প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ক্ষমতা চিরস্থায়ী করতে এবং বহির্বিশ্বের সঙ্গে আছি এমনটি জাহির করতেই মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালানো হয়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, ‘শাপলা চত্বরে হামলার ঘটনায় হেফাজতের ঠিক কতজনের মৃত্যু হয়েছে সে সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটা সরকারের চেয়েও দলটির পক্ষ থেকেই রিসার্চ করে সঠিক তথ্য জানানোর কাজটি করতে পারে।’
তিনি আরও বলেন, ‘ক্ষমতা চিরস্থায়ী করতে এবং বহির্বিশ্বের সঙ্গে আছি এমনটি জাহির করতেই শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালানো হয়। দেশব্যাপী তখন আইনশৃঙ্খলা বাহিনী রাইফেল ব্যবহার করেছে, এ ঘটনার তদন্ত হওয়া জরুরি।’
আওয়ামী লীগ সরকার হত্যাকাণ্ড চালিয়ে বিশ্বের কাছে বন্ধু হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেন প্রেস সচিব।
তিনি বলেন, ‘এতে করে একপেশে ভোটের পরও বাইরে থেকে সে অর্থে কেউ আওয়াজ তোলেনি।’
শফিকুল আলম বলেন, ‘দেশের মানুষ কি ভাবছে, কি চায় তার চেয়ে বাইরের বিশ্বকে খুশি রাখাকেই বেশি গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগ। চব্বিশের গণহত্যার সময়ও জঙ্গি প্রমাণের চেষ্টায় একই ন্যারেটিভ বজায় রেখেছিল আওয়ামী লীগ৷’
প্রেস সচিব বলনে, ‘চব্বিশের তরুণরা শেখ হাসিনাকে দেখিয়েছেন, যে স্বৈরাচারের সময় শেষ। শাপলা চত্বরসহ সকল হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করবে সরকার, তবে আপাতত চব্বিশের গণঅভ্যুত্থান প্রাধান্য পাবে। যারাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে, তবে সুবিচারের জন্য সময় প্রয়োজন।’