সংযোজন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে শিক্ষার্থীদের জন্য নতুন করে যুক্ত হয়েছে চারটি ভাড়াকৃত ডাবল ডেকার বাস। তবে এসব বাস ত্রুটিপূর্ণ হওয়ার অভিযোগ এসেছে। এ...

তেজগাঁওয়ে আবারও নিষিদ্ধ সংগঠন  ছাত্রলীগের  মিছিল

রাজধানীর তেজগাঁওয়ে দুইদিনের ব্যবধানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি গ্রুপ আবারও মিছিল করেছে।মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে তারা এই মিছিল করে।জানা গেছে, মিছিলটি দুপুর...

সম্পর্কিত নিউজ

নির্বাচনী প্রচারণায় কাউকে কষ্ট দিলে ক্ষমা চাচ্ছি : সাদিক কায়েম

ঢাবি প্রতিনিধিশেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। ২৬...

ডাকসু জরিপের ফল প্রকাশ, এগিয়ে স্বতন্ত্র প্রার্থীরা

ঢাবি প্রতিনিধিআসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে নিয়ে পরিচালিত জরিপের ফল...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাড়াকৃত ত্রুটিপূর্ণ ডাবল ডেকার সংযোজন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে শিক্ষার্থীদের জন্য নতুন করে যুক্ত হয়েছে চারটি ভাড়াকৃত ডাবল...