শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পরিত্রাণের উপায়

এফটিপি ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

বর্তমানে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষাঙ্গনে নৈরাজ্য, চাঁদাবাজি, দুর্নীতির অভিযোগসহ নানা সমস্যায় দেশ এক সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ না নিলে সাংবিধানিক সংকট থেকে গৃহযুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে প্রথমেই ড. ইউনূস এবং তার সরকারের উপদেষ্টাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে। তাদের পরিবর্তে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে সর্বোচ্চ দুই থেকে তিন বছরের জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে, যার প্রধান লক্ষ্য হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করা, দুর্নীতি দমন এবং সুষ্ঠু রাজনৈতিক সংস্কার। জরুরি অবস্থা ঘোষণা করে সকল রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত রাখতে হবে। প্রতিটি জেলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং হাটবাজার ও জলমহলের ইজারা সাময়িকভাবে স্থগিত করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে, যাতে ছাত্ররাজনীতির নামে কোনো নৈরাজ্য না থাকে। সরকারের মন্ত্রী ও সচিবদের আয়ব্যয় হিসাব বাধ্যতামূলকভাবে প্রকাশ করতে হবে। দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম আরও শক্তিশালী করার জন্য সরকারি কর্মচারীদের প্রেষণে প্রেরণ বন্ধ করতে হবে এবং প্রতিটি মন্ত্রণালয়, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দুদকের সেল গঠন করতে হবে। অপরাধে জড়িত রাজনৈতিক ব্যক্তিদের ১০ বছরের জন্য রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার আইন করতে হবে। রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে নতুন নিয়মে নিবন্ধন চালু করতে হবে, যেখানে কেউ সর্বাধিক দুই দফা বা ছয় বছরের বেশি দলের প্রধান থাকতে পারবেন না। একই পরিবারের একাধিক ব্যক্তি রাজনৈতিক দলে নেতৃত্ব দিতে পারবেন না এবং দলীয় প্রধানের অবসরের পর তার পরিবারের কেউ নেতৃত্বে আসতে পারবেন না।

নির্বাচন পদ্ধতিতে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালুর বিষয়ে গুরুত্ব দিতে হবে এবং দলীয় অর্থায়ন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করতে হবে। বাংলাদেশ বর্তমানে এক সংকটময় সময় অতিক্রম করছে। এই পরিস্থিতির সমাধান না হলে দেশ আরও বড় সংকটে পড়তে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন এবং রাজনৈতিক সংস্কার ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। তাই এখনই সময় কার্যকর পদক্ষেপ নেওয়ার।

লেখক: ড. মনজুর আহমেদ চৌধুরী

সাবেক চেয়ারম্যান, নদী রক্ষা কমিশন

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

“যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন, তবে যোগ্য নেতা পাবেন না”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমাদের দেশের ভোটাররা ২০০ টাকায় ভোট বিক্রি করেন। আপনারা যদি টাকা দিয়ে ভোট বিক্রি...

গাজায় স্থায়ী যুদ্ধবিরতিই সৌদি আরবের প্রধান অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতিই বর্তমানে সৌদি আরবের প্রধান অগ্রাধিকার। ২০২০ সালের আব্রাহাম চুক্তির ভিত্তিতে ইসরায়েল ও কয়েকটি...

পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড’

চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিতে নেমেছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে শাহবাগ মোড়ে ‘ব্লকেড’ করেছেন। এতে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার...

‘ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না’

জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয়, সেই দল অটোমেটিক বিলুপ্ত হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন,...

সম্পর্কিত নিউজ

“যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন, তবে যোগ্য নেতা পাবেন না”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমাদের দেশের ভোটাররা ২০০...

গাজায় স্থায়ী যুদ্ধবিরতিই সৌদি আরবের প্রধান অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতিই বর্তমানে সৌদি...

পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড’

চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিতে নেমেছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে শাহবাগ মোড়ে...