সোমবার, ১০ মার্চ, ২০২৫

পাচার করা টাকা ফেরাতে বিশেষ আইন করা হবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

আওয়ামী লীগের আমলে পাচার হওয়া টাকা দ্রুত ফেরত আনতে খুব শিগগিরই বিশেষ আইন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, পাচার করা টাকা কীভাবে আনা যায় সেটা ত্বরান্বিত করার জন্য একটা বিশেষ আইন খুব শিগগিরই করা হবে। আগামী সপ্তাহের মধ্যে আপনারা এই আইনটা দেখবেন।

সোমবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, পাচার করা টাকা উদ্ধারের জন্য প্রথম থেকেই অন্তর্বর্তী সরকার তৎপর ছিল। প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলে আসছেন যে, এটা বাংলাদেশের মানুষের টাকা। আমাদের টপ প্রায়োরিটির ভেতরে এটা থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের ফোকাস ছিল, পাচার করা টাকা কীভাবে আনা যায়। সেজন্য গত সেপ্টেম্বর মাসে ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়। তার নেতৃত্ব দিচ্ছেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর।

শফিকুল আলম বলেন, টাকাটা ফেরত আনার প্রচেষ্টা কতদূর এগোল, সেটার ওপর আজ একটা বড় মিটিং হয়। মিটিংয়ের নেতৃত্ব দিয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা। সেই মিটিংয়ে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, প্রচুর ল ফার্মের সঙ্গে সরকার ও টাস্কফোর্স কথা বলছে। ল ফার্মের সঙ্গে অ্যাগ্রিমেন্ট করতে এ আইনটা সাহায্য করবে। ২০০টা ল ফার্মের সঙ্গে আমরা অলরেডি কথা বলেছি। তবে এখনো সিলেকশন হয়নি। একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিলেকশন হবে। ৩০টার মতো ল ফার্মের সঙ্গে অ্যাগ্রিমেন্টে যাব। সেটা নিয়েও কথাবার্তা হচ্ছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, এগুলো বাংলাদেশের টাকা, যত দ্রুত সম্ভব টাকা ফেরত আনা যায়। এটার বিষয়ে প্রতি মাসে হাই পাওয়ার মিটিং হবে। ঈদের পর আরেকটা মিটিং তিনি ডেকেছেন। এখন থেকে এ বিষয়ে প্রতি মাসে মিটিং করা হবে, বলেন প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে। সেটা কতটুকু হয়েছে? আমরা যতটুকু জেনেছি, এটা আরও ডিটেইলসে জানার জন্য প্রধান উপদেষ্টা বলেছেন।

বৈঠকে এনবিআর চেয়ারম্যানের জানিয়েছেন, অনেক ছেলে-মেয়ে বিদেশে পড়তে যায়। একটা কেসে দেখা গেছে, ছেলের টিউশন ফি হিসেবে ৪০০-৫০০ কোটি টাকা পাঠানো হয়েছে। মানি লন্ডারিংটা কীভাবে হয়েছে দেখেন।

বিফ্রিংয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

শিক্ষা মন্ত্রণালয় থেকে পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। সোমবার তিনি পদত্যাগের কথা নিশ্চিত করে বলেন, তিনি মন্ত্রিপরিষদ...

রমজানের সৌন্দর্য, ইফতারের সময় ক্যাম্পাসের ভেতরে কুবি শিক্ষার্থীদের মিলনমেলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পবিত্র রমজান মাস জুড়ে বেলাশেষে ইফতার আয়োজনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে এক বিশেষ আবহ তৈরি হয়েছে। প্রতিদিনই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে...

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ববিতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে সকাল ১১টায় আয়োজিত এ...

শহিদ সেলিমের মেয়ের দায়িত্ব নিলো জামায়াত, চিকিৎসা খরচ দিচ্ছে জেলা প্রশাসন

ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার বাসিন্দা সেলিম তালুকদার। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই গুলিবিদ্ধ হয়ে ৩১ জুলাই মারা যান তিনি। মৃত্যুর তিনদিন...

সম্পর্কিত নিউজ

শিক্ষা মন্ত্রণালয় থেকে পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম...

রমজানের সৌন্দর্য, ইফতারের সময় ক্যাম্পাসের ভেতরে কুবি শিক্ষার্থীদের মিলনমেলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পবিত্র রমজান মাস জুড়ে বেলাশেষে ইফতার আয়োজনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে এক বিশেষ...

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ববিতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত প্রতিবাদ সমাবেশ করেছে...
Enable Notifications OK No thanks