শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

ফাইনালে রোববারের ফাঁড়া কী কাটাতে পারবে ভারত!

স্পোর্টস ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আজ মুখোমুখি হবে নিউজিল্যান্ড-ভারত। গেল কয়েক আসরে শিরোপা ঘরে নেওয়া কিংবা শিরোপার কাছ থেকে ফেরা পর্ব ভারতের জন্য নিয়মিত ঘটনা। প্রতি টুর্নামেন্টেই ভারতের থাকে শক্তিশালী দল।

সবশেষ চ্যাম্পিয়ন ট্রফি (২০১৭), ওয়ানডে বিশ্বকাপ (২০২৩) কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২৪) প্রতিটি আসরেই ফাইনালিস্ট হিসেবে ছিল ভারত। এবারও চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে দলটি উঠেছে শিরোপা নির্ধারণী ম্যাচে। আজ মাঠে নামবে শিরোপার হট ফেবারিট হয়েই।

এত এত আশার কথার মাঝে ভারতের সমর্থকদের জন্য কিছুটা শঙ্কা, সেটা হল আজ ‘রোববার’। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে ঠিক ৩ টায় মাঠে নামবে ভারত। আর এই ম্যাচে তাদের শিরোপা জয়ের পাশাপাশি একটি সংকটও কাটানোর লক্ষ্য থাকবে। কারণ রোববারে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচগুলো ভারতের জন্য বরাবরই এক অশুভ সংকেত। বিগত সময়ের পরিসংখ্যান বলছে, রোববারের ফাইনালে বারবার হোঁচট খেয়েছে ভারত। আসন্ন ফাইনাল ম্যাচের আগে তাই সমর্থকদের মনে তৈরি হয়েছে দুশ্চিন্তা। এই রোববারও কি তবে ভারত ব্যর্থতার সেই একই বৃত্তে আটকে পড়বে? স্বাভাবিকভাবে শুধু সমর্থক নয় দলের মনেও হয়তো চলছে একই চিন্তা। কেননা সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ঘরের মাঠে উড়ন্ত ভারত শিরোপা হারিয়েছিল এমন এক রোববারের ফাইনালেই। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। তবে, এবার অজিদের সেমিফাইনাল থেকে বিদায় করেই ফাইনাল খেলতে নামছে শিরোপার হট ফেভারিট ভারত।

ভারত আইসিসি টুর্নামেন্টে যতগুলো ফাইনালে হেরেছে ‘রোববারে’

  • ২০০০ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল

ভারতের এই রোববার ‘ফাঁড়া’ শুরু হয়েছিল ২০০০ সালের সেই চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল থেকে। ১৫ অক্টোবর (রোববার) ম্যাচ ছিল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ২৬৪ রান তুলেছিল সৌরভের নেতৃত্বাধীন ভারত। জবাবে দুই বল বাকি থাকতেই চার উইকেটে জিতে গিয়েছিল আজকের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

২০০৩ ওয়ানডে বিশ্বকাপ

আসরের শুরুটা খুব একটা ভালো না হলেও পরবর্তীতে দুর্দান্ত খেলে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। ঐ আসরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ফাইনাল হয়েছিল ২৩ মার্চ (রোববার)। প্রথমে ব্যাট করে দুই উইকেটে ৩৫৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে ২৩৪ রানের বেশি তুলতে পারেনি ভারত। হারায় শিরোপা।

  • ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল

ঢাকার মিরপুরে ফাইনাল হয়েছিল ৬ এপ্রিল। যথারীতি দিনটি ছিল রোববার। প্রথম ব্যাট করে চার উইকেটে মাত্র ১৩৪ রান তুলেছিল ধোনির নেতৃত্বাধীন ভারত। ১৩ বল বাকি থাকতেই ছয় উইকেটে জিতে গিয়েছিল শ্রীলঙ্কা। উঁচিয়ে ধরে শিরোপা।

২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল

পুরো টুর্নামেন্টে ভালো খেলেও ফাইনালে দাঁড়াতেই পারেনি চিরপ্রতিদ্বন্দ্বীদের সামনে। ফাইনাল হয়েছিল ১৮ জুন (রোববার)। প্রথমে ব্যাটিং করে চার উইকেটে ৩৩৮ রান তুলেছিল পাকিস্তান। জবাবে মাত্র ১৫৮ রানে অল-আউট হয়ে গিয়েছিল ভিরাট কোহলীর দল। টুর্নামেন্টের দুই বারের শিরোপা জয়ীরা হেরে গিয়েছিল ১৮০ রানে।

  • ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ

২০২৩ সালে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। প্রথম আসরে ভারত নিউজিল্যান্ডের কাছে শিরোপা হারালেও এই আসরে বেশ আত্মবিশ্বাসী ছিল। তবে অজিদের বিপক্ষে কাজের কাজ করতে পারেনি। টানা দ্বিতীয় বারের মতো খুব কাছে থেকেও শিরোপা ছোঁয়া হয়নি রোহিত বাহিনীর। মজার বিষয় হচ্ছে এই ম্যাচটি ৭ জুন বুধবার শুরু হলেও শেষটা হয়েছিল রোববারই, যেদিন ভারত হেরেছিল।

  • ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল

পুরো আসর জুড়েই উড়ছিল ভারত। কোনো দল পাত্তাই পাচ্ছিল না তাদের সামনে। তাতে সমর্থকরা চোখ বন্ধ করেই ধারণা করে নিয়েছিল ঘরের মাটিতে দাপুটে ভারত ফের শিরোপা উচিয়ে ধরবে। তবে তা হয়নি। ‘রোববার’-এর বাধায় আবার আটকা পরেছিল স্বাগতিকরা। আহমেদাবাদে প্রায় ১ লাখ ২০ হাজার সমর্থকদের সেদিন কাঁদিয়ে শিরোপা জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া।

এবারও তাই চেতনে-অবচেতনে হয়তো একটা শঙ্কা থেকেই যাবে ভারতের ক্রিকেটারদের মাঝে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-চাচাকে মারধর,থানায় মামলা

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-চাচাকে বেধড়ক পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গত সোমবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের...

নাটোরে সাংবাদিকদের ওপর হামলা, গ্রেপ্তার সাংবাদিক; ওসি-ইউএনও’র প্রত্যাহারের দাবিতে অবস্থান

নাটোর আদালত চত্বরে গণমাধ্যমকর্মীদের ওপর সাবেক এসপি এস.এম ফজলুল হকের হামলা এবং সিংড়ায় তথ্য চাওয়ায় ডেভিল হান্টের নামে সমকালের সাংবাদিক আব্দুর রশিদকে গ্রেপ্তারের প্রতিবাদে...

কুবিতে প্রশ্নফাঁস কাণ্ডে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে অব্যাহতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উত্তরপত্রসহ প্রশ্ন ফাঁস কাণ্ডের সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে অব্যাহতির দাবিতে মানববন্ধন করেছে 'বিপ্লবী ঐক্যজোট' ব্যানারে একদল শিক্ষার্থী। মানববন্ধন শেষে উপাচার্য বরাবর...

লালপুরে দেশীয় অস্ত্র ও গুলিসহ সাবেক জেলা ছাত্রদলের নেতা আটক

নাটোরের লালপুরে দেশীয় অস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান আরিফ ও শাকিব আলীকে...

সম্পর্কিত নিউজ

এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-চাচাকে মারধর,থানায় মামলা

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-চাচাকে বেধড়ক পিটিয়ে জখম করার ঘটনা...

নাটোরে সাংবাদিকদের ওপর হামলা, গ্রেপ্তার সাংবাদিক; ওসি-ইউএনও’র প্রত্যাহারের দাবিতে অবস্থান

নাটোর আদালত চত্বরে গণমাধ্যমকর্মীদের ওপর সাবেক এসপি এস.এম ফজলুল হকের হামলা এবং সিংড়ায় তথ্য...

কুবিতে প্রশ্নফাঁস কাণ্ডে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে অব্যাহতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উত্তরপত্রসহ প্রশ্ন ফাঁস কাণ্ডের সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে অব্যাহতির দাবিতে মানববন্ধন...
Enable Notifications OK No thanks