সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির সাবেক কমিটিকে ‘পকেট কমিটি’ বলে মন্তব্য করেছেন কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা। তার এ বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
বুধবার (৫ মার্চ) দুপুরে কাজিপুর উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আলোচনা সভায় বক্তব্য দেয়ার সময় কনকচাঁপা বিএনপির সাবেক কমিটিকে পকেট কমিটি হিসেবে আখ্যায়িত করেন। এতে তৃণমূল নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে কনকচাঁপাকে প্রতিরোধ করতে চেষ্টা করেন।
এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিতে কনকচাঁপা শীঘ্রই ‘সরি’ বলেন এবং তারপর নেতাকর্মীদের শান্ত করতে অন্যান্য নেতা মাইক হাতে নেন। এক পর্যায়ে কনকচাঁপা মঞ্চে বসে থাকেন এবং বক্তব্য দেয়া বন্ধ করে দেন।
বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ভিপি শামীম খান বলেন, কনকচাঁপার মন্তব্য দলটির সাবেক কমিটিকে নিয়ে ভুল ছিল। তিনি বলেন, কাজিপুর উপজেলা কমিটি তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে গঠিত হয়েছে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশনায় এই কমিটি গঠিত হয়েছিল।
এদিকে, নেতাকর্মীরা কনকচাঁপার বক্তব্যের কঠোর সমালোচনা করে এবং তাকে আরো সাবধান থাকতে পরামর্শ দেন।